বিকাশে ১০০০ টাকা ফ্রি ইনকাম করতে চান, সে ক্ষেত্রে আজকের দেখানো উপায় গুলো
অনুসরণ করে ইনকাম করার চেষ্টা করুন। বিকাশ থেকে হয়তো সরাসরি ১ হাজার টাকা
সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন না। তবে আপনি কিছু কাজ করার বিনিময়ে বিকাশ
থেকেই ১০০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন। আর আজকে আমরা সেই উপায় গুলি
আপনাদের সাথে আলোচনা করব।
বিকাশের অ্যাপটি ব্যবহার করে বিভিন্নভাবে ৫০০ থেকে ১০০০ টাকার ক্যাশব্যাক নিয়ে
ইনকাম করা সম্ভব। পাশাপাশি সরাসরি কিছু টাক্স সম্পূর্ণ করেও বিকাশ অ্যাপটি থেকে
এক হাজার টাকা ফ্রি ইনকাম করা যায়। বিকাশে ১০০০ টাকা ফ্রি কিভাবে পাবেন তা নিয়ে
আজকের আর্টিকেলটিতে বিস্তারিত থাকছে।
বর্তমানে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম গুলোর মধ্যে বিকাশ একটি জনপ্রিয়
পেমেন্ট পদ্ধতি ও প্রতিষ্টান। বাংলাদেশের প্রায় কোটি কোটি গ্রাহক এই বিকাশ
অ্যাপ ব্যবহার করে টাকা একে অপরের কাছে লেনদেন করে থাকে।
তবে আপনি কি জানেন এই বিকাশে ব্যবহার করেই বিভিন্ন মাধ্যমে ইনকাম করা
যাচ্ছে? যদি না জেনে থাকেন এখনই জানুন আর্টিকেলটির মাধ্যমে। বিকাশ
বিভিন্ন সময়ে ক্যাশব্যাক অফার ও রেফারেল ক্যাম্পেইন চালু করে থাকে যার মাধ্যমে
প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব।
বিকাশ প্রতি মাসেই নিত্যনতুন অফার চালু করে থাকে, সেই অফার গুলোতে অংশগ্রহণ করেও
১১ হাজার টাকা ফ্রিতে ইনকাম
করা যায়। এবার চলুন বিকাশে ১০০০ টাকা ফ্রি পাওয়ার সহজ এবং কার্যকর
উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।
বিকাশে ১০০০ টাকা ফ্রি
এখন মূল আলোচনায় আসি বিকাশে 1000 টাকা কিভাবে পাবেন এবার সেই সম্পর্কে আলোচনা
করব। আপনারা জানেন বিকাশ বর্তমানের খুব একটি জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি বা ডিজিটাল
ওয়ালেট, যা বাংলাদেশের কোটি কোটি গ্রাহক ব্যবহার করে থাকে।
যার কারণে বিকাশ অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করা সম্ভব
হচ্ছে। বিকাশ প্রতি মাসেই নতুন নতুন অফার নিয়ে ক্যাম্পেইন চালু করে থাকে, বিশেষ
করে তারা বেশি বেশি ক্যাশব্যাক অফার দেয় যেখান থেকে আপনি প্রতিদিন ১০০০ টাকার
বেশি ক্যাশব্যাক নিয়ে ইনকাম করতে পারেন।
তবে যেই অফার থেকে বেশি ইনকাম করা যায় সেটি হলো রেফারেল অফার। অর্থাৎ বিকাশের
রেফারেল ক্যাম্পেইন অফার থেকে হাজার হাজার টাকা উপার্জন করা যায়। বিকাশ এই
অফারটি প্রতি মাসেই চালু করে থাকে। আমার জানামতে বর্তমান মাসে
বিকাশের রেফারেল ক্যাম্পেইন
চালু রয়েছে।
আপনি যদি এখন বিকাশ অ্যাপটি ব্যবহার করে রেফার সম্পন্ন করেন তাহলে ১০০০ টাকার
বেশি ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে বিকাশ অ্যাপটি পরিচিত বা বন্ধুদের
মাঝে রেফার করতে হবে।
আপনার রেফার লিংক থেকে যদি পরিচিত কোন ব্যক্তি বিকাশ একাউন্ট খুলে টাকা লেনদেন
করে তাহলে আপনি সরাসরি ৫০ টাকা বোনাস একাউন্টে পেয়ে যাবেন। প্রতিটি সফল
রেফার করার জন্য একজন ব্যবহারকারী ৫০ টাকা বোনাস পাবেন।
তাই আপনি যদি সর্বনিম্ন ১টি বিকাশ অ্যাপ রেফার করেন তাহলে ৫০ টাকা বোনাস
পাবেন। আর এভাবে যদি আপনি বিকাশ অ্যাপের ২০টি রেফার সফলভাবে সম্পন্ন
করতে পারেন তাহলে, সহজেই বিকাশে ১০০০ টাকা ফ্রি পাবেন।
আশা করছি প্রিয় গ্রাহক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বিকাশ রেফারেল প্রোগ্রামে
অংশগ্রহণ করেই এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায়। এই একটিমাত্র
উপায়ে আপনি কম সময়ের মধ্যে দ্রুত ১০০০ টাকা ফ্রি উপার্জন করতে পারবেন।
বিকাশ রেফারেল সম্পন্ন করার জন্য অবশ্যই বিকাশ অ্যাপ থেকে রেফার লিংক সংগ্রহ করতে
হবে। এর জন্য আপনার একটি ভেরিফাইড বিকাশ একাউন্ট থাকতে হবে। এবার চলুন বিকাশ
রেফার লিংক কোথায় পাবেন তা সম্পর্কে জানা যাক।
বিকাশ রেফারেল লিংক যেভাবে পাবেন
Bkash রেফারেল লিংক পাওয়ার জন্য অবশ্যই নিজের একটি বিকাশ ভেরিফাইড অ্যাকাউন্ট
খোলা থাকতে হবে। যদি আপনার বিকাশ একাউন্ট খোলা না থাকে তাহলে সরাসরি বিকাশ
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরিফাইড
অ্যাকাউন্ট খুলে নিন। এরপর বিকাশ রেফারেল লিংক সংগ্রহ করুন। বিকাশের রেফারেল
লিংক কোথায় পাবেন তা নিম্নে জানানো হলোঃ
-
সর্বপ্রথম মোবাইল ফোনে বিকাশ অ্যাপ ফ্রি ডাউনলোড করে একাউন্ট খুলে নিন।
- এরপর বিকাশ একাউন্টে লগইন করুন।
-
বিকাশ একাউন্ট ওপেন হয়ে গেলে উপরের দিকে ডান পাশে বিকাশ এর আইকন দেখতে
পাবেন।
-
বিকাশের এই আইকনটি মূলত বিকাশ মেনু বার নামে পরিচিত। এই আইকনে ক্লিক করলেই
বিকাশের সকল মেনু অপশন গুলো পাবেন।
-
একবার নিচের দিকে দেখতে পাবেন Refer bkash app নামক অপশন
রয়েছে।
- যেখানে ক্লিক করলেই আপনি refer নামক আরেকটা অপশন পাবেন।
-
এবার এই অপশনে ক্লিক করলেই সরাসরি বিকাশ রেফার লিংকটি কপি হয়ে যাবে।
-
এভাবে বিকাশ রেফার লিংকটি কপি করে পরিচিত ও অপরিচিতদের মাঝে শেয়ার করুন।
আর ঘরে বসে বিকাশের বোনাস নিয়ে হাজার হাজার টাকা উপার্জন করে নিন।
বিকাশে ১০০০ টাকা ফ্রি কি সবাই পাবেন?
বিকাশে ১০০০ টাকা ফ্রি বোনাস সকল গ্রাহকরাই পাবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত
প্রযোজ্য রয়েছে।বিকাশ অ্যাপ ব্যবহারকারী বিকাশের ইউনিক রেফার লিংক সংগ্রহ করে নন
বিকাশ একাউন্ট ব্যবহারকারীর কাছে রেফার করে বোনাস নিয়ে ইনকাম করতে পারবে।
মূল কথায় যে কোন ব্যক্তি যদি বিকাশের রেফার লিংক ব্যবহার করে সঠিক নিয়ম
অনুযায়ী রেফার সম্পন্ন করতে পারে অথবা সফল রেফার করতে পারে, তাহলে সেই ব্যক্তি
সরাসরি বিকাশের রেফার বোনাস পেয়ে যাবে।
অর্থাৎ বিকাশে 1000 টাকা ফ্রি সকল গ্রাহকরাই পাবেন, যদি রেফার করতে পারেন।
তাছাড়া বিকাশ অ্যাপ ব্যবহার করে বিভিন্নভাবে
বিকাশে ২০০০ বোনাস
ফ্রিতে নেওয়া যাচ্ছে।
বিকাশে ১০০০ টাকা বোনাস পাওয়ার শর্ত ও নিয়মাবলী
বিকাশে ১০০০ টাকা বোনাস ফ্রিতে নিতে হলে কিছু শর্ত ও নিয়মাবলী মেনে কাজ করতে
হবে। রেফার করার কিছু শর্ত রয়েছে। আপনি শর্ত জেনে যদি সঠিকভাবে অনেক
বেশি বিকাশ রেফার করতে পারেন তাহলে রেফার বোনাস ছাড়াও আরো বিভিন্ন ধরনের
পুরস্কার পেতে পারেন।
সে সম্পর্কেও এখন কিছুটা জানিয়ে দেবো। বাকি বিস্তারিত আপনি
বিকাশ রেফারেল পেজে জানতে
পারবেন। নিম্নে শর্ত ও নিয়ম গুলো আলোচনা করা হলোঃ
-
১০০০ টাকা বিকাশে ফ্রি নিতে হলে নন বিকাশ একাউন্ট ব্যবহারকারীকে রেফার করতে
হবে।
-
আপনি প্রতি রেফারের জন্য সর্বনিম্ন ৫০ টাকা বোনাস একাউন্টে পাবেন।
-
তবে ৫০ টাকা বোনাস একাউন্টে পাওয়ার জন্য সফল বিকাশ রেফার করতে হবে।
-
সফলভাবে বিকাশের রেফার সম্পূর্ণ করার জন্য রেফার লিংকটি ব্যবহার করতে হবে।
-
আপনার রেফার লিংক থেকে যদি কোন পরিচিত ব্যক্তি বিকাশ
ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে এবং বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রথম লেনদেন
সম্পূর্ণ করে তাহলেই আপনি বোনাসটি পাবেন।
-
অর্থাৎ যিনি আপনার রেফার লিংক থেকে এখন খুলবে তাকে অবশ্যই প্রথম লেনদেন
সম্পূর্ণ করতে হবে।
-
আর এই অফারটি শুধুমাত্র বিকাশ রেফার ক্যাম্পেইন চলাকালে সম্পন্ন করতে হবে
তাহলে বোনাস পাবেন।
-
বর্তমানে যেহেতু বিকাশের রেফার ক্যাম্পেইন চালু রয়েছে তাহলে এখনি আপনি এই
অফারটি নিতে পারবেন।
বিকাশ রেফারেল বোনাস
বিকাশ রেফারেল বোনাস তো ৫০ টাকা থাকছেই। পাশাপাশি যদি কোন ব্যক্তি যেকোনো সপ্তাহে
পাঁচটির বেশি রেফার সম্পন্ন করতে পারে তাহলে রেফার বোনাসের পাশাপাশি
অতিরিক্ত ১০০ টাকা বেশি বোনাস পাবে।
এটি বর্তমানে বিকাশ রেফারের নতুন অফার। তাহলে ১০০ টাকা এক্সট্রা বোনাস
পাচ্ছেন, যদি আপনি পাঁচটি রেফার সম্পন্ন করতে পারেন।
তাছাড়াও বিকাশ রেফার ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেফারকারি গ্রাহক আকর্ষণীয়
পুরস্কার পেতে পারেন।
যদি কোন ব্যক্তি ১৫০১ এর বেশি বিকাশের রেফারেন্স সম্পন্ন করতে পারে তাহলে সেই
ব্যক্তি বিকাশের পক্ষ থেকে একটি ল্যাপটপ উপহার পাবে। আর পাশাপাশি তো বিকাশ রেফার
বোনাস থাকছেই, যা আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
আর সর্বোচ্চ ১০০১-১৫০০ রেফার করলে বোনাস হিসাবে রয়েছে একটি ব্যান্ড
নিউ ফ্রিজ। যা সর্বোচ্চ বিকাশ রেফার করা গ্রাহকে দেওয়া হবে।
৫০১-১০০০ এর মধ্যে সর্বোচ্চ রেফার করলে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রয়েছে
স্মার্টফোন। এছাড়াও ৩০১-৫০০ এর বেশি রেফার করলে পুরস্কার হিসেবে রয়েছে
কিচেন সামগ্রী।
আর বিকাশ অ্যাপ ব্যবহারকারী আনলিমিটেড রেফার করতে পারবে। অর্থাৎ রেফার
করার কোন নির্দিষ্ট লিমিট নেই, আনলিমিটেড রেফার করে আনলিমিটেড ইনকাম করতে
পারবেন।
এভাবেই বিকাশ অ্যাপ আনলিমিটেড রেফার করে
আনলিমিটেড টাকা সহজেই ইনকাম
করা যায়। আশা করছি বুঝতে পারলেন বিকাশের রেফারেল বোনাস থেকে কত টাকা ইনকাম করা
যায় এবং কত পুরস্কার পাওয়া যায়।
বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস
একমাত্র বিকাশ রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করেই বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস পাওয়া
সম্ভব। এর জন্য উপরের দেখানো রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং রেফার সম্পন্ন
করে বিকাশ থেকেই ৯৯৯৯ টাকা বোনাস নিয়ে ইনকাম করুন।
বিকাশ নতুন অফার
বর্তমান সময়ে বিকাশের সবচেয়ে নতুন অফার হলো বিকাশ রেফারেল অফার। এছাড়াও
বিভিন্ন পেমেন্ট এর উপর ৫০ পার্সেন্ট এর বেশি ক্যাশব্যাক অফার
রয়েছে। অর্থাৎ আপনি অনলাইন শপিং করে বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করলেই
পাচ্ছেন ৫০% এর বেশি ক্যাশব্যাক অফার।
ধরুন আপনি ১০০০০ টাকার প্রোডাক্ট কিনলেন, আর সেটি আপনি অনলাইনের মাধ্যমে
বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করলেন। যদি সেই সময়ে ক্যাশব্যাক অফার চালু থাকে
তাহলে আপনি ১০ হাজার টাকা পেমেন্ট করে ২০-৫০ পারসেন্ট ক্যাশব্যাক অফার নিতে
পারেন।
আর ক্যাশব্যাক অফারে ১০০০০ টাকার ৫০% আপনি নিজের একাউন্টে পেয়ে
যাবেন। অর্থাৎ মাত্র ৫ হাজার টাকায় আপনি প্রোডাক্টটি কিনতে পারলেন। এই
ধরনের অফার বিকাশ প্রতি মাসেই চালু করে থাকে।
এছাড়াও মোবাইল রিচার্জ এর উপর ক্যাশব্যাক অফার রয়েছে। যেমনটা ৫০ টাকা নিজের
মোবাইল রিচার্জ করলেই ৩০ টাকা ক্যাশব্যাক পাওয়া যায়। এটি নতুন বিকাশ
একাউন্ট ব্যবহারকারী নিতে পারবে।
পরিশেষে
পরিশেষে বলতে পারি বিকাশ থেকে 1000 টাকা ফ্রিতেই ইনকাম করা
যায়। কিভাবে বিকাশে ১০০০ টাকা ফ্রি পেতে পারেন তা আর্টিকেলটিতে
বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আরো বিস্তারিত জানতে বিকাশের রেফারেল ক্যাম্পেইন
পেইজে গিয়ে দেখুন। একমাত্র বিকাশ রেফার করার মাধ্যমেই সরাসরি এক হাজার টাকা
ফ্রি বোনাস নিয়ে ইনকাম করা সম্ভব।
বিকাশের এই বোনাসের টাকা আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। সর্বশেষে
বলবো সঠিক পদ্ধতি অনুযায়ী বিকাশ অ্যাপটি রেফার সম্পন্ন করুন, তাহলে রেফার বোনাস
সহ আকর্ষণীয় পুরস্কার অর্জন করতে পারবেন।