Zoombucks থেকে অনলাইন ইনকাম করার উপায়: অনলাইন ইনকাম দুনিয়ায় এখন বর্তমানে প্রচুর ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে সকলেই অনলাইনে আয় করতে পারে। তবে আমরা আপনাদের মাঝে আজকে এমন একটি সাইট শেয়ার করব, যেখানে আপনি ছোট ছোট কাজ করে ডেইলি ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
সাইটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কিভাবে সাইটে কাজ করে দৈনিক আয় করবেন এবং কোন উপায়ে বেশি আয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।
বর্তমান সময়ে অনলাইন থেকে আয়ের জন্য অনেক সাইট থাকলেও Zoombucks একটি বিশ্বস্ত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজে ছোট ছোট কাজ করে আয় করতে পারেন।
এটি মূলত GPT (Get-Paid-To) টাইপের সাইট যা ব্যবহারকারীদের সার্ভে ফিলআপ, ভিডিও দেখা, অ্যাপ ডাউনলোড, এবং বিভিন্ন অফার কমপ্লিট করার মাধ্যমে পয়েন্ট দেয়।
অবশ্যই পড়ুনঃ
এই পয়েন্টগুলো পরবর্তীতে আপনি PayPal, Gift Card বা অন্যান্য মাধ্যমে টাকা আকারে তুলতে পারবেন। এবার চলুন বিস্তারিত জেনে আসা যাক।
Zoombucks কি?
Zoombucks.com হলো একটি GPT (Get-Paid-To) ওয়েবসাইট, যা ২০১০ সাল থেকে অনলাইন ব্যবহারকারীদের জন্য ছোট ছোট কাজের মাধ্যমে ইনকামের সুযোগ তৈরি করে আসছে। এ সাইটটি বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য এবং যেকেউ এটি ব্যবহার করতে পারেন।
বাংলাদেশ থেকেও আপনি Zoombucks ব্যবহার করে আয় করতে পারবেন। তবে তাদের সাইট থেকে আয় করতে হলে সর্বপ্রথম সাইন আপ করতে হবে। আপনি গুগল অথবা ফেসবুক ব্যবহার করে তাদের সাইটে সাইন আপ সম্পন্ন করতে পারেন।
একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেলেই বিভিন্ন ধরনের সার্ভে সহ অন্যান্য কাজগুলো কমপ্লিট করে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। সাধারণত এখানে প্রতিটি কাজের বিনিময়ে পয়েন্ট প্রদান করা হয়। আর সেই পয়েন্ট এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে হয়, তারপরে আপনি পেমেন্ট নিতে পারবেন।
Zoombucks-এ কিভাবে অ্যাকাউন্ট খুলবেন?
এই জুমবাক্স ওয়েবসাইট থেকে উপার্জন করতে হলে সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ
- সর্বপ্রথম Zoombucks এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা গুগল ক্রোম ব্রাউজারে Zoombucks লিখে সার্চ করুন।
- এরপর Get started অপশনটিতে ক্লিক করবেন। এখন স্কিনের নিচের দিক থেকে পপ আপ আকারে Sign up and start earning অপশন আসবে। সেখানে ক্লিক করলেই আপনি সাইন আপ করতে পারবেন। নিচে ছবির মাধ্যমে দেখানো হলোঃ

- এখন আপনি সরাসরি একাউন্ট সাইন আপ করার জন্য দুইটি অপশন পাবেন। অপশন গুলো হলঃ গুগল জিমেইল দিয়ে সাইনআপ করা এবং আরেকটি অপশন হল ফেসবুক দিয়ে সাইন আপ করা।
- আপনার ইচ্ছামত যে কোন মাধ্যমে সাইন আপ করুন, তবে অবশ্যই জিমেইল দিয়ে সাইন আপ করবেন। এক্ষেত্রে নিরাপত্তা অনেকটা বেশি।
- তাই আপনার ইমেইল, ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- একটি ভ্যালিড ইমেইল ব্যবহার করুন কারণ ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে।
- একাউন্ট তৈরি হলে আপনি লগইন করে Dashboard-এ প্রবেশ করতে পারবেন।
- আর বর্তমানে এই ওয়েবসাইটটিতে নতুন একাউন্ট খুললেই ১ ডলার সরাসরি বোনাস পাওয়া যাচ্ছে।

Zoombucks থেকে অনলাইন ইনকাম করার উপায়
এই ওয়েবসাইটিতে বিভিন্ন টাইপের টাস্ক গুলো সম্পন্ন করে ইনকাম করা যায়। এবার চলুন নিম্নে সাইট থেকে ইনকাম করার সেরা উপায় ও মাধ্যম গুলো জেনে আসা যাক।
১. অনলাইন সার্ভে পূরণ করা
Zoombucks এ প্রতিদিন নানা ধরনের মার্কেট রিসার্চ সার্ভে পাওয়া যায়। প্রতিটি সার্ভে শেষ করলে আপনি পয়েন্ট পাবেন। সার্ভেগুলোর সময় সাধারণত ৫-২০ মিনিট হয় এবং ৫০ থেকে ২০০ পয়েন্ট পর্যন্ত আয় করা যায়।
এখানে আপনার ইচ্ছা মতো সার্ভে করতে পারবেন, কেউ চাইলে প্রচুর সার্ভে করে অনেক বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবে। তাছাড়া আরও অনেক মাধ্যম আছে যেগুলো থেকে বেশি পয়েন্ট অর্জন করা যায়।
২. ভিডিও দেখা
আপনি চাইলে ভিডিও অ্যাড দেখেও আয় করতে পারবেন। প্রতিটি ভিডিও ২০ থেকে ৩০ মিনিট দৈর্ঘ্যের হয়ে থাকে এবং একটি নির্দিষ্ট সময় ভিডিও দেখলেই পয়েন্ট জমা হয়। তাই আপনি চাইলে এখানে ভিডিও দেখেও আয় করতে পারেন।
তবে ভিডিও দেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই আপনি এই পদ্ধতি বা উপায়টি স্কিপ করে অন্য উপায়ে আয় করতে পারেন। ভিডিও দেখতে হলে অনেক সময় লাগে, আর প্রচুর সময় ব্যয় হয়।
কিন্তু আপনি চাইলে ভিডিও না দেখে শুধুমাত্র ভিডিও চালু করে রেখে দিতে পারেন, এতে করেও আপনার একাউন্টে পয়েন্ট জমা হতে থাকবে।
৩. অফার কমপ্লিট করা
অনেক সময় Zoombucks-এ বিভিন্ন কোম্পানির অ্যাপ ডাউনলোড, প্রোডাক্ট রেজিস্ট্রেশন অথবা ফ্রি ট্রায়াল সাবস্ক্রাইব করার অফার দেওয়া হয়। এই কাজগুলো সফলভাবে শেষ করলে উচ্চ পরিমাণে পয়েন্ট পাওয়া যায়।
৪. রেফারেল ইনকাম
এই ওয়েবসাইটটি থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় রেফারেল প্রোগ্রাম থেকে। আপনি রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করে রেফার করার মাধ্যমে এই ওয়েবসাইটটি থেকে প্রচুর পয়েন্ট সংগ্রহ করতে পারেন। এখানে রেফার্ড ইউজাররা যখন ইনকাম করবেন, তখন আপনি তার একটি অংশ কমিশন হিসেবে পাবেন।
৫. কুইজ ও পোল অংশগ্রহণ
কিছু সময় Zoombucks-এ কুইজ বা পোল অংশগ্রহণের সুযোগ থাকে, যা খুব অল্প সময়েই বেশি পয়েন্ট জিততে সাহায্য করে। তাই যারা বেশি বেশি পয়েন্ট সংগ্রহ করতে চাচ্ছেন, তারা কুইজ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। সাইটটিতে প্রতিনিয়ত কুইজ খেলার আয়োজন করা হয়। আরো বিস্তারিত জানুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
পেমেন্ট পদ্ধতি
Zoombucks পয়েন্ট ভিত্তিক একটি সাইট। যখন আপনি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমা করবেন, তখন সেগুলো রিডিম করে নিচের যেকোনো একটি পেমেন্ট অপশন ব্যবহার করে পেমেন্ট নিতে পারবেনঃ
- PayPal ক্যাশ আউট
- Amazon, Walmart, Starbucks গিফট কার্ড
- Prepaid Visa কার্ড
আমার জানামতে সাধারণত ১০০০ পয়েন্ট = ১০ ডলার এর মতো। আর ১ হাজার পয়েন্ট করতে আপনার সর্বোচ্চ ৩ থেকে ১ সপ্তাহ সময় লাগতে পারে। যদি আপনি বেশি সময় ধরে কাজ করেন তাহলে দ্রুত বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন এবং বেশি টাকা আয় করতে পারবেন।
দৈনিক কত ইনকাম সম্ভব?
এই বিষয়টি আপনার সময় এবং পরিশ্রমের উপর নির্ভর করে। তবে সাধারণভাবে বলা যায়ঃ
- দিনে ১–২ ঘন্টা কাজ করলেঃ $2–$5 ইনকাম সম্ভব
- দিনে ৩–৪ ঘন্টা কাজ করলেঃ $5–$10+ ইনকাম করা যেতে পারে
শেষ কথা – অনলাইন ইনকাম করার উপায়
Zoombucks থেকে ইনকাম করা একদম সহজ এবং বৈধ একটি পদ্ধতি, বিশেষ করে যারা ছাত্র, গৃহিণী অতিরিক্ত ইনকাম খুঁজছেন। এখানে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ঘরে বসেই প্রতিদিন কিছুটা সময় দিয়ে আপনি একটি ভালো পার্ট-টাইম ইনকাম গড়ে তুলতে পারেন।
আপনি যদি আজ থেকেই শুরু করতে চান, তাহলে https://zoombucks.com ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিন এবং ইনকাম শুরু করুন!

আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি