বর্তমান সময়ে আর টিভিতে চ্যানেল দেখার জন্য ডিস লাইন এর প্রয়োজন নেই। বিভিন্ন উপায়ে ডিস লাইন ছাড়াই টিভি দেখা যায়। এছাড়াও অনেক অ্যাপস রয়েছে সেগুলো ব্যবহার করে ডিস লাইন ছাড়া টিভি দেখতে পারবেন।
ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় সম্পর্কে জানুন আজকের সম্পূর্ণ আর্টিকেলটিতে।কিভাবে ডিস লাইন ছাড়া টিভি দেখতে পারবেন তা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তাই সকলের ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়ুন।
বর্তমানে অনলাইনের যুগে এখন ইন্টারনেট ব্যবহার করেই ডিস লাইন ছাড়া টিভি দেখা যায়। ইন্টারনেট ব্যবহার করে আপনি মোবাইল ফোনে সকল প্রকার টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। এই সুবিধার কারণে বর্তমানে আর ডিস লাইন এর বেশি প্রয়োজন হয় না।
পাশাপাশি অনেক নতুন প্রযুক্তি তৈরি হয়েছে যেগুলো ব্যবহার করে টিভিতে আপনি চ্যানেল ডিস লাইন ছাড়া দেখতে পারবেন। এবার চলুন বিস্তারিত জানা যাক।
ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়
বর্তমানে ইন্টারনেট প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা আর শুধু ডিস লাইনের ওপর নির্ভরশীল নই। অনেকেই জানতে চান, “ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় কী?”এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট চেক করার কোড
এই আর্টিকেলে জানবেন কিভাবে সহজেই ইন্টারনেট, অ্যাপ এবং স্মার্ট ডিভাইস ব্যবহার করে ডিস ছাড়া টিভি উপভোগ করা যায়। নিম্নে ডিস লাইন ছাড়া TV দেখার উপায় গুলো বিস্তারিত আলোচনা করা হলোঃ
১. স্মার্ট টিভি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা
স্মার্ট টিভি থাকলে আপনি সহজেই Wi-Fi কানেক্ট করে ইউটিউব, Netflix, Amazon Prime, Bongo, Bioscope ইত্যাদি অ্যাপে লাইভ টিভি চ্যানেল ও বিভিন্ন কনটেন্ট দেখতে পারবেন। এখানে টিভিতে ডিসের কোনো প্রয়োজন নেই।
তবে অনেকগুলো অ্যাপসে চ্যানেল দেখার জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হতে পারে। সে ক্ষেত্রে কিছু টাকা ব্যয় করে পেইড সাবস্ক্রিপশন নিয়ে সকল চ্যানেলগুলো দেখতে পারেন। আর অ্যাপসগুলোতে বিনোদনমূলক ও খেলার চ্যানেলগুলো বিনামূল্যে ফ্রিতে দেখা যায়।
আরো পড়ুনঃ কল সেন্টারে পার্ট টাইম জব করুন
যারা খেলা দেখতে ভালোবাসেন বা যেকোনো ধরনের খেলা পছন্দ করেন তারা চাইলে ফ্রি এই অ্যাপ গুলো ব্যবহার করে খেলা উপভোগ করতে পারেন। আপনারা চাইলে খেলা দেখার অ্যাপ হিসাবে এই প্লাটফর্ম গুলো ব্যবহার করতে পারবেন।
তবে যদি সকল টিভি চ্যানেল গুলো দেখতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট ফি চার্জ দিয়ে পেইড সাবস্ক্রিপশন কিনতে হবে। আর এপ্স গুলো ব্যবহার করার জন্য মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হয়। এই উপায়ে টিভি দেখার জন্য যা যা থাকতে হবেঃ
- ইন্টারনেট কানেকশন (Wi-Fi)
- স্মার্ট টিভি
- প্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করা
২. অ্যান্ড্রয়েড বক্স (Android TV Box) ব্যবহার
যাদের পুরনো LED বা LCD টিভি আছে কিন্তু স্মার্ট ফিচার নেই, তারা একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে খুব সহজেই টিভিকে স্মার্ট বানিয়ে নিতে পারেন। এতে আপনি Google Play Store থেকে টিভি অ্যাপ ইন্সটল করে ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখতে পারবেন।
আর মনে রাখবেন টিভি বক্স কিনতে সামান্য কিছু বেশি টাকা খরচ হতে পারে। আমার জানা মতে বাজারে অ্যান্ড্রয়েড টিভি বক্স গুলোর দাম সাধারণত আনুমানিক 1500 থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে।
টিভি বক্স ক্রয় করে আপনার পুরাতন টিভিকে এন্ড্রয়েড বানিয়ে ফেলুন এবং সেখানে ইন্টারনেট কানেকশন দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করুন। যেই অ্যাপসগুলো ব্যবহার করে টিভির সকল চ্যানেল গুলো দেখা যায় সেটি ডাউনলোড করুন। অ্যাপস গুলো হলঃ
- YouTube
- Bongo BD
- Toffee
- Bioscope Live TV
- IPTV Smarters
৩. মোবাইল স্ক্রিন কাস্ট করে টিভি দেখা
যদি আপনার টিভি স্মার্ট হয় বা Chromecast সাপোর্ট করে, তাহলে মোবাইল থেকে স্ক্রিন কাস্ট করে টিভিতে লাইভ টিভি চ্যানেল ও অনলাইন কনটেন্ট উপভোগ করতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন করে বড় পর্দার টিভিতে টিভি চ্যানেল দেখার জন্য আপনার অবশ্যই স্মার্ট টিভি থাকতে হবে।
কারণ স্মার্ট টিভি গুলো ক্রোমকাস্ট অথবা স্কিন কাস্ট সাপোর্ট করে থাকে। যার সাহায্য আপনি সহজেই মোবাইল ফোনের স্কিন টিভিতে কাস্ট মোবাইল ফোনের কনটেন্ট টিভিতে দেখতে পারবেন। এর ফলে সহজেই ডিস লাইন ছাড়া শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে মোবাইল দিয়ে টিভি দেখতে পারবেন।
পদ্ধতিঃ
- মোবাইল ও টিভি একই Wi-Fi তে কানেক্ট করুন
- মোবাইলে কাস্ট অপশন অন করুন
- টিভিতে কাস্ট অপশন চালু করুন
টিভিতে স্কিন কাস্ট অপশন না থাকলে, গুগল প্লে স্টোর থেকে স্কিন কাস্ট অ্যাপটি নামিয়ে নিতে পারেন।
৪. IPTV সার্ভিস ব্যবহার
IPTV মানে হলো ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। এখানে নির্দিষ্ট একটি অ্যাপে বা লিংকে বিভিন্ন দেশি-বিদেশি চ্যানেল স্ট্রিম করা হয়। কিছু ফ্রি সার্ভিস থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সাবস্ক্রিপশন নিতে হয়।
তবে যারা ওয়াইফাই ব্যবহার করেন এবং যাদের ওয়াইফাই নেটওয়ার্কে IPTV সার্ভিস রয়েছে, তারা সহজে ফ্রিতে এই সার্ভিস থেকে ফ্রি টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। আপনার ওয়াইফাই লাইনে এই সার্ভিস রয়েছে কি না তা জানার জন্য ওয়াইফাই লাইন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। জনপ্রিয় ফ্রি/পেইড IPTV সার্ভিসঃ
- Free IPTV M3U
- Xtream Codes
- IPTV Smarters Pro
৫. মোবাইল অ্যাপ ব্যবহার করে টিভি দেখা
ডিস ছাড়াও আপনি মোবাইল অ্যাপে সহজেই লাইভ টিভি দেখতে পারেন এবং চাইলে ফোন থেকে কাস্ট করেও টিভিতে চালাতে পারেন।বাংলাদেশে জনপ্রিয় কিছু অ্যাপঃ
- Toffee – বাংলালিংকের অ্যাপ
- Bioscope – গ্রামীণফোনের অ্যাপ
- Banglaflix
- RTV Plus, Channel i App
ডিস লাইন ছাড়া টিভি দেখার সুবিধা
- মাসিক বিল দেওয়ার প্রয়োজন হয় না।
- বিভিন্ন ধরনের চ্যানেল ফ্রিতে ব্যবহার করা যায়
- একাধিক ডিভাইসে দেখা যায়
- যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে টিভি দেখা যায়
ডিস লাইন ছাড়া টিভি দেখার ১০টি অ্যাপ
আপনি এখন ডিস লাইন ছাড়াও মোবাইলে কিছু অ্যাপস ডাউনলোড করে টিভি দেখা শুরু করতে পারেন। এ ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনেট প্রয়োজন হয়। কিছু কিছু অ্যাপস পেইড সাবস্ক্রিপশন ভিত্তিতে টিভি চ্যানেল দেখার সুযোগ দেয়।
এছাড়া কিছু অ্যাপসে ফ্রিতে লিমিটেড চ্যানেল দেখা যায়। আপনার ইচ্ছামত সাবস্ক্রিপশন প্যাক পছন্দ করে মোবাইলেই অ্যাপ গুলোতে টিভি চ্যানেল গুলো দেখতে পারেন। নিম্নে মোবাইল দিয়ে টিভি দেখার ১০টি সেরা অ্যাপ গুলোর তালিকা দেওয়া হলঃ
Toffee – ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়
বাংলালিংক দ্বারা তৈরি এই অ্যাপটিতে আপনি দেশি-বিদেশি অনেক টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। একেবারে ফ্রি! বিশেষ করে ক্রিকেট ও ফুটবল খেলার চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পারবেন।
আর অন্যান্য চ্যানেলগুলো বর্তমানে পেইড করা হয়েছে, অর্থাৎ পেইড সাবস্ক্রিপশন প্যাক কিনলে আপনি সকল ধরনের দেশি-বিদেশি চ্যানেল গুলো এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।
Bioscope
গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হলেও যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট সাবস্ক্রিপশন প্যাক কেনার মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে হয়।
যদি আনলিমিটেড টিভি চ্যানেল দেখতে চান তাহলে অবশ্যই প্রিমিয়াম প্ল্যান বা প্যাক কিনতে হবে।তবে ফ্রিতে কিছু লিমিটেড চ্যানেল দেখতে পাবেন। অ্যাপের কিছু ফিচার রয়েছে যেমনঃ বাংলা টিভি চ্যানেল, মুভি, নাটক ইত্যাদি দেখতে পাবেন।
RTV Plus
RTV এর নিজস্ব অ্যাপ, যেখানে RTV এর সব অনুষ্ঠান ও লাইভ টিভি দেখা যায়। এটি মূলত বাংলাদেশি নিউজ টিভি চ্যানেল। যা আপনি সম্পূর্ণ বিনামূল্যে তাদের অ্যাপস ব্যবহার করে দেখতে পারবেন।এখানে বাংলা নাটক দেখা যাবে , দেশ-বিদেশ খবর জানতে পারবেন এবং বাংলা মুভি ও অনুষ্ঠান দেখতে পারবেন।
Nagorik TV App
এটি নাগরিক টিভির অফিসিয়াল অ্যাপ যেখানে তাদের লাইভ সম্প্রচার, নাটক ও অনুষ্ঠান দেখা যায়। আপনি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইলে ইন্টারনেট দিয়ে এই চ্যানেলটি দেখতে পারেন।
Live NetTV
এই অ্যাপে দেশি-বিদেশি প্রায় ৮০০+ লাইভ টিভি চ্যানেল একসাথে পাওয়া যায়। আপনি ফ্রিতেই টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করে সাইনআপ করে নিবেন। মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলেই এই অ্যাপটি ব্যবহার করে ডিস লাইন ছাড়া টিভি দেখা যাবে।
YouTube
অনেক বাংলাদেশি টিভি চ্যানেল (যেমন: Somoy TV, Jamuna TV, Channel 24) ইউটিউবে লাইভ স্ট্রিম করে। যদি এই চ্যানেলগুলো দেখতে পছন্দ করেন, তাহলে ইউটিউবে সার্চ করে চ্যানেলগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে থেকে তাদের লাইভ কনটেন্ট দেখতে পারেন।
Bongo
বাংলাদেশের জনপ্রিয় একটি ভিডিও স্ট্রিমিং অ্যাপ, যেখানে নাটক, সিনেমা এবং কিছু টিভি চ্যানেল দেখা যায়। যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন তাহলে এই অ্যাপ থেকে সকল ধরনের টিভি চ্যানেল এবং নাটক ও মুভি দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ ও মুভি আপলোড করা হয়। বিস্তারিত জানতে সরাসরি অ্যাপটি ডাউনলোড করুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
শেষ কথা
বর্তমানে ডিস লাইন ছাড়া টিভি দেখা একেবারে সহজ ও সাশ্রয়ী। ইন্টারনেট, স্মার্ট টিভি, মোবাইল অ্যাপ বা অ্যান্ড্রয়েড বক্স, যে কোনো একটি উপায় ব্যবহার করেই আপনি ঘরে বসে অনায়াসে লাইভ টিভি ও বিভিন্ন বিনোদন কনটেন্ট উপভোগ করতে পারবেন।
ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় গুলোর মধ্যে আপনার কোন উপায়টি পছন্দ হয়েছে তা আমাদের জানাতে পারেন। আর যে কোন একটি উপায়ে ডিস লাইন ছাড়াই টিভি দেখার চেষ্টা করুন। আর কোন ধরনের সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।