খেলা দেখুন সেরা ৫টি অ্যাপস ব্যবহার করে

খেলা দেখার অ্যাপস গুলো ব্যবহার করে সহজেই আপনি যেকোন স্থান থেকে খেলার স্কোর ও লাইভ ভিডিও দেখতে পারেন। অনেকেই আপনারা কাজের সূত্রে ঘরের বাইরে থাকেন, সে ক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করেই লাইভ খেলা দেখতে পারেন।

এক্ষেত্রে আপনাকে মোবাইল ফোনে কিছু অ্যাপস ডাউনলোড রাখতে হবে। যেগুলো ব্যবহার করে আপনি লাইভ খেলা দেখা শুরু করবেন। খেলা দেখার সেরা এপস গুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত থাকছে। সকলের কাছে অনুরোধ রইলো শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

সেরা ৫টি খেলা দেখার অ্যাপস

বর্তমান ডিজিটাল যুগে খেলা দেখতে টিভির সামনে বসে থাকার সময় অনেকেরই নেই। ব্যস্ত সময়সূচি, যাতায়াত কিংবা ভ্রমণ – সবকিছুর মাঝেও খেলা মিস না করতে খেলা দেখার অ্যাপস হতে পারে সেরা সমাধান।

অবশ্যই পড়ুনঃ

এখন মোবাইল বা ট্যাবের মাধ্যমে সহজেই লাইভ ক্রিকেট, ফুটবল, টেনিস, আইপিএল, বিপিএল, বিশ্বকাপসহ যেকোনো খেলা উপভোগ করা যায়। এবার নিম্নে খেলা দেখার সেরা পাঁচটি অ্যাপস গুলো সম্পর্কে জেনে আসা যাক।

Sony LIV

ক্রিকেট খেলা দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো Sony LIV। এই অ্যাপসটি বর্তমানে ভারতে বেশ জনপ্রিয়। কারণ এই অ্যাপটি ব্যবহার ক্রিকেট, ফুটবল, WWE, টেনিসসহ বিভিন্ন লাইভ ইভেন্ট সরাসরি দেখতে পারবেন।

অ্যাপটির বিশেষ সুবিধা হল এটি HD লাইভ স্ট্রিমিং সাপোর্ট করে। অর্থাৎ আপনি খেলা HD লাইভস্টিমে দেখতে পারবেন। তাছাড়াও এই অ্যাপটি একই অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে।

আরো পড়ুনঃ  বাড়ির আশেপাশে থাকা wifi password সহজেই বের করুন

যার কারণে আপনি একটি একাউন্ট দুইটি ডিভাইসে ব্যবহার করে খেলা দেখতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং একাউন্ট খুলে নিন। এরপর আপনার ইচ্ছামত খেলার লাইভ স্ট্রিম ও স্কোর দেখে উপভোগ করুন। 

Hotstar (Disney+ Hotstar)

ফ্রিতে খেলা দেখার অ্যাপস হিসাবে এটি বেশ জনপ্রিয়। এখানে আপনি খেলা দেখার লাইভ স্কোর ও স্টিমিং দেখতে পারেন। আইপিএল, এশিয়া কাপ, ক্রিকেট বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের খেলা এই একটি অ্যাপে দেখতে পারবেন। এই অ্যাপের বিশেষ কিছু ফিচার রয়েছে যেমনঃ

  • হাই-কোয়ালিটি স্ট্রিমিং সাপোর্ট করে
  • লাইভ ও রিপ্লে ভিডিও দেখতে পারবেন
  • ম্যাচ হাইলাইটস পরবর্তী দেখা যায়
  • সাবস্ক্রিপশন অনুযায়ী অ্যাড-ফ্রি ভিউ করতে পারবেন

Cricbuzz

এই অ্যাপটিতে মূলত স্কোর আপডেট দেখা যায়, অর্থাৎ এখানে আপনি খেলার স্কোর সরাসরি দেখতে পারবেন। লাইভ স্কোর প্রচার করা হয়। যার কারণে ম্যাচের আপডেট জানা যায়। তবে এখানে সরাসরি লাইভ স্ট্রিমিং খেলা দেখা যায় না।

অর্থাৎ আপনি ভিডিও খেলা দেখতে পারবেন না শুধুমাত্র খেলার স্কোর জানতে পারবেন। তবে এই অ্যাপটি বর্তমানে ক্রিকেটপ্রেমীদের জন্য খুবই জনপ্রিয়। অ্যাপটির বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমনঃ

  • দ্রুত লাইভ স্কোর দেখা যায়
  • ম্যাচ প্রিভিউ ও পোস্ট-ম্যাচ রিপোর্ট দেখতে পারবেন
  • ক্রিকেট নিউজ ও ইন্টারভিউ শর্ট ভিডিও আকারে দেখা যায়
  • ভিডিও হাইলাইটস দেখতে পারবেন

Live NetTV

বিভিন্ন দেশের লাইভ স্পোর্টস চ্যানেল দেখা যায় এই অ্যাপে। আপনি এই অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন প্রকার খেলা দেখার চ্যানেলগুলো দেখতে পারবেন। যার কারণে এই অ্যাপটি ব্যবহার করে সকল ধরনের খেলা দেখা যাবে। সম্পূর্ণ ফ্রিতে এখানে স্পোর্টস চ্যানেলগুলো পাবেন। অ্যাপটির বিশেষ কিছু সুবিধা ও ফিচার হলোঃ

  • 800+ লাইভ চ্যানেল রয়েছে
  • 24/7 লাইভ স্ট্রিম সুবিধা
  • সহজ ইন্টারফেস
  • স্পোর্টসসহ বিনোদন চ্যানেলও পাওয়া যায়

SuperSport

আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল খেলার হাইলাইটস ও লাইভ স্কোর দেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি ম্যাচের হাইলাইট ও স্কোর দেখতে পারবেন। এখানে শুধুমাত্র ফুটবল ও ক্রিকেট নয়, এর পাশাপাশি অন্যান্য ইন্টারন্যাশনাল খেলা গুলোর স্কোর দেখার সুযোগ রয়েছে। অ্যাপের কিছু ফিচার হলঃ

  • ফুটবল, ক্রিকেট, রাগবি, গলফসহ নানা খেলা
  • লাইভ স্কোরবোর্ড
  • ম্যাচ রিমাইন্ডার
  • এক্সপার্ট অ্যানালাইসিস
আরো পড়ুনঃ  ১০ টি ইনপুট ও ১০ টি আউটপুট ডিভাইসের নাম বাংলায় জানুন

ESPN

বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় স্পোর্টস অ্যাপ হল ESPN । এখানে ক্রিকেট, ফুটবল, NBA, টেনিসসহ সব ধরণের খেলার লাইভ স্ট্রিম ও আপডেট পাওয়া যায়। এই এপটিতে রিয়েল টাইম লাইভ স্কোর দেখতে পারবেন।

ভিডিও হাইলাইটস ও ইন্টারভিউ দেখার সুযোগ রয়েছে। তাছাড়াও কখন নতুন খেলা হবে তার আপডেট আপনি সরাসরি মোবাইলেই দেখে নিতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে। অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে সরাসরি ডাউনলোড করে নিন।

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অ্যাপস

আপনি যদি বিশ্বকাপ ফুটবল সহ ক্রিকেট খেলার লাইভ দেখতে চান, সেক্ষেত্রে FanCode অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটিতে ফুটবল ও ক্রিকেট সহ বিভিন্ন খেলার লাইভ স্কোর ও লাইভ ভিডিও দেখা যায়।

ফুটবলের বিভিন্ন লীগের খেলা ও এখানে দেখতে পারবেন। তাছাড়া বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন হলে সেগুলো এখানে দেখানো হয়। মূল কথা আপনি সকল ধরনের লীগ সহ আন্তর্জাতিক খেলা গুলো দেখতে পারছেন।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে FanCode লিখে সার্চ করুন এবং ইন্সটল করে একাউন্ট খুলে নিন। এরপর আপনি ইচ্ছা মতো লাইভ খেলা গুলো দেখে উপভোগ করুন।

লাইভ ক্রিকেট খেলা দেখার লিংক

সরাসরি লাইভ ক্রিকেট খেলা দেখার লিংক বলে কিছু হয় না। আপনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সরাসরি লাইভ ক্রিকেট খেলা দেখতে পারেন। বর্তমানে বাংলাদেশী ক্রিকেট খেলা দেখার জন্য https://www.tsports.com সাইটটিতে ভিজিট করতে পারেন।

এখানে নির্দিষ্ট প্যাক কিনে ক্রিকেট খেলা দেখা যায়। সরাসরি সম্প্রচার পাবেন। এখানে বাংলাদেশী ক্রিকেট খেলা সহ আন্তর্জাতিক ক্রিকেট খেলাও দেখা যাবে। এছাড়াও sonyliv.com প্ল্যাটফর্মে লাইভ খেলা দেখতে পারেন।

শেষ কথা

আর্টিকেলটিতে খেলা দেখার অ্যাপস গুলো নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। যারা ক্রিকেট খেলা সহ ফুটবল খেলা দেখতে চান তারা আর্টিকেলটিতে উল্লেখিত যে কোন একটি অ্যাপ ব্যবহার করুন। আপনার যেই অ্যাপটির ইন্টারফেস ভাললাগে সেটি ব্যবহার করে খেলা দেখা উপভোগ করুন।

আরো পড়ুনঃ  ১০টি সেরা লাইভ ফুটবল খেলা দেখার অ্যাপস

আপনারা অ্যাপ ছাড়াও ফেসবুকে বিভিন্ন পেইজে লাইভস্টিম খেলা দেখতে পারেন। অনেকেই বর্তমানে ফেসবুক পেজে খেলা গুলো লাইভ স্ট্রিম করে থাকে, সেখান থেকে লাইভ খেলা দেখা যায়।

Leave a Comment