সেরা ৫টি অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করুন – এক সেকেন্ডে

বর্তমান সময়ে ব্যস্ত জীবনে অনেক সময় গুরুত্বপূর্ণ ফোন কলগুলো আমরা মনে রাখতে পারি না। অফিসের কাজ, পার্সোনাল নোট, ব্যাংক বা সিম কোম্পানির তথ্য সবই কখনো কখনো রেকর্ড রাখা দরকার হতে পারে। আর সেজন্যই প্রয়োজন একটি নির্ভরযোগ্য অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ।

এই আর্টিকেলে আমরা দেখবো সেরা ৫টি অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড অ্যাপ, যেগুলো ব্যবহার করা সহজ, নিরাপদ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে দারুণভাবে কাজ করে।

অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড

বর্তমানে গুগল প্লে স্টোরে অনেক ধরনের অটোমেটিক কল রেকর্ডার রয়েছে। তবে এর মধ্যে থেকে আমরা সেরা কয়েকটি অটোমেটিক কল রেকর্ডার সম্পর্কে আলোচনা করব।

আমার জানামতে বর্তমানে অনেক ফোনেই নিজস্ব অটোমেটিক কল রেকর্ডার থাকে, যেটি ব্যবহার করে কল রেকর্ড করা যায়। কিন্তু যাদের মোবাইলে কল রেকর্ড করার সিস্টেম নেই,

অবশ্যই পড়ুনঃ

তারা চাইলে অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। নিম্নে অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ গুলোর তালিকা দেওয়া হলোঃ

১. Call Recorder – Cube ACR

Cube ACR বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও স্মার্ট অটোমেটিক কল রেকর্ডার অ্যাপগুলোর মধ্যে একটি। এই অ্যাপটি ব্যবহার করে আমি যেকোনো ধরনের কল রেকর্ড করতে পারবেন।

আপনি চাইলে whatsapp এ কল রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ম্যাসেঞ্জারের ভয়েস কলের কল রেকর্ড করা যাবে। মূলত আপনি যে সকল অ্যাপস ব্যবহার করে কথা বলবেন, সেই সকল অ্যাপগুলার কল রেকর্ড এই একটি অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

আরো পড়ুনঃ  ১০টি সেরা লাইভ ফুটবল খেলা দেখার অ্যাপস
কল রেকর্ডিং অ্যাপ

আশা করছি বুঝতে পারছেন এই অ্যাপটি সব ধরনের কল রেকর্ডিং করতে সক্ষম। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।

অ্যাপটি ইতিমধ্যে 10 মিলিয়ন এর বেশিবার ডাউনলোড হয়েছে এবং অ্যাপটির রেটিং ৪.৩। যা দেখে বোঝা যায় অ্যাপটি অনেক জনপ্রিয়। এই কল রেকর্ডিং অ্যাপের বেশ কিছু ফিচার রয়েছে যেমনঃ

  • ইনকামিং ও আউটগোয়িং কল অটোমেটিক রেকর্ড
  • WhatsApp, IMO, Messenger, Viber এর VOIP কল রেকর্ড
  • উচ্চমানের অডিও আউটপুট
  • ক্লাউড ব্যাকআপ সাপোর্ট

এই অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে Cube ACR সার্চ করুন। সরাসরি পেয়ে যাবেন, এরপর ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন।

২. Automatic Call Recorder by Appliqato

এটি দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি ব্যবহৃত কল রেকর্ডার অ্যাপ। এই কল রেকর্ডিং অ্যাপটি বর্তমানে অনেক ভালো কাজ করে থাকে। খুব সহজে আপনি কল রেকর্ডিং এই অ্যাপটি ব্যবহার করে করতে পারবেন।

এই অ্যাপটি থেকে অডিও আউটপুট অনেক ক্লিয়ার এবং সুন্দর পাওয়া যায়। তাছাড়াও এই অ্যাপের বিশেষ সুবিধা হল অটোমেটিক কল রেকর্ডিং ফিচার।

আপনি কথা বলা শুরু করলেই অটোমেটিক রেকর্ড হতে শুরু করবে। আর আপনার কল রেকর্ড গুলো ফাইল ম্যানেজারের নির্দিষ্ট ফোল্ডারে থাকবে।

এছাড়াও গুগল ড্রাইভ ও ড্রপবক্সে ব্যাকআপ করার সিস্টেম রয়েছে। আরও অনেক ধরনের ফিচার এই কল রেকর্ডার অ্যাপটিতে পেয়ে যাবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে আছে।

এছাড়াও আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে Automatic Call Recorder by Appliqato লিখে সার্চ করুন। এরপর চাইলে গুগল প্লে স্টোর অথবা বিশ্বস্ত কোন সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।

৩. Call Recorder Automatic

Call Recorder Automatic একটি প্রফেশনাল-গ্রেড কল রেকর্ডার অ্যাপ, যা গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বেশ পরিচিত। এই অ্যাপটি ব্যবহার করে প্রায় সকল ধরনের কল রেকর্ডিং করা যাবে।

আরো পড়ুনঃ  সেরা ৮টি ছবি ফর্সা করার সফটওয়্যার - এক ক্লিকে ছবি ফর্সা

আর অ্যাপটি অটোমেটিক রেকর্ডিং সাপোর্ট করে। যার ফলে আপনাকে ম্যানুয়ালি রেকর্ডিং সিস্টেম চালু করতে হবে না। আপনি যে কোন অ্যাপ ব্যবহার করে কথা বললেই এই অ্যাপটি কল রেকর্ডিং করা শুরু করবে। এই অ্যাপের বিশেষ কিছু ফিচার আছে যেমনঃ

  • লক সিকিউরিটি সিস্টেম
  • অটো ক্লাউড আপলোড
  • ব্যাকগ্রাউন্ডে কাজ করে
  • দীর্ঘমেয়াদি কল রেকর্ড সাপোর্ট

৪. Call Recorder – Auto Recording

যারা ফিচার-সমৃদ্ধ এবং দ্রুত রেকর্ডিং সিস্টেম চান, তাদের জন্য এটি বেশ জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে Call Recorder – Auto Recording লিখে সার্চ করবেন। এরপর অ্যাপটি ইন্সটল করে নিন।

এবার অ্যাপটি ওপেন করে প্রয়োজনে পারমিশন দিয়ে সেটআপ করুন। ইতিমধ্যেই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ৫০ মিলিয়ন এর বেশিবার ইনস্টল হয়েছে, এছাড়াও অ্যাপটি রেটিং ৪.৫।

এই থেকে বোঝা যায় অ্যাপটি অনেক জনপ্রিয়। আপনারা চাইলে এই অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করে নিতে পারেন। কল রেকর্ডার অ্যাপটির বিশেষ ফিচারগুলো হলঃ

  • অটো রেকর্ডিং
  • বিভিন্ন অডিও ফরম্যাট সাপোর্ট
  • ফেভারিট রেকর্ড সিস্টেম
  • হাই-রেজ অডিও কোয়ালিটি

৫. Truecaller Call Recording (Premium Feature)

Truecaller সাধারণত কলার আইডির জন্য বিখ্যাত, তবে এর প্রিমিয়াম ভার্সনে দারুণ কল রেকর্ডিং সুবিধা আছে। এই অ্যাপের প্রিমিয়াম কিছু ফিচার আছে। এখানে আপনি Crystal clear call recording ফিচারটি পেয়ে যাবেন।

যা সাধারণত অ্যাপের প্রিমিয়াম ভার্সনে পাওয়া যায়। এই অ্যাপটির প্রিমিয়াম ও ফ্রি ভার্শন রয়েছে। ফ্রি ভার্সনে নানা ধরনের সুবিধা পাবেন। তবে যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে আরো অনেক ধরনের ফিচার পাওয়া যায়, যা সাধারণত ফ্রি ভার্সনে পাওয়া যায় না।

বিশেষ করে অটোমেটিক কল রেকর্ডিং ফিচার প্রিমিয়াম ভার্সনে পেয়ে যাবেন। আর অ্যাপটিতে অটোমেটিক সেভ অপশন রয়েছে। যার ফলে আপনাকে ম্যানুয়ালি কল রেকর্ডিং সেভ করতে হচ্ছে না।

আরো পড়ুনঃ  মেয়েদের জন্য কোন ইঞ্জিনিয়ারিং ভালো

এর পাশাপাশি অনলাইন ব্যাকআপ সুবিধা পাবেন। এতে করে আপনার কল রেকর্ডিং সুরক্ষিত থাকবে। বর্তমানে এই অ্যাপটি খুবই জনপ্রিয়।

আপনি যদি অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করতে চান, তাহলে আমি বলব Truecaller এই অ্যাপটি ডাউনলোড করুন।

কারণ এটি আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। তাদের অ্যাপ গুগল প্লে স্টোরে আছে। সার্চ করে ডাউনলোড করে নিন।

কেন অটোমেটিক কল রেকর্ডার ব্যবহার করবেন?

  • গুরুত্বপূর্ণ কথোপকথন মনে রাখতে সাহায্য করে
  • ব্যবসায়িক কল সংরক্ষণে সহায়ক
  • ঠিকানা, ফোন নম্বর, নির্দেশনা ইত্যাদি পরে শুনে নেওয়া যায়
  • প্রমাণ হিসেবে প্রয়োজন হলে কল রেকর্ড কাজে লাগে

উপসংহার

উপরের পাঁচটি অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ বর্তমানে সবচেয়ে কার্যকর ও জনপ্রিয়। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারেন।

তবে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল গুলোতে অটোমেটিক কল রেকর্ডার দেওয়া থাকে। যার ফলে আপনার আলাদাভাবে অ্যাপ ইন্সটল করা নাও লাগতে পারে।

এজন্য প্রথমে আপনার মোবাইলের সেটিং এ চেক করে দেখুন কল রেকর্ডিং ফিচার আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাপ ইন্সটল করার প্রয়োজন নেই। আর যদি আপনার ফোনে কল রেকর্ডিং ফিচার না থাকে, সেক্ষেত্রে উপরের দেখানো যেকোন একটি কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

Leave a Comment