আপনি কি এয়ারটেল সিম ব্যবহার করেন, তাহলে নিশ্চয়ই আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট এমবি বা ডাটা প্যাকেজ চেক করতে হয়। আর এয়ারটেল সিমের এমবি চেক করার কিছু কোড রয়েছে।
যেগুলো ব্যবহার করে আপনি সহজেই এয়ারটেল সিম এমবি চেক করতে পারেন। এয়ারটেল এমবি চেক কোড ও এয়ারটেল মিনিট চেক কোড সম্পর্কে বিস্তারিত জানাবো।
যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তারা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়বেন। কারণ এয়ারটেল সিমে এমবি চেক করার উপায় ও কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এয়ারটেল এমবি চেক কোড সম্পর্কে বিস্তারিত
বাংলাদেশে অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি হচ্ছে এয়ারটেল (Airtel Bangladesh)। অনেকেই এয়ারটেল ব্যবহার করেন তাদের কম দামে ইন্টারনেট প্যাক, দ্রুত স্পিড এবং অফারের জন্য।
অবশ্যই পড়বেনঃ
কিন্তু অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় বুঝতে পারি না কত MB (মেগাবাইট) বাকি আছে। সেই সময় দরকার হয় এয়ারটেল এমবি চেক কোড জানার। আর কিভাবে আপনি এয়ারটেল সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবেন, তা সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।
এয়ারটেল এমবি চেক কোড 2025
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো USSD কোড ব্যবহার করা।এই কোডটি ডায়াল করলেই আপনি জানতে পারবেন আপনার কত ইন্টারনেট ডেটা (MB/GB) বাকি আছে।
বর্তমানে এয়ারটেল এমবি চেক কোড হলো *3#। এই কোডটি যেকোনো এয়ারটেল সিম থেকে ডায়াল করুন, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ইন্টারনেট ব্যালেন্স স্ক্রিনে প্রদর্শিত হবে।
এভাবে কোডটি সরাসরি ডায়াল করে এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখা যায়। যারা মূলত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন, তারা এই পদ্ধতিতে কোড ডায়াল করে এমবি বা ডাটা ব্যালেন্স চেক করে নিতে পারেন।
এয়ারটেল এমবি চেক নাম্বার
অনেকেই প্রশ্ন করেন এয়ারটেল সিমের এমবি চেক করার নাম্বার কি? এয়ারটেল সিম যারা ব্যবহার করেন, তারা চাইলে সরাসরি নির্দিষ্ট নাম্বার ডায়াল করার মাধ্যমে এমবি ব্যালেন্স চেক করতে পারেন।
বর্তমান বেশিরভাগই মানুষ কম দামে সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহার করার জন্য এয়ারটেল সিম কিনে থাকে। তবে অনেকেই এয়ারটেল সিমে নতুন শিফট হওয়ার কারণে এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেনা।
আপনারা যারা এয়ারটেল এমবি চেক করতে পারেন না, তারা এই অংশটি ভাল করে পড়ুন। এয়ারটেল এমবি চেক নাম্বার হলো *3#। এই নাম্বারটি সরাসরি ডায়াল করলে এয়ারটেল সিমের এমবি চেক করতে পারবেন। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে তা হলো *১২১# ।
এই নাম্বারটি ডায়াল করেও এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করা যাবে। সে ক্ষেত্রে আপনাকে কয়েকটা স্টেপ পার করে চেক করতে হবে।
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করার পদ্ধতি (USSD কোডে)
- আপনার মোবাইলের ডায়াল অপশন খুলুন।
- এবার মোবাইলে টাইপ করুন *3#
- তারপর Call বাটনে চাপুন।
- কয়েক মুহূর্তের মধ্যে আপনার এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স দেখাবে।
উদাহরণস্বরূপ মেসেজ এমন দেখাবেঃ
আপনার প্যাকেজে যদি 2GB ডেটা বাকি থাকে, তাহলে আপনি মেসেজে বা স্ক্রিনে দেখতে পাবেন।
“Your remaining data: 2048MB. Valid till 20-11-2025″
এয়ারটেল অ্যাপ দিয়ে এমবি চেক করার উপায়
এয়ারটেল এমবি চেক কোড ছাড়াও আপনি এয়ারটেল অ্যাপ ব্যবহার করে এমবি চেক করতে পারেন। এয়ারটেল এখন তাদের Airtel App এর মাধ্যমে সব তথ্য সহজে দেখতে দেয়।
এই অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যায়। নিম্নে এমবি চেক করার সহজ পদ্ধতি বা ধাপ দেওয়া হলঃ
- প্রথমে Airtel App ডাউনলোড করে ইনস্টল করুন।
- আপনার এয়ারটেল নম্বর দিয়ে লগইন করুন।
এবার হোম স্ক্রিনে আপনি দেখতে পাবেনঃ
- ইন্টারনেট ব্যালেন্স
- মিনিট
- SMS ব্যালেন্স
- অফার ও বোনাস
এখন আপনি ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য “ইন্টারনেট ব্যালেন্স” অপশনটিতে ক্লিক করবেন।এটি সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেটেড উপায়ে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করার একটি পদ্ধতি।
এয়ারটেল ওয়েবসাইট থেকে এমবি চেক করার উপায়
এয়ারটেল এমবি চেক কোড ব্যবহার করার পাশাপাশি এয়ারটেল ওয়েবসাইট থেকেও সরাসরি এমবি চেক করে নিতে পারেন। এক কথায় যদি আপনি অ্যাপ ব্যবহার না করতে চান, তাহলে সরাসরি Airtel Bangladesh এর অফিসিয়াল ওয়েবসাইটেও লগইন করে আপনার ডেটা ব্যালেন্স দেখতে পারবেন।
অফিসিয়াল সাইটঃ Airtel Bangladesh
সেখানে আপনার নম্বর দিয়ে লগইন করলে সমস্ত তথ্য একসাথে দেখতে পারবেন। তাই আপনি এই ওয়েবসাইট থেকেও আপনার এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স সহ সকল তথ্য জানতে পারবেন। এটি হল airtel এর অফিসিয়াল ওয়েবসাইট। এভাবে ওয়েবসাইট ব্যবহার করেও ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায়।
এয়ারটেল এমবি চেক কোড কাজ না করলে কী করবেন
যদি কোনো কারণে *3# কোডটি কাজ না করে, তাহলে নিচের টিপসগুলো অনুসরণ করুনঃ
- আপনার সিমে নেটওয়ার্ক ঠিক আছে কিনা যাচাই করুন।
- ফোন রিস্টার্ট করে আবার চেষ্টা করুন।
- তারপরও না হলে, কল করুন Airtel Customer Care (121) এ।
- বিকল্পভাবে Airtel App ব্যবহার করে ব্যালেন্স দেখুন।
এয়ারটেল মিনিট চেক কোড
বাংলাদেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর হলো এয়ারটেল (Airtel)। তাদের সাশ্রয়ী কল রেট ও আকর্ষণীয় প্যাকেজের কারণে অনেক ব্যবহারকারী এয়ারটেল ব্যবহার করে থাকেন।
কিন্তু অনেক সময় কল করার সময় আমরা বুঝতে পারি না আমাদের কত মিনিট (Call Balance) বাকি আছে।এই অবস্থায় দরকার পড়ে এয়ারটেল মিনিট চেক কোড জানার।
এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো USSD কোড ব্যবহার করা।আপনার মোবাইলের ডায়াল অপশনে নিচের কোডটি লিখলেই মিনিট ব্যালেন্স জানতে পারবেন।
এয়ারটেল মিনিট চেক কোডঃ *৭৭৮*৫#। এছাড়াও এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করার আরেকটি কোড হলঃ *৭৭৮*০# ।
এই কোডটি যেকোনো এয়ারটেল সিম থেকে ডায়াল করলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে আপনার বাকি মিনিট ব্যালেন্স ও মেয়াদ (Validity) দেখাবে।
কিভাবে এয়ারটেল মিনিট চেক করবেন (ধাপে ধাপে)
- মোবাইলের Dial Pad খুলুন।
- এরপর টাইপ করুন *778*0# বা *৭৭৮*৫#
- তারপর Call/Send বাটনে চাপুন।
- কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে মিনিট ব্যালেন্স প্রদর্শিত হবে।
উদাহরণঃ
“You have 45 minutes remaining. Valid till: 15-Nov-2025”
উপসংহার – এয়ারটেল এমবি চেক কোড
এয়ারটেল বাংলাদেশের অন্যতম দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।নিজের ডেটা ব্যালেন্স জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এমবি শেষ হয়ে গেলে অতিরিক্ত চার্জ কেটে নিতে পারে।
সুতরাং, নিয়মিতভাবে *3# ডায়াল করে বা Airtel App ব্যবহার করে আপনার এয়ারটেল এমবি ব্যালেন্স চেক করে নিন।
FAQs – এয়ারটেল মিনিট চেক কোড
এয়ারটেল এমবি চেক কোড হলো *3#
Airtel App খুলে লগইন করলে হোম পেইজেই এমবি ব্যালেন্স দেখা যায়।
নেটওয়ার্ক সমস্যা হতে পারে, পুনরায় চেষ্টা করুন বা 121 নম্বরে যোগাযোগ করুন।
*121# ডায়াল করে আপনার পছন্দের প্যাকটি সিলেক্ট করুন।এয়ারটেল এমবি চেক কোড কী?
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স কিভাবে অ্যাপে দেখা যায়?
কোডে এমবি না দেখালে কী করতে হবে?
Airtel ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ করার কোড কী?
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






