ফ্রি অনলাইন লটারি বাংলাদেশ | ১০টি অনলাইন ফ্রী লটারি খেলে টাকা ইনকাম

ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করার অনেক উপায় আছে, যা ইতিপূর্বে আমরা অন্য একটি আর্টিকেল শেয়ার করেছি। তবে এখন আমরা কয়েকটি সাইট ও কৌশল শেয়ার করব যার ফলে আপনি ফ্রি লটারি খেলে টাকা আয় করতে পারবেন।

ফ্রি অনলাইন লটারি বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানাবো। এতে করে আপনি ঘরে বসে বাংলাদেশ থেকে ফ্রিতে লটারি খেলে ইনকাম করতে পারেন। ইনকাম করার উপায় গুলো জানতে হলে ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ুন।

অনলাইন লটারি কীভাবে কাজ করে?

অনলাইন লটারি হলো এমন একটি সিস্টেম যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে টিকিট ক্রয় করে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত ড্র বা র‍্যান্ডম নির্বাচনের মাধ্যমে পুরস্কার জিততে পারেন।ফ্রি অনলাইন লটারিতে, ব্যবহারকারীকে টাকা দিতে হয় না; বরং রেজিস্ট্রেশন, সার্ভে পূরণ বা বিজ্ঞাপন দেখার মাধ্যমে অংশ নেওয়া যায়। উদাহরণ স্বরূপ দেখুনঃ

  • কিছু ওয়েবসাইট প্রতিদিন একটি “Free Spin” দেয়, যেখানে ভাগ্য ভালো হলে আপনি ছোটখাটো পুরস্কার বা পয়েন্ট পান।
  • নির্দিষ্ট পয়েন্ট জমা হলে PayPal বা বিকাশের মাধ্যমে ক্যাশআউট করা যায় (যদি সেই সার্ভিস বাংলাদেশে সাপোর্ট করে)।

ফ্রি অনলাইন লটারি বাংলাদেশ

বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন সময়ে লটারির আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো এই ধরনের লটারি আয়োজন করে। এখানে আপনাকে অফলাইনে গিয়ে লটারি টিকিট কিনতে হয়।

লটারি টিকিট সাধারণত ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি একটি লটারি টিকিট ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার ভাগ্য থাকলে আপনি লটারি জিতে যেতে পারেন। লটারি টিকিট বিক্রি শেষে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট একটি দিনে লটারি ড্র করে থাকে।

লটারি বিজয়ী ব্যক্তি কমপক্ষে 1 লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম আসবার পত্র পেতে পারে। লটারি খেলায় সাধারণত বিজয়ী ব্যক্তিকে টাকা দেওয়ার পাশাপাশি মোটরসাইকেল ,সাইকেল ,এলইডি টিভি ইত্যাদি সবার অনেক কিছু দেওয়া হয়।

মূলকথা হলো লটারির নির্দিষ্ট প্রাইজ মানি থাকে। বর্তমানে বিভিন্ন ধরনের বড় বড় শপিংমল গুলোতে এই ধরনের লটারি আয়োজন করা হয়। যেখানে বলা হয় শপিং মল থেকে সর্বনিম্ন ৫০০ টাকার কোন প্রোডাক্ট কিনলেই একটি লটারি টিকিট ফ্রি পাচ্ছেন।

যেখানে আপনি ফ্রি লটারি টিকিট নিয়ে লটারিতে অংশগ্রহণ করা শুরু করবেন। এভাবে বাংলাদেশে বিভিন্নভাবে লটারি টিকিট ক্রয় করে লটারি থেকে প্রাইজমানি পাওয়া যেতে পারে।

আরো পড়ুনঃ  দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করুন ১০টি গ্যারান্টি সহ উপায়ে

এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ফ্রী লটারি খেলে কিছু ডলার অথবা প্রাইজ মানি জিততে পারেন। সেগুলো আমরা নিচে শেয়ার করব।

অনলাইনে ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করার সাইট

আপনি ঘরে বসেও মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ফ্রি লটারি খেলার ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করতে পারেন। অনেকগুলো ফ্রিতে কাজ করে, আবার অনেকগুলো নির্দিষ্ট টাস্ক করার বিনিময়ে লটারি স্পিন দেয়।

আপনি দুই ভাবেই লটারি করতে পারবেন। তবে এর পূর্বে লটারি খেলার অ্যাপস ও সাইটগুলোর সম্পর্কে জানা আবশ্যক। এবার চলুন নিম্নে ফ্রী লটারি খেলে টাকা ইনকাম করার সেই অ্যাপসগুলো সম্পর্কে জেনে আসা যাক।

1. Lucktastic

Lucktastic একটি খুব জনপ্রিয় ফ্রি লটারি অ্যাপ যেখানে আপনি প্রতিদিন স্ক্র্যাচ কার্ড খেলে ক্যাশ পুরস্কার জিততে পারেন। প্রতিটি কার্ডে নির্দিষ্ট কিছু পয়েন্ট বা ডলার থাকে। আপনি এই পয়েন্টগুলো রিডিম করে Amazon Gift Card, PayPal Cash বা বিকাশ/নগদে নিতে পারেন।

এই অ্যাপটি থেকে ইনকাম করার জন্য প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তাদের অ্যাপ আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে Lucktastic সার্চ করবেন।

অবশ্যই পড়ুনঃ

এরপর আপনি বিভিন্ন সাইট থেকে তাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড করার পূর্বে অবশ্যই সতর্ক থাকুন, কারণ অনেক ভুয়া ওয়েবসাইট এই ধরনের অ্যাপস গুলো বানিয়ে থাকে প্রতারণা করার জন্য।

তাই আপনি অবশ্যই যাচাই-বাছাই করে অরজিনাল অ্যাপ গুলো ডাউনলোড করবেন। আর এই ধরনের অ্যাপস গুলোতে কোন ইনভেস্ট করবেন না, আপনি যেহেতু ফ্রি ইনকাম করতে চাচ্ছেন। সে ক্ষেত্রে ফ্রিতেই লটারি খেলার সুযোগ নিয়ে ইনকাম করবেন।

2. Big Time Cash

এটি একটি গেম ও লটারি কম্বো অ্যাপ। আপনি এখানে গেম খেললে টিকিট বা স্পিন পাবেন, আর সেই টিকিট লটারিতে ব্যবহার করে ক্যাশ জেতার সুযোগ থাকে। মূল কথা এই অ্যাপটিতে গেম খেলার সাথে সাথে লটারি খেলার সুযোগ পাওয়া যায়।

এর ফলে আপনি খুব সহজেই গেমসহ লটারি খেলেও উপার্জন করতে পারবেন। এখানে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। একাউন্ট খুলে তাদের নির্দিষ্ট শর্তাবলী গুলি পড়ে নিবেন।

এরপর আপনার ইচ্ছা মতো গেম খেলুন এবং লটারি খেলে আয় করার চেষ্টা করুন। তাদের কিছু নির্দিষ্ট ফিচার রয়েছে যেমনঃ

  • প্রতি সপ্তাহে ক্যাশ লটারি
  • $10 পেমেন্ট থ্রেশহোল্ড
  • PayPal পেমেন্ট সাপোর্ট
আরো পড়ুনঃ  ৮টি সেরা অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট

3. Prize Rebel

PrizeRebel একটি জনপ্রিয় রিওয়ার্ড সাইট, যেখানে সার্ভে, অফার এবং লটারি-স্টাইল ড্র এর মাধ্যমে ইনকাম করা যায়। আপনি দৈনিক লটারি সেকশন থেকে টিকিট কিনে বা পয়েন্ট ব্যয় করে বড় পুরস্কার জিততে পারেন।

আর এই সাইট থেকে লটারি করে ইনকাম করা অর্থ আপনি পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। যদি গিফট কার্ড এর মাধ্যমে নিতে চান সে ক্ষেত্রে ডলার এ পেমেন্ট পাবেন।

আর এই সাইটটি থেকে বর্তমানে অনেকেই ১০০% পেমেন্ট পেয়েছেন। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, ফ্রিতে একাউন্ট খুলে সার্ভে করা সহ লটারি খেলে আয় করুন।

4. Swagbucks Live

Swagbucks-এর Live Trivia Game এ অংশ নিয়ে প্রশ্নের উত্তর দিলে আপনি পয়েন্ট এবং লটারি টিকিট পাবেন। পয়েন্টগুলো ক্যাশে কনভার্ট করে PayPal এর মাধ্যমে তোলা যায়। এখানে মূলত পয়েন্ট ভিত্তিক ইনকাম হয়।

আপনি কাজ করে প্রচুর পয়েন্ট কালেক্ট করলে প্রচুর আয় করতে পারবেন। এখানে লটারি খেলা ছাড়াও সার্ভে করা , গেম খেলা , শপিং করা ইত্যাদি মাধ্যমে ইনকাম করা যায়। তাছাড়া রেফার করার মাধ্যমেও বোনাস নিয়ে প্রচুর পয়েন্ট কালেক্ট করা যায়।

যত বেশি পয়েন্ট করবেন তত বেশি আয় করতে পারবেন। এই সাইটটি বর্তমানে অনেক জনপ্রিয়, কারণ এই সাইট থেকে লক্ষ লক্ষ মানুষ পেমেন্ট পেয়েছে। আপনি ফ্রিতে একাউন্ট খুলে বোনাস নিয়ে তাদের গেম ও লটারি গুলো খেলতে পারেন।

5. InboxDollars

এটি মূলত একটি সার্ভে ও রিওয়ার্ড প্ল্যাটফর্ম, তবে তারা নিয়মিত “Spin & Win Lottery” ফিচার চালু করে যেখানে ফ্রি স্পিনে ডলার জেতা যায়। অর্থাৎ আপনি লটারি করার জন্য ফ্রি স্পিন পাবেন। এটি সাধারণত প্রতিদিন দিয়ে থাকে।

বাকি বিস্তারিত জানতে হলে সাইটটিতে ভিজিট করুন এবং রেফার বোনাস নিয়ে আয় করুন। আমার জানা মতে সাইটটিতে নতুন একাউন্ট খুললেই ৫ ডলার বোনাস পাওয়া যায়। আর এই পাঁচ ডলার দিয়ে বিভিন্ন পেইড টাস্ক গুলো সম্পন্ন করে প্রচুর আয় করা যায়।

পেমেন্ট অপশনঃ PayPal / Gift Card

নূন্যতম পেআউটঃ $10

6. Lucky Day

Lucky Day অ্যাপে আপনি প্রতিদিন ফ্রি লটারি, স্ক্র্যাচ কার্ড এবং স্পিন হুইল খেলতে পারেন। প্রতিটি গেমে আলাদা পুরস্কার এবং ক্যাশ জেতার সুযোগ থাকে। এই অ্যাপের কিছু জনপ্রিয় ফিচার যেমনঃ

  • ফ্রি স্ক্র্যাচ কার্ড
  • ইনস্ট্যান্ট PayPal পেমেন্ট
  • রেফার বোনাস

7. Yotta App

Yotta মূলত একটি লটারি-ভিত্তিক সেভিংস অ্যাপ, যেখানে আপনি টাকা সেভ করলে ফ্রি লটারি টিকিট পান। প্রতিটি টিকিটের মাধ্যমে আপনি সাপ্তাহিক লটারি জেতার সুযোগ পাবেন। তবে এই অ্যাপটিতে যেহেতু টাকা ইনভেস্ট করতে হয় সে ক্ষেত্রে আমরা এখানে কাজ করবো না।

আরো পড়ুনঃ  বিকাশে গেম খেলে টাকা ইনকাম কি সম্ভব?

কারণ আমরা ফ্রিতে ইনকাম করতে চাই। তবুও আমি এই অ্যাপটি শেয়ার করলাম, কারণ যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান তারা এখানে কাজ করতে পারেন। তবে এর আগে সাইটের বৈধতা ও বিশ্বস্ততা যাচাই-বাছাই করে নিবেন। ফ্রিতে ইনকাম করতে চাইলে এই সাইটে কাজ করার দরকার নেই।

8. Raffler

Raffler অ্যাপে আপনি প্রতিদিনের ফ্রি র‍্যাফেল ড্র-তে অংশ নিয়ে পুরস্কার জিততে পারেন। এটি সম্পূর্ণ লটারি-ভিত্তিক এবং ইউজার-ফ্রেন্ডলি অ্যাপস। এখানে অ্যাপে ভিডিও দেখে লটারি টিকিট পাওয়া যায়। যা থেকে আপনি লটারি জিতে ইনকাম করতে পারেন। PayPal ক্যাশ আউট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি পেপালের মাধ্যমে ডলারে পেমেন্ট নিতে পারবেন।

9. Win’it

Win’it অ্যাপটি একটি “reward & lottery hybrid” সিস্টেমে চলে। আপনি শপিং বা অফার সম্পন্ন করলে লটারি টিকিট পাবেন, যা ক্যাশ প্রাইজে রূপান্তর করা যায়। অ্যাপের কিছু বৈশিষ্ট্য যেমনঃ

  • রিওয়ার্ড ও লটারি মিক্স
  • মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন
  • খুব দ্রুত রিওয়ার্ড পাওয়া যায়

10. FreeLotto

অনলাইনে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার আরেকটি অ্যাপ হলো FreeLotto। FreeLotto একটি পুরনো এবং বিশ্বস্ত লটারি ওয়েবসাইট। এখানে প্রতিদিন ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি লটারি খেলতে পারেন। অনেকেই এখান থেকে কয়েকশ ডলার পর্যন্ত জিতেছেন।

সতর্কতাঃ

  • সব লটারি সাইটে সাইন আপের আগে Terms & Conditions পড়ুন।
  • নিজের ব্যক্তিগত তথ্য কোথাও অযথা দেবেন না।
  • যেসব অ্যাপ আগে টাকা চাইবে বা ইনভেস্ট করতে বলবে, সেগুলো এড়িয়ে চলুন।

উপসংহার

আশা করছি ফ্রি অনলাইন লটারি বাংলাদেশ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আমরা কিছু ফ্রি লটারি খেলার অ্যাপস ও সাইট সম্পর্কে আলোচনা করেছি। আপনি এই অ্যাপসগুলোতে ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারেন।

যদিও অ্যাপগুলোতে সম্পন্ন ফ্রিতে কাজ করা যায়, সে ক্ষেত্রে এখানে আপনার কোন লস নেই বরং আপনি যদি পেমেন্ট পান সে ক্ষেত্রে আপনার লাভ বেশি। তবে অবশ্যই সতর্ক থাকবেন, ভুয়া ও নকল অ্যাপস এড়িয়ে চলবেন।

সব সময় বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে অ্যাপস ডাউনলোড করবেন। বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ডাউনলোড করার চেষ্টা করুন। আর ধৈর্য এবং পরিশ্রম দিয়ে অনলাইনে কাজ করলে অবশ্যই ইনকাম করা যাবে।

Leave a Comment