মোবাইল ফোনে ছবি তোলা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় ভুল করে বা ফোন স্লো হওয়ার কারণে গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে যায়।
বিষয়টি যতটা বিরক্তিকর, সমাধান ততটাই সহজ। আপনি চাইলে মোবাইলে ডিলিট হওয়া ছবি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন, অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাই ব্যবহার করুন।
এই আর্টিকেলে আমরা দেখাবো মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, প্রয়োজনীয় অ্যাপ, সেটিংস এবং প্রফেশনাল টুলসসহ এমন সব পদ্ধতি যা সবাই অনুসরণ করতে পারে।
কেন ছবি ডিলিট হওয়ার পরেও ফিরিয়ে আনা সম্ভব?
অনেকেই জানেন না মোবাইলে কোন ছবি ডিলিট হলে সেটা সঙ্গে সঙ্গে পুরোপুরি মুছা হয় না। ফোনের সিস্টেম সেটিকে “Recycle Bin” অথবা “Recently Deleted” ফোল্ডারে রেখে দেয়।
তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই উদ্ধার করলে, ১০০% ফিরে আসে। এই কারণে বলা যায় ছবি ডিলিট হওয়ার পরেও ফিরিয়ে আনা সম্ভব।
আপনি মোবাইলে যে কোন ছবি ডিলিট করলেই, সেগুলো আবার পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবেন বা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ফিরিয়ে আনা যায়। চলুন এবার আরও বিস্তারিত সহকারে মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়গুলো দেখে আসা যাক।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার ৭টি সহজ উপায়
যদি আপনি মোবাইল থেকে ভুলবশত কোনো ছবি ডিলিট করে ফেলেন, তাহলে আপনি সেগুলো খুব সহজেই কয়েকটি উপায়ে ফিরিয়ে আনতে পারেন। মূলত ডিলিট করা ছবি ফিরিয়ে আনা সম্ভব।
অবশ্যই পড়বেনঃ
এর জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে। আমরা এখন আপনাদের কয়েকটি সহজ উপায় জানাবো, যেগুলো আপনি অনুসরণ করে ডিলিট করা ছবি ফিরে পেতে পারেন। নিম্নে মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় দেখানো হলোঃ
১. গ্যালারির ‘Recently Deleted’ ফোল্ডার থেকে ছবি
বর্তমানে প্রায় সকল ফোনেই গ্যালারিতে Recently Deleted নামক ফোল্ডার থাকে। যেখান থেকে আপনি ডিলিট করা ছবি ফিরে পেতে পারেন। আপনি যখন গ্যালারি থেকে কোন ছবি ডিলিট করেন, তখন সেই ছবি Recently Deleted ফোল্ডারে গিয়ে জমা থাকে।
আপনি চাইলে পরবর্তীতে Recently Deleted ফোল্ডার থেকে ছবিটি গ্যালারিতে আনতে পারেন বা ফিরিয়ে আনতে পারেন। Recently Deleted ফোল্ডার থেকে ছবি ফিরিয়ে আনার উপায়ঃ
- সবার প্রথমে আপনার নিজস্ব ফোনে Gallery অ্যাপ ওপেন করুন
- Album / More → Recently Deleted / Trash ফোল্ডারে যান।
- এবার আপনি পছন্দমত ছবিগুলো সিলেক্ট করুন
- Restore বাটন চাপুন
এভাবে সহজেই আপনি অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট করা ছবি ফিরে পাবেন। যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য আলাদা নিয়ম রয়েছে। নিম্নে আইফোনে ডিলিট করা ছবি ফিরে পাওয়ার উপায় দেওয়া হলোঃ
- Photos অ্যাপ থেকে Albums ফোল্ডারে যান
- নিচে স্ক্রল করে Recently Deleted
- ছবি সিলেক্ট করুন এবং Recover অপশনে ক্লিক করুন
এভাবে আইফোন ডিভাইসে ছবি রিকভার করা যাবে।
২. Google Photos থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার
আপনি যদি Google Photos ব্যবহার করেন, তাহলে ছবি ডিলিট হলেও ট্র্যাশে ৬০ দিন থাকে। অর্থাৎ আপনি গুগল ফটোস অ্যাপ থেকে কোন ছবি ডিলিট করলেও সেগুলো ফিরে পেতে পারেন।
গুগল ফটোস অ্যাপটিতে ছবি ডিলিট করা হলে তা Trash নামক ফোল্ডারে জমা হয়। এই ফোল্ডার থেকে আপনি ছবি রিকভার করতে পারবেন। নিম্নে পদ্ধতি দেওয়া হলঃ
- Google Photos ওপেন করুন
- Library → Trash অপশনে যান
- ছবি সিলেক্ট → Restore করুন
এতে ছবি আবার ফোনের গ্যালারিতে চলে আসবে।
৩. Xiaomi, Samsung, Oppo, Vivo-র নিজস্ব Cloud ব্যাকআপ থেকে উদ্ধার
অনেক ব্র্যান্ড তাদের ফোনে বিল্ট-ইন ক্লাউড ব্যাকআপ দেয়। যেখানে অটোমেটিক্যালি ছবিসহ ভিডিও ব্যাকআপ হয়ে যায়। যার ফলে আপনি পরবর্তীতে প্রয়োজনীয় ছবি ও ভিডিও ফিরে পেতে পারেন। নিম্নের ডিভাইস গুলো এ ধরনের ফিচার দিয়ে থাকে।
- Xiaomi Mi Cloud
- Samsung Cloud / Samsung Recycle bin
- Vivo Cloud
- Oppo Cloud
৪. File Manager–এর Hidden Trash Folder থেকে রিকভার
অনেক ফোনে File Manager-এও Trash থাকে। যার ফলে আপনি সরাসরি ফাইল ম্যানেজার অ্যাপটি থেকেই ছবি সহ প্রয়োজনীয় ফাইল রিকভারি করতে পারবেন।
বর্তমানে বেশিরভাগ ফোনেই ফাইল ম্যানেজার অ্যাপটিতে এই ফিচারগুলো থাকে। এই পদ্ধতিতে সহজ ভাবে মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনা যায়। পদ্ধতি হলোঃ
- File Manager → Trash / Bin
- ডিলিট হওয়া ছবি → Restore
অনেক ব্যবহারকারী জানেন না, এটা থেকেও ছবি ফিরে আসে।
৫. অ্যাপ দিয়ে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হল অ্যাপ ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা। এই উপায়ে আপনি যেকোনো ছবি রিকভারি করতে পারবেন।
তবে নির্দিষ্ট সময় পর্যন্ত ছবি ফিরে পাওয়া সম্ভব। মূলত যদি ছবি স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়, তবে কিছু থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে ছবি ফিরে পেতে পারেন। অ্যাপসগুলো হলঃ
- DiskDigger Photo Recovery
- Dr.Fone – Data Recovery
- EaseUS MobiSaver
- Dumpster App
কীভাবে ব্যবহার করবেন?
- Google Play Store → অ্যাপ ডাউনলোড
- স্ক্যান চালু করুন
- ফিরে পাওয়া ফটো সিলেক্ট → Restore
৬. পিসি সফটওয়্যার ব্যবহার করে মোবাইলের ছবি ফিরিয়ে আনা
যদি মোবাইল থেকে সরাসরি ছবি না ফেরে, তাহলে কম্পিউটার সফটওয়্যার দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব। কম্পিউটারে কিছু সফটওয়্যার পাবেন যেগুলো ব্যবহার করে ছবি ফিরে পাওয়া সম্ভব। সফটওয়্যার গুলোর তালিকা নিম্নে দেওয়া হলঃ
- Wondershare Dr.Fone
- Tenorshare UltData
- EaseUS Data Recovery Wizard
- iMobie PhoneRescue
পদ্ধতিঃ
- সফটওয়্যার ইনস্টল করুন
- USB দিয়ে ফোন যুক্ত করুন
- Deep Scan চালু করুন
- ছবি সিলেক্ট করে Recover করুন
এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি।
ডিলিট হওয়া ছবি না ফেরার কারণগুলো
- ক্লাউড ব্যাকআপ চালু না থাকা
- Recently Deleted ফোল্ডার থেকে ফুল ডিলিট
- ফরম্যাট বা ফ্যাক্টরি রিসেট
- দীর্ঘদিন পূর্বে ডিলিট হওয়া ছবি
- ফোনে নতুন ফাইল লেখা হয়ে যাওয়া
ছবিগুলো নিরাপদে রাখার সেরা উপায়
- Google Photos Auto Backup অন রাখুন
- ফোনে Mi Cloud / Samsung Cloud চালু রাখুন
- মাসে একবার ছবি কম্পিউটার/হার্ডড্রাইভে ট্রান্সফার করুন
- Backup অ্যাপ ব্যবহার করুন (Dropbox, Mega, Terabox)
উপসংহার – মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো Recently Deleted, Google Photos Trash বা Cloud Backup। আর স্থায়ীভাবে ডিলিট হওয়া ছবিও Photo Recovery App বা PC Recovery Software দিয়ে উদ্ধার করা সম্ভব।
যে পদ্ধতি আপনার জন্য সুবিধাজনক মনে হয়, সেটি অনুসরণ করে আপনি সহজেই হারিয়ে যাওয়া মূল্যবান স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






