বর্তমানে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার অনেক ওয়েবসাইট রয়েছে। যেগুলো আপনারা ব্যবহার করে ডেইলি ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া অতিরিক্ত পরিমাণ কাজ করলে ৫০০ টাকার বেশি আয় করা সম্ভব।
আপনার হাতের স্মার্টফোন দিয়েই সাইটগুলোতে কাজ করে আপনি আয় করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে কাজ করার সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনার সাইটগুলো সম্পর্কে জানতে হবে এবং একাউন্ট খুলে কাজ করা শুরু করতে হবে।
আজকের আর্টিকেলেই আমরা ছোট ছোট কাজ করে টাকা আয় করার ওয়েবসাইট গুলোর সম্পর্কে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার ওয়েবসাইট
বর্তমানে অনলাইন ইনকামের সুযোগ দিন দিন বাড়ছে। অনেকেই ভাবেন, বড় কোনো স্কিল বা কাজ ছাড়া অনলাইনে আয় করা সম্ভব নয়। কিন্তু বাস্তবে অনেক সহজ ও ছোট ছোট কাজ রয়েছে যা করে ঘরে বসেই প্রতিদিন কিছু অর্থ উপার্জন করা সম্ভব।
আরো পড়ুনঃ ঘরে বসে হাতে লিখে আয় করার উপায়
বিশেষ করে ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা ফ্রিল্যান্সিংয়ে নতুনদের জন্য এই ধরণের ছোট কাজ হতে পারে অনলাইন ইনকামের সহজতম পথ।
আরো পড়ুনঃ কিভাবে ফেসবুকে প্রতিদিন ৫০০ ডলার আয় করা যায় দেখুন
এখন আমরা আলোচনা করব ছোট ছোট কাজ করে অনলাইনে টাকা ইনকাম করার ৮ টি ওয়েবসাইট সম্পর্কে। নিম্নে ওয়েবসাইট গুলোরর তালিকা সহ বিস্তারিত আলোচনা করা হলোঃ
১. SproutGigs (আগের নাম Picoworkers)
SproutGigs হলো মাইক্রো জব ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনি ছোট ছোট টাস্ক যেমনঃ অ্যাপে সাইন আপ, ইউটিউব ভিডিও দেখা, রিভিউ লেখা, ফলো দেওয়া ইত্যাদি কাজ করে ইনকাম করতে পারবেন।
এই ওয়েবসাইটটির আগের নাম ছিল Picoworkers। তবে বর্তমানে এটি SproutGigs নামে পরিচিত। এখানে আপনি সকল ধরনের মাইক্রোটাস্ক গুলো সম্পন্ন করে আয় করতে পারবেন।
প্রতিটি কাজের নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাই কাজ করার পূর্বে সকল শর্ত ও নিয়ম গুলো ভালোভাবে পড়ে নিবেন এবং কাজ শেষে স্ক্রিনশট আকারে সাবমিট করবেন।
এখানে আপনি প্রতিটি কাজের জন্য সর্বনিম্ন $0.05 – $1 পর্যন্ত আয় করতে পারবেন। আর পেমেন্ট পদ্ধতি হিসেবে রয়েছে PayPal, Skrill, Crypto। আপনার ইচ্ছামত যে কোন মাধ্যমেই টাকা উত্তোলন করতে পারবেন।
ওয়েবসাইটের ফিচারঃ
- এই ওয়েবসাইটটিতে কাজের সংখ্যা অনেক বেশি, তাই কাজ পাওয়া সহজ
- প্রতিদিন নতুন টাস্ক আপডেট হয়
ওয়েবসাইটঃ https://sproutgigs.com
২. Remotasks
Remotasks মূলত ডেটা লেবেলিং ভিত্তিক একটি ওয়েবসাইট। এখানে আপনি সহজ কাজ যেমনঃ ছবি ট্যাগিং, লেন ডিটেকশন, টেক্সট ক্যাটাগোরাইজেশন ইত্যাদি করে আয় করতে পারেন।
এই ওয়েবসাইটটিতে কাজ করা খুবই সহজ, সরাসরি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে ইচ্ছামত ইনকাম করতে পারবেন। আর প্রতি সপ্তাহে পেমেন্ট পাওয়া যায়, যার কারণে আপনি এখান থেকে প্রতি সপ্তাহে পেমেন্ট তুলতে পারবেন।
কেন বেছে নেবেনঃ
- ইংরেজি জানলে সহজেই ভালো ইনকাম করা যায়
- প্রশিক্ষণ শেষে উন্নত টাস্ক পাওয়া যায়
- সাপ্তাহিক পেমেন্ট পাবেন (PayPal)
ওয়েবসাইটঃ https://www.remotasks.com
৩. ySense
ySense একটি পুরনো এবং বিশ্বস্ত GPT (Get Paid To) প্ল্যাটফর্ম। এখানে আপনি অনলাইন সার্ভে, অফার কমপ্লিট, অ্যাপে রেজিস্ট্রেশন, ভিডিও দেখা ইত্যাদি কাজ করে ইনকাম করতে পারবেন। এখানে সার্ভে করে ইনকাম করার বেশি সুবিধা রয়েছে।
এখানে আপনি পেইড ও ফ্রী সার্ভে করে আয় করতে পারবেন। এখানে সার্ভেতে বেশি ইনকাম দেওয়া হয়। আর এই ওয়েবসাইটটিতে প্রতি টাস্কে $0.01 থেকে $5 পর্যন্ত ইনকাম সম্ভব।
আয় করার উপায়ঃ
- সহজ সার্ভে পূরণ করে টাকা আয়
- রেফারেল বোনাস রয়েছে
পেমেন্টঃ PayPal, Skrill, Gift Cards
ওয়েবসাইটঃ https://www.ysense.com
৪. Microworkers
Microworkers ওয়েবসাইটে আপনি ছোট ছোট কাজ যেমনঃ ফেসবুক পেজ লাইক, গুগলে কিছু সার্চ করে স্ক্রিনশট দেওয়া, অ্যাপ রেটিং ইত্যাদি করে আয় করতে পারবেন।
মজার বিষয় হল আপনি এই ওয়েবসাইটটিতে ফ্রিতে একাউন্ট খুলতে পারবেন এবং যেকোনো ধরনের ছোট ছোট কাজগুলো করে আয় করতে পারবেন।
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার এই ওয়েবসাইটটি বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্ট ও যুবকেরা এই সাইটটিতে কাজ করে পার্ট টাইম ইনকাম করতেছে। আর এখানে আপনি প্রতিটি কাজের বিনিময়ে ১ থেকে ২ ডলার আর্নিং করতে পারবেন।
পেমেন্টঃ Skrill, Payoneer, Local Bank
ওয়েবসাইটঃ https://www.microworkers.com
৫. Clickworker
Clickworker প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন রকমের সহজ কাজ যেমনঃ অনুবাদ, রিভিউ লেখা, তথ্য যাচাই, ওয়েব রিসার্চ ইত্যাদি করতে পারেন। ইংরেজি জানা থাকলে এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। কারণ এখানে বেশিরভাগ কাজগুলোই ইংরেজিতে দেওয়া থাকে।
অর্থাৎ ইংরেজি ভাষাতে কাজগুলো দেওয়া হয়। আপনার ইংরেজির ল্যাঙ্গুয়েজে ভাল দক্ষতা থাকলে খুব সহজেই আপনি এখানে কাজ করে প্রচুর আর্নিং করতে পারবেন। তাছাড়াও আপনার নির্দিষ্ট কোনো কাজের দক্ষতা থাকলে এই ওয়েবসাইটটিতে ইনকামের পরিমাণ বাড়াতে পারবেন।
কারণ এখানে দক্ষতার উপর ভিত্তি করে ইনকাম বৃদ্ধি করা যায়। সাইটটিতে প্রতি সপ্তাহে পেমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সর্বনিম্ন ব্যালেন্স একাউন্টে জমা হলেই প্রতি সপ্তাহে টাকা উত্তোলন করতে পারবেন।
পেমেন্ট মাধ্যমঃ পেপাল পেমেন্ট মাধ্যমে নিতে পারবেন।
ওয়েবসাইটঃ https://www.clickworker.com
৬. Amazon Mechanical Turk (MTurk)
MTurk হলো অ্যামাজনের একটি ছোট টাস্কভিত্তিক আয় করার প্ল্যাটফর্ম। এখানে মূলত রিভিউ লেখা, ফিডব্যাক দেওয়া, প্রশ্নোত্তর যাচাই, ইমেজ ট্যাগিং ইত্যাদি ছোট কাজ দিয়ে আয় করা যায়। এই ওয়েবসাইটটির বৈশিষ্ট্য রয়েছে যেমনঃ
- আন্তর্জাতিকভাবে অত্যন্ত জনপ্রিয় এই ওয়েবসাইটটি
- দক্ষতা বাড়ার সাথে ইনকামও বাড়ে
পেমেন্ট পদ্ধতিঃ Amazon Gift Card বা ব্যাংক
ওয়েবসাইটঃ https://www.mturk.com
৭. Fiverr
যদিও Fiverr মূলত স্কিলভিত্তিক সাইট, তবুও আপনি ছোট সার্ভিস বা GIG দিয়ে শুরু করতে পারেন। উদাহরণস্বরূপ: “আমি আপনার প্রোফাইল SEO অপটিমাইজ করবো”, “লোগো বানিয়ে দেবো”, বা “ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবো” – এধরনের ছোট কাজ দিয়েও আয় সম্ভব।
ফাইবার প্লাটফর্মে যদি আপনি স্কিল দেখাতে পারেন তাহলে প্রতিদিন 20 থেকে 30 ডলার অর্থাৎ মাসে 1000 ডলারের বেশি ইনকাম করতে পারবেন।
বৈশিষ্ট্যঃ
- নিজের কাজ নিজেই তৈরি করে ইনকাম
- সারা বিশ্বে ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ
- ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করার সুযোগ
পেমেন্টঃ PayPal, Direct Bank Transfer
ওয়েবসাইটঃ https://www.fiverr.com
৮. TaskRabbit
TaskRabbit সাধারণত লোকাল ফিজিক্যাল টাস্কের জন্য পরিচিত, তবে অনলাইনেও কিছু কাজ পাওয়া যায়। মার্কেট রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ছোট ডেটা এন্ট্রি জাতীয় কাজও পাওয়া যায়।
এটি সাধারণত মাইক্রো জব ওয়েবসাইট, যেখানে আপনি ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এখানে ছোট ছোট ফ্রিল্যান্সিং টাইপের বিভিন্ন কাজগুলো করা যায়।
যদি আপনার ফ্রিল্যান্সিং ছোট ছোট কাজগুলোতে দক্ষতা থাকে তাহলে এই সাইট থেকে ইনকাম করতে সক্ষম হবেন। সম্পূর্ন বিনামূল্যে একাউন্ট খোলা যায়। আপনি নিজের দক্ষতা ভিত্তিক কাজ সিলেক্ট করে আয় করতে পারবেন।
মূলত যাদের বিভিন্ন কাজের দক্ষতা রয়েছে তারাই এখান থেকে আয় করতে পারবেন। এখানে আপনি শারীরিক পরিশ্রম করে ইনকাম করা যায় এমন কাজগুলো করতে পারবেন। যেমন ধরুন ফার্নিচার বানানো বা ফার্নিচার গাড়িতে তোলা ইত্যাদি।
সুবিধাঃ
- দ্রুত কাজ পেলে তাৎক্ষণিক ইনকাম সম্ভব
- স্থানীয় কাজের পাশাপাশি ভার্চুয়াল কাজও পাওয়া যায়
- মাইক্রো জব রিলেটেড ছোট ছোট কাজগুলো পাবেন
পেমেন্ট মাধ্যমঃ ব্যাংক ট্রান্সফার
ওয়েবসাইটঃ https://www.taskrabbit.com
সর্বশেষ কথা
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার অনেকগুলো ওয়েবসাইট আছে, যা আমরা আর্টিকেলটিতে শেয়ার করেছি। বর্তমানে ছোট ছোট কাজ করে অনলাইনে আয় করা এখন আর কল্পনা নয়।
শুধু আপনার একটি মোবাইল বা কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং একটু ধৈর্য্য হলেই আপনি দৈনিক ২০০–৫০০ টাকা এবং মাসে ৫,০০০–১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
প্রথমে ১-২টি সাইট বেছে নিয়ে নিয়মিত কাজ শুরু করুন। সময়ের সাথে সাথে আপনি আরও ভালো কাজ ও বেশি ইনকামের দিকে অগ্রসর হতে পারবেন।

আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি