বর্তমান ডিজিটাল যুগে অনেক সময় গুরুত্বপূর্ণ ফোন কল সংরক্ষণ করার প্রয়োজন হয়। অফিসিয়াল কথা, ব্যবসায়িক আলোচনা বা ব্যক্তিগত জরুরি তথ্য সব ক্ষেত্রেই কল রেকর্ড আমাদের কাজে আসে।
কিন্তু অনেকেই জানেন না কল রেকর্ড কিভাবে করতে হয় বা কল রেকর্ড বের করার নিয়ম কী। এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে সবকিছু সহজ ভাষায় জানবো।
কল রেকর্ড কি এবং কেন দরকার?
কল রেকর্ড হলো ফোনে হওয়া কথোপকথন অডিও আকারে সংরক্ষণ করা। এই কল রেকর্ডিং বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে। যেমনঃ
- গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য
- প্রমাণ হিসেবে রাখার জন্য
- ব্যবসায়িক কল রিভিউ করার জন্য
- ভুল বোঝাবুঝি এড়াতে
এছাড়া আরও বিভিন্ন কারণে কল রেকর্ড করার প্রয়োজন হয়। যারা বিভিন্ন ধরনের বিজনেস করেন এবং প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, তারা বেশিরভাগই কল রেকর্ডিং ফিচারটি ব্যবহার করে থাকে।
অবশ্যই পড়বেনঃ
আপনারা চাইলে মোবাইলে কল রেকর্ডিং সিস্টেম চালু করে রাখতে পারেন। এতে করে প্রয়োজনের ক্ষেত্রে আপনি তা ব্যবহার করতে পারবেন। এখন কল রেকর্ড কিভাবে করব? সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কল রেকর্ড কিভাবে করব? (Android ফোনে)
বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই বিল্ট-ইন কল রেকর্ড অপশন থাকে। তবে আপনার ফোনে কল রেকর্ডিং ফিচার না থাকলে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করতে পারেন। এখন আমরা অ্যান্ড্রয়েড ফোনের বিল্ট-ইন কল রেকর্ড অপশন চালু করা শিখব।
পদ্ধতি ১: ফোনের ডিফল্ট অপশন ব্যবহার করে
- আপনার স্মার্টফোনের ফোন অ্যাপ খুলুন
- এবার কল করুন বা কল রিসিভ করুন
- কল চলাকালীন Record / কল রেকর্ড অপশন দেখতে পাবেন পাবেন
- সেটিতে ট্যাপ করলেই কল রেকর্ড শুরু হবে।
- এছাড়া অনেক সময় অটোমেটিক ফিচার চালু করা যায়, এতে করে অটোমেটিক কল রেকর্ড হয়।
- এই সিস্টেমটি আপনি ফোন অ্যাপ এর সেটিংস থেকে চালু করতে পারবেন।
এভাবে ম্যানুয়ালি কল রেকর্ডিং চালু করা যায়। কল রেকর্ডিং চালু করলেই কল রেকর্ড হবে এবংকল শেষ হলে অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে।
পদ্ধতি ২: কল রেকর্ডিং অ্যাপ ব্যবহার করে
যদি আপনার ফোনে ডিফল্ট অপশন না থাকে, তাহলে অ্যাপ ব্যবহার করতে পারেন। মূলত আপনার মোবাইলে যদি কল রেকর্ডিং করার ফিচারটি না থাকে, তাহলেই আপনি গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করে কল রেকর্ডিং সিস্টেম চালু করতে পারেন। জনপ্রিয় কল রেকর্ড অ্যাপসঃ
- Automatic Call Recorder
- Call Recorder – Cube ACR
- Truecaller (প্রিমিয়াম)
ব্যবহার পদ্ধতিঃ
- Play Store থেকে অ্যাপ ইনস্টল করুন
- প্রয়োজনীয় পারমিশন দিন
- অ্যাপ চালু রাখুন
- কল করলেই অটো কল রেকর্ড হবে
iPhone এ কল রেকর্ড কিভাবে করব?
iPhone-এ সরাসরি কল রেকর্ড অপশন নেই। তবে কিছু বিকল্প উপায় আছে। নিম্নে উপায়গুলো জানানো হলোঃ
- থার্ড-পার্টি কল রেকর্ডিং অ্যাপ
- অন্য ফোনে স্পিকার দিয়ে রেকর্ড
- কল রেকর্ডিং সার্ভিস ব্যবহার
iPhone-এ কল রেকর্ড করা তুলনামূলকভাবে কঠিন এবং কিছু ক্ষেত্রে খরচ হতে পারে। তবে আপনারা অ্যাপ স্টোর থেকে কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
আমার জানামতে বর্তমানের আইফোন ডিভাইস গুলোতে কল রেকর্ডিং ফিচার রয়েছে। আপনারা একবার সেটিংসে গিয়ে খুঁজে দেখতে পারেন।
কল রেকর্ড বের করার নিয়ম (Android)
অনেক সময় আমরা কল রেকর্ড করলেও পরে সেটি খুঁজে পাই না। নিচে সহজ নিয়ম দেওয়া হলোঃ
নিয়ম ১: ফোন অ্যাপ থেকে
- Phone App খুলুন
- Call History এ যান
- নির্দিষ্ট নাম্বারে ট্যাপ করুন
- সেখানে Recordings অপশন পাবেন
নিয়ম ২: ফাইল ম্যানেজার দিয়ে
- File Manager খুলুন
- Internal Storage এ যান
- CallRecord / Recordings / Sounds ফোল্ডার খুঁজুন
- সেখানে আপনার কল রেকর্ড ফাইল পাবেন
নিয়ম ৩: কল রেকর্ড অ্যাপ থেকে
যদি অ্যাপ ব্যবহার করেনঃ
- অ্যাপ ওপেন করুন
- Record List / History অপশনে যান
- সেখান থেকে কল রেকর্ড প্লে বা শেয়ার করতে পারবেন
ডিলিট হওয়া কল রেকর্ড কি ফেরত আনা যায়?
অনেক ক্ষেত্রে আমরা ভুলবশত কল রেকর্ড গুলো ডিলিট করে ফেলি, তবে কিছু ক্ষেত্রে কল রেকর্ড ফেরত আনা সম্ভব। এক্ষেত্রে নিম্নের উপায় গুলো অনুসরণ করুন।
- যদি Google Drive Backup অন থাকে
- কল রেকর্ডিং অ্যাপের ক্লাউড ব্যাকআপ থাকলে
- ডাটা রিকভারি অ্যাপ ব্যবহার করে কল রেকর্ড ফিরে পাওয়া সম্ভব
অটো কল রেকর্ড সেটিং
অটো কল রেকর্ড সেটিং চালু করলে আপনাকে আর ম্যানুয়ালি রেকর্ড বাটনে চাপ দিতে হয় না। ফোনে কল আসা বা কল করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড হয়ে যায়। নিচে ধাপে ধাপে সেটিং করার নিয়ম দেওয়া হলো।
ধাপ ১: ফোন অ্যাপ সেটিংস খুলুন
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট-ইন অটো কল রেকর্ড ফিচার থাকে। তাই আপনি সরাসরি ফোন অ্যাপ ব্যবহার করে অটোমেটিক কল রেকর্ডিং সিস্টেম চালু করতে পারেন।
- Phone / ডায়ালার অ্যাপ খুলুন
- ডান পাশে তিন ডট (⋮) এ ট্যাপ করুন
- Settings অপশনে যান
ধাপ ২: কল রেকর্ড অপশন অন করুন
- Call Recording / কল রেকর্ডিং অপশনে ঢুকুন
- Auto Call Recording / সব কল রেকর্ড করুন অপশন অন করুন
ধাপ ৩: রেকর্ডিং কোথায় সেভ হবে দেখুন
- Storage Location থেকে দেখুন কল রেকর্ড কোথায় সেভ হচ্ছে
- সাধারণত থাকে: Internal Storage > Call Recordings
Samsung ফোনে অটো কল রেকর্ড সেটিং
- Phone অ্যাপ খুলুন
- তিন ডট > Settings
- Record calls এ যান
- Auto record calls অন করুন
- সব কল বা নির্দিষ্ট নাম্বার সিলেক্ট করুন
উপসংহার – কল রেকর্ড কিভাবে করব
এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় আলোচনা করেছি কল রেকর্ড কিভাবে করব এবং কল রেকর্ড বের করার নিয়ম সম্পর্কে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন।
আর iPhone ব্যবহারকারীদের জন্য কিছু বিকল্প পদ্ধতি রয়েছে। সঠিক নিয়ম মেনে কল রেকর্ড ব্যবহার করলে এটি আপনার জন্য অনেক উপকারী হতে পারে।
FAQs – কল রেকর্ড বের করার নিয়ম
সব ফোনে কি কল রেকর্ড করা যায়?
না, কিছু ফোনে সফটওয়্যার সীমাবদ্ধতা থাকে। কল রেকর্ড কোথায় সেভ হয়?
ফোনের ইন্টারনাল স্টোরেজ বা অ্যাপের ভেতরে। কল রেকর্ড শেয়ার করা যায়?
হ্যাঁ, অডিও ফাইল হিসেবে শেয়ার করা যায়।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






