কোড বসিয়ে টাকা ইনকাম করতে চান, সে ক্ষেত্রে অবশ্যই ক্যাপচা কোড পূরণ করে ইনকাম
করতে পারেন। বর্তমান সময়ে অনলাইনে কম বেশি ক্যাপচা কোড পূরণ করে বিভিন্নভাবে
টাকা ইনকাম করা যাচ্ছে। অনেকেই এই ক্যাপচা পূরণ করা সাইটগুলোতে রেগুলার কাজ করলে
৫ থেকে ১০ ডলার এর বেশি ইনকাম করছে। আপনাদের সবারই ক্যাপচা কোড সম্পর্কে কম
বেশি ধারণা রয়েছে। তবুও আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব।
ক্যাপচা কোড বসিয়ে টাকা ইনকাম করার একাধিক সাইট আছে, আর সেই সাইটগুলো সম্পর্কে
আমরা এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা চাইলে ক্যাপচা পূরণ করে
ইনকাম করার সাইটগুলোতে কাজ করে প্রতিদিন দুই থেকে পাঁচ ডলার সহজেই ইনকাম করতে
পারেন। কিভাবে ইনকাম করবেন এবং কোন সাইটগুলো নির্ভরযোগ্য সেই সম্পর্কেই এখন তুলে
ধরা হবে।
ক্যাপচা কোড কি?
ক্যাপচা (CAPTCHA) হলো একটি অটোমেটেড টেস্ট সিস্টেম যা নিশ্চিত করে যে
ব্যবহারকারী একজন মানব এবং কোনো রোবট নয়। ক্যাপচা কোড সাধারণত বিভিন্ন ফরমেট এর
হয়ে থাকে। যেমনঃ টেক্সট, ছবি বা পাজল ইত্যাদি যা একজন ব্যবহারকারীকে
সঠিকভাবে পূরণ করতে হয়।
আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি অথবা google এ সার্চ করি তখন মাঝে মাঝে
ক্যাপচা কোড পূরণ করতে বলা হয়।
আরো পড়ুনঃ বিকাশে ১০০০ টাকা ফ্রি নিন
সেখানে মূলত তারা ব্যবহারকারীকে পরীক্ষা করে, যে ব্যবহারকারী রোবট নয় একটি
মানুষ। রোবট কখনো ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করতে পারেনা। যার কারণে এই
সিস্টেমটি চালু করা হয়েছে।
কেন ক্যাপচা কোড টাইপ করে আয় করবেন?
- ক্যাপচা কোড বসিয়ে সহজেই ঘরে বসে টাকা ইনকাম করা যায়।
-
ক্যাপচা কোড বসানোর জন্য নির্দিষ্ট কোন দক্ষতার প্রয়োজন নেই, যে কোন ব্যক্তি
সহজেই পূরণ করতে পারবে।
- ঘরে বসে যে কোন সময় ক্যাপচা কোড পূরণ করে ইনকাম করতে পারবেন।
- অনলাইনে খুব অল্প সময়ে দক্ষতা ছাড়াই ইনকাম করা যাবে।
উল্লেখিত কারণে ক্যাপচা কোড টাইপ করে আপনি আয় করতে পারেন।
কোড বসিয়ে টাকা ইনকাম করার সাইট সমূহ
অনলাইন জগতে ইনকাম করার অন্যতম সহজ পদ্ধতির মধ্যে একটি হলো ক্যাপচা কোড পূরণ করা।
হ্যাঁ বন্ধুরা এই ক্যাপচা কোড পূরণ করেই ঘরে বসেই অনলাইনে ইনকাম করতে পারবেন।
যারা সহজে এবং কম দক্ষতায় অনলাইনে আয় করতে চান, তাদের জন্য এটি একটি উপযুক্ত
উপায়।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার সহজ উপায়
ক্যাপচা কোড বসিয়ে টাকা ইনকাম করা খুবই সহজ, শুধুমাত্র সাইটগুলো সম্পর্কে জানুন
এবং রেজিস্ট্রেশন করে ক্যাপচা কোড টাইপিং করে ইনকাম করুন। নিম্নে ক্যাপচা কোড
পূরণ করে ইনকাম করার সাইট গুলোর তালিকা দেওয়া হলোঃ
- 2Captcha
- Kolotibablo
- captchaai.com
- CaptchaTypers
- MegaTypers
- ProTypers
উপরোক্ত সাইটগুলোতে ক্যাপচা কোড বসিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এবার চলুন
সাইটগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাক।
2captcha.com
ক্যাপচা কোড বসিয়ে অনলাইন থেকে উপার্জন করতে চান, তাহলে আপনি 2captcha সাইটে ক্যাপচা পূরণ করা শুরু করতে পারেন । এটি নতুনদের জন্য সহজ ও নির্ভরযোগ্য একটি সাইট। এখানে প্রতিটি ক্যাপচা
পূরণে ইনকাম দেওয়া হয়। যেহেতু বিদেশি সাইট সেক্ষেত্রে অবশ্যই ডলার ইনকাম করতে
পারবেন।
আমাদের জানামতে প্রতি ১০০০ ক্যাপচা টাইপের জন্য এই
সাইটটি $0.2-$1 প্রদান করে থাকে। অর্থাৎ প্রতিটি গ্রাহক প্রতি ১
হাজার ক্যাপচা কোড টাইপ করে ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার বেশি ইনকাম
করতে পারবে।
এই ক্যাপচা পূরণ করার কাজগুলো আপনি মোবাইল অথবা কম্পিউটারে সহজে করতে পারবেন।
যদি আপনার কাছে মোবাইল থাকে তাহলে মোবাইলেই শুরু করুন। পাশাপাশি চাইলে
কম্পিউটারেও করতে পারেন। এই সাইট থেকে ইনকাম করার জন্য প্রথমে
সাইটটিতে অ্যাকাউন্ট খুলুন।
একাউন্ট খোলার পর স্টাট আর্নিং অপশনটিতে ক্লিক করবেন তাহলেই ক্যাপচা পূরণ
করার কাজ পেয়ে যাবেন। এছাড়াও যারা প্রোগ্রামিং জানেন এবং কোডিং করতে
পারেন তারা এখানে বিভিন্ন ধরনের কোডের সমাধান দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে
ইনকাম করতে পারেন।
এখানে কোডিং করার কিছু ফিচার রয়েছে যেখানে আপনি কোডিং সম্পর্কিত ধারণা দিয়ে
এবং কোডিং সলভ করে আয় করতে পারবেন। অর্থাৎ কোড বসিয়ে এবং Сaptcha
solving service দিয়ে ইনকাম করতে পারেন।
এখানে বিভিন্ন টাইপের ক্যাপচা কোড পূরণ করে আয় করতে পারবেন। প্রতিটি
আলাদা আলাদা ক্যাপচা কোড পূরণ করার বিনিময়ে ভিন্ন ভিন্ন ইনকাম পাবেন। যেমনঃ
- Image captcha সলভ করার কাজ করলে প্রতি ১ হাজার ক্যাপচা পূরণে ৫০ থেকে ১০০ টাকা পাবেন।
- reCAPTCHA V2 টাইপের ক্যাপচা কোড সলভ করলে ১ ডলার থেকে ৩ ডলার সর্বোচ্চ ইনকাম করতে পারবেন।
আরো অনেক ধরনের ক্যাপচা রয়েছে যেগুলো সলভ করার মাধ্যমে আপনি অনেক বেশি টাকা
আয় করতে পারবেন। আরও বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে দেখে নিন। আর এখান
থেকে ইনকাম করা অর্থ PayPal, Bitcoin, WebMoney এর মাধ্যমে উত্তোলন করতে
পারবেন।
Kolotibablo
ক্যাপচা কোড বসিয়ে ইনকাম করার পুরনো একটি জনপ্রিয় সাইট হল Kolotibablo। এটি একটি পুরনো এবং বিশ্বস্ত ক্যাপচা পূরণ করার সাইট। এখানে অনেক
মানুষ ক্যাপচা পূরণ করে প্রতিনিয়ত টাকা ইনকাম করে আসছে।
এই সাইট থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম সাইটে গিয়ে অ্যাকাউন্ট সাইন আপ
করে নিতে হবে। রেজিস্ট্রেশন নামক অপশন পাবেন, সেখানে ক্লিক করে ইউজার নেম ও
জিমেইল দিয়ে একাউন্ট রেজিস্টার করে নিবেন।
এখানে ক্যাপচা কোড বসিয়ে ইনকাম করার জন্য দ্রুত সময়ে ক্যাপচাটি পূরণ করতে
হয়। অর্থাৎ যারা দ্রুত সময়ে বেশি ক্যাপচা পূরণ করতে পারবে তারা এখান থেকে
ভালো পরিমাণ আর্নিং করতে পারবে।মূল কথা হলো যাদের টাইপিং স্পিড ভালো তার এখান
থেকে অনেক টাকা আয় করতে পারবেন।
এছাড়া এখানে রেংকিং সিস্টেম রয়েছে, যে সকল ব্যক্তি সবচেয়ে কম সময়ে ক্যাপচা
পূরণ করতে পারবে তাদের জন্য রয়েছে বিশেষ আলাদা পুরস্কার ও ক্যাশ
রিওয়ার্ড। এই সাইটটির ইন্টারফেস খুবই সাধারণ এবং সহজ।
যে কোন একটি সহজেই এখানে রেজিস্টার করে শুধুমাত্র স্টার্ট আর্নিং অপশনে ক্লিক
করে ইনকাম শুরু করতে পারবে। এই সাইটটি থেকে ডিজিটাল কারেন্সি পদ্ধতিতে
পেমেন্ট নিতে হয়।
যারা ইনকাম করছেন তারা এখান থেকে ডলারে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে
পারবেন। পেমেন্ট মেথড হিসেবে রয়েছে PayPal, Bitcoin, Ethereum।
CaptchaTypers
ক্যাপচা কোড পূরণসহ ডাটা এন্ট্রি করে ইনকাম করতে চাইলে এই সাইটটিতে কাজ করতে
পারেন। এখানে আপনি ক্যাপচা কোড টাইপিং করে প্রতিদিন আয় করতে পারবেন এবং
পাশাপাশি যারা ডাটা এন্টির কাজ জানেন তারা এখানে ডাটা এন্টি সার্ভিস দিয়ে
ইনকাম করতে পারবেন।
মূল কথা যাদের টাইপিং করার দক্ষতা রয়েছে তারা এখানে ক্যাপচা সলভ করে এবং ডাটা
এন্ট্রি করে ইনকাম করতে পারবে। এখানে সাইটটিতে প্রতি 1000 ক্যাপচা কোড
পূরণ করার বিনিময়ে ব্যবহারকারীদের $0.5-$1 দেওয়া হয়।
এর ফলে আপনি যদি বেশি বেশি ক্যাপচা কোড পূরণ করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে
পারবেন। পেমেন্ট পদ্ধতির মধ্যে রয়েছে PayPal, Perfect
Money। আপনি ডেস্কটপ অথবা মোবাইল ব্যবহার করে এই সাইটটি থেকে ক্যাপচা পূরণ
করে ইনকাম করতে পারবেন।
যার যে ডিভাইস রয়েছে সে ডিভাইস ব্যবহার করে ইনকাম করতে পারবেন। এই
ক্যাপচা পূরণ করে ইনকাম করার সাইট থেকে উপার্জন করতে হলে সর্বপ্রথম
সাইটটির CaptchaTypers
নাম লিখে গুগলে সার্চ করুন এবং সাইটটিতে প্রবেশ করে রেজিস্টার অপশন এ
ক্লিক করে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন। এরপর তাদের দেখানোর নির্দিষ্ট
নিয়ম অনুযায়ী কাজ করে ইনকাম করার চেষ্টা করুন।
captchaai
যদি পেইড ক্যাপচা পূরণ করে আনলিমিটেড টাকা ইনকাম করতে চান সে
ক্ষেত্রে captchaai সাইটটিতে কাজ করতে পারেন। এখানে ফ্রিতে ক্যাপচা টাইপ
করা যায় না। এখানে সাইটটিতে সাবস্ক্রিপশন প্যাক কিনে ক্যাপচার টাইপিং কাজ
করতে হয়। তারপরে গিয়ে ইনকাম করা যায়।
যদি আপনার পেইড ভাবে ক্যাপচা কোড বসিয়ে বেশি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা
থাকে তাহলে এই সাইটটি আপনার জন্য উপযুক্ত।
এখানে বিভিন্ন ধরনের প্লান রয়েছে, যেমনঃ ১৫ ডলার খরচ করে মাসিক বেসিক প্ল্যান
নিতে পারবেন, যেখানে আপনি আনলিমিটেড ক্যাপচা পূরণ করে ইনকাম করতে
পারবেন। এছাড়া আরো অ্যাডভান্স সাবস্ক্রিপশন রয়েছে, যেগুলো নিতে হলে অনেক
ডলার খরচ করতে হবে।
যদি আপনি ফ্রিতে ক্যাপটা কোড বসিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে এই সাইটে কাজ
করার প্রয়োজন নেই। কারণ এখানে তারা পেইড ভাবে ইনকাম দিয়ে থাকে। তাই
আমি বলব আপনার উচিত ফ্রিতে ক্যাপচা পূরণ করে ইনকাম করা।
আমরা ইতিমধ্যেই কয়েকটি ফ্রি ক্যাপচা পূরণ করা সাইট সম্পর্কে আলোচনা করেছি সেই
সাইটগুলোতে কাজ করে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন।
MegaTypers - কোড বসিয়ে টাকা ইনকাম
যারা অবসর সময়ে টাকা ইনকাম করতে চান, তারাই চাইলে এই MegaTypers সাইটটিতে
ক্যাপচা কোড বসিয়ে ইনকাম করতে পারেন। এই সাইটটির ইন্টারফেস খুবই নরমাল,
আর এখানে আপনি বিনামূল্যে সাইনআপ করে কিছু ক্যাপচা কোড পূরণ করে ইনকাম করতে
পারবেন।
তবে খুব একটা বেশি উপার্জন করা সম্ভব নয়। কারণ এখানে কম পরিমাণে ইনকাম
প্রদান করা হয়। যার কারণে আপনি এখান থেকে বেশি টাকা আয় করতে পারবেন
না। যাদের হাতে অনেক সময় থাকে তারাই এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে ইনকাম
করার চেষ্টা করুন।
এখানে প্রতি ১০০০ ক্যাপচা কোড পূরণ করার বিনিময়ে ০.১০ ডলার থেকে ০.৫০
ডলার পর্যন্ত দেওয়া হয়। অনেক সময় তারা বেশি দেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে
খুবই কম পরিমাণ ইনকাম প্রদান করে থাকে। আর এখানে পেমেন্ট সিস্টেম হিসেবে
রয়েছে PayPal, Western Union, Payza।
আপনি এই ওয়ালেট গুলোর মাধ্যমে প্রতি সপ্তাহে পেমেন্ট নিতে পারবেন। এই সাইটটি
ব্যবহারকারীদের প্রতি সপ্তাহে পেমেন্ট প্রদান করে। অর্থাৎ এখানে খুব দ্রুত
সময়ে পেমেন্ট পাওয়া যায়। তাই দ্রুত সময়ে পেমেন্ট নিয়ে ইনকাম করতে চাইলে
এখানে কাজ করতে পারেন।
ProTypers
দ্রুত সময়ে কাজ এবং দ্রুত সময়ে পেমেন্ট নেওয়ার আরেকটি ক্যাপচা পূরণ সাইট
হল ProTypers।এখানে আপনি কাজ করে দ্রুত সময়ে পেমেন্ট পেতে পারেন।
আর এখানে প্রতি ১০০০ ক্যাপচা টাইপের জন্য $0.45-$1.5 ডলার উপার্জন করতে
পারবেন। তাছাড়া ও আরেকটি বড় সুবিধা হল এখানে আপনি বিভিন্ন ভাষাতে
ক্যাপচা কোড পূরণ করতে পারবেন। আপনার নিজের ভাষাতেও আপনি ক্যাপচা পূরণ করে
আয় করতে পারেন।
আর এখানে পেমেন্ট পদ্ধতি হিসেবে রয়েছে বিটকয়েন , ইথারিয়াম , পেপাল
ইত্যাদি। এই ডিজিটাল ওয়ালেট এর মাধ্যমে আপনি পেমেন্ট গ্রহণ করতে
পারবেন।
যেভাবে ক্যাপচা কোড বসিয়ে ইনকাম শুরু করবেন
- সর্বপ্রথম একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ক্যাপচা সাইট খুঁজে বের করে একাউন্ট খুলুন।
-
অ্যাকাউন্ট খোলার সময় সঠিকভাবে তথ্যগুলো পূরণ করবেন। কারণ সঠিক তথ্য না
দিলে অনেক সাইট পেমেন্ট প্রদান করে না।
-
অ্যাকাউন্ট খোলার পর তাদের নির্দেশনা গুলো পড়ে নিন। বিশেষ করে তাদের
শর্তগুলো ও নীতিমালা গুলো দেখে নিবেন।
-
এবার আপনার কাজ হল ক্যাপচা টাইপিং শুরু করা। ক্যাপচা টাইপিং কাজটি শুরু
করুন এবং ইনকাম করুন।
-
নির্দিষ্ট পরিমাণ ক্যাপচা টাইপ করা হয়ে গেলে এবং একাউন্টে নির্দিষ্ট
পরিমাণ ব্যালেন্স জমা হলে পেমেন্ট পদ্ধতি সেটআপ করুন।
-
সঠিকভাবে পেমেন্ট পদ্ধতি সেটআপ করলে দ্রুত সময়ে পেমেন্টটি নিতে পারবেন।
এভাবে সঠিকভাবে নিয়ম মেনে বিভিন্ন নির্ভরযোগ্য ক্যাপচা পূরণ করার সাইটগুলোতে
একাউন্ট খুলে ক্যাপচা কোড বসিয়ে ইনকাম করতে পারেন।
ক্যাপচা কোড বসিয়ে কত টাকা ইনকাম করা যায়?
আপনার ইনকাম নির্ভর করবে আপনার কাজের গতি এবং সাইটের পেমেন্ট
রেটে। প্রতিটি নির্দিষ্ট ক্যাপচা পূরণ সাইটে ভিন্ন ভিন্ন রেটে ইনকাম
দিয়ে থাকে। কিছু সাইট ১০০০ ক্যাপচা পূরণ করার জন্য ২ ডলার দেয়।
আবার কিছু সাইট 1000 ক্যাপচা কোড টাইপ করার জন্য ০.২০ ডলার প্রদান
করে। তবে সাধারণত, প্রতি ১০০০ ক্যাপচা টাইপ করার জন্য ০.২ থেকে ১.৫
ডলার পর্যন্ত আয় করা যায়।
সতর্কতা
- নির্ভরযোগ্য ও বিশস্ত সাইটগুলোতে কাজ করে ইনকাম করুন।
- স্ক্যাম ওয়েবসাইট থেকে দূরে থাকুন।
- কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
উপসংহার - কোড বসিয়ে টাকা ইনকাম
পরিশেষে বলা যায় ক্যাপচা কোড বসিয়ে অনলাইন থেকে সহজেই উপার্জন করা
সম্ভব। যদি আপনি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সাইটগুলো থেকে ক্যাপচা পূরণ করেন
তাহলে অবশ্যই আয় করতে পারবেন।
আমরা আর্টিকেলটিতে অনেকগুলো ক্যাপচা কোড বসিয়ে ইনকাম করার সাইট গুলো সম্পর্কে
ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনার পছন্দমত সাইটগুলো নির্বাচন করে কাজ করা
শুরু করতে পারেন। তবে আপনি চাইলে একাধিক সাইটে কাজ করে বেশি টাকা আয় করতে
পারবেন।