ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? আপডেট তথ্য

বর্তমানে অনেকেই কমবেশি আমরা অনলাইনে ইনকাম করার জন্য ব্লগিং ওয়েবসাইট খুলে থাকি। ব্লগিং ওয়েবসাইট খুলে ইনকাম করার জন্য মনিটাইজেশন পেতে হয়। ইউটিউবের মতো ব্লগিং ওয়েবসাইটে মনটাইজেশন নিয়ে বিভিন্ন উপায়ে ইনকাম করা সুযোগ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যারা নতুন ব্লগিং ওয়েবসাইট খুলেন তারা প্রায় প্রশ্ন করে থাকেন “ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?  আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের আর্টিকেলে আমরা হাজির হয়েছি। ব্লগিং ওয়েবসাইট খুলে ইনকাম করার জন্য কি কি approval প্রয়োজন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? 

বর্তমান ডিজিটাল যুগে ব্লগিং শুধু শখ নয়, একটি পূর্ণাঙ্গ ইনকামের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে ব্লগ থেকে অর্থ উপার্জন করতে হলে কিছু নির্দিষ্ট এপ্রুভাল বা অনুমোদন পেতে হয়। এই এপ্রুভালগুলো না পেলে বিজ্ঞাপন দেখানো, অ্যাফিলিয়েট মার্কেটিং বা অন্য কোন ইনকাম উৎসে যুক্ত হওয়া সম্ভব হয় না।

এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানবো, ব্লগ থেকে আয় করার জন্য কোন কোন এপ্রুভাল দরকার হয় এবং কীভাবে সেগুলো পাওয়া যায়।

১. গুগল অ্যাডসেন্স (Google AdSense) এপ্রুভাল

ব্লগিং ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম যে পদ্ধতি রয়েছে সেটি হল গুগল এডসেন্স (Google AdSense)। আপনার ব্লগিং ওয়েবসাইটে গুগল এডসেন্স অনুমোদন পেলেই আপনি ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স এর মাধ্যমে সহজে ব্লগিং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো যায়।

আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক থাকলেই গুগল এডসেন্স সহজে অনুমোদন পাবেন। বর্তমানে ব্লগিং করে সবচেয়ে বেশি ইনকাম করার অন্যতম উপায় হলো গুগল এডসেন্স। তাই যারা বেশিরভাগ ব্লগিং শুরু করে তারা গুগল এডসেন্স অনুমোদন নিতে চাই।

আরো পড়ুনঃ অনলাইন জব বিকাশ পেমেন্ট: ইনকামের ৫টি উপায়

আরো পড়ুনঃ ১২টি সেরা গেম খেলে টাকা আয় app

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্লগ মনিটাইজেশন প্ল্যাটফর্ম হল এই গুগল এডসেন্স। যদি আপনার ব্লগিং করে প্রচুর ইনকাম করার চিন্তাভাবনা থাকে তাহলে এই গুগল এডসেন্স থেকে ইনকাম করতে পারেন। আমি নিজে প্রতি মাসে গুগল এডসেন্স থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করে থাকি।

ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?
ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?

ব্লগিং ওয়েবসাইটে গুগল এডসেন্স অ্যাপ্রোভাল পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। নিম্নে শর্তগুলো আলোচনা করা হলোঃ

  • ব্লগিং ওয়েবসাইটে ইউনিক ও মানসম্মত কনটেন্ট থাকতে হবে
  • ব্লগিং সাইটে ১৫-২০টি আর্টিকেল পাবলিশ থাকা লাগবে
  • প্রতিটি পোস্টে ১,০০০+ শব্দ হলে ভাল হয়।
  • প্রাইভেসি পলিসি, টার্মস, অ্যাবাউট পেজ থাকতে হবে
  • মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন খুবই কার্যকরী approval পাওয়ার জন্য
  • কপিরাইট মুক্ত ছবি ও টেক্সট ব্যবহার
আরো পড়ুনঃ  অনলাইন জব বিকাশ পেমেন্ট: ইনকামের ৫টি উপায়

উল্লেখিত শর্তগুলো পূরণ করলে সহজেই আপনি ব্লগিং সাইটে গুগল এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন। আর একবার অনুমোদন পেলেই গুগল এডসেন্স এর মাধ্যমে সারাজীবন আনলিমিটেড ইনকাম করতে পারবেন।

২. Adsterra 

ব্লগিং ওয়েবসাইট মনিটাইজেশন নিয়ে ইনকাম করার আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Adsterra। এই প্লাটফর্ম থেকে ব্লগিং ওয়েবসাইট মনিটাইজেশন করেও আপনি আনলিমিটেড আয় করতে পারবেন। শুধু মাত্র আপনার ব্লগিং ওয়েবসাইটের ট্রাফিক থাকতে হবে।

অর্থাৎ আপনার ব্লগিং ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকলেই আপনি Adsterra মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি যদি এডসেন্সের বিকল্প হিসেবে কোন প্লাটফর্ম খুজে থাকেন সে ক্ষেত্রে এই অ্যাড্রেসটা প্লাটফর্মটি ব্যবহার করতে পারেন। এখানেও এডসেন্সের মতো মনিটাইজেশন সিস্টেম রয়েছে।

আপনি এখানে Adsterra প্ল্যাটফর্মে ব্লগিং সাইট মনিটাইজেশন করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই প্লাটফর্মটিতে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন শর্ত নেই।

যদি আপনি গুগল এডসেন্স অনুমোদন না পেয়ে থাকেন সে ক্ষেত্রে বিকল্প হিসেবে বেশি ইনকাম করার জন্য Adsterra প্ল্যাটফর্মটিতে মনিটাইজেশন অনুমোদন নিতে পারেন। Adsterra প্লাটফর্মে মনিটাইজেশন অনুমোদন পাওয়া খুবই সহজ।

শুধু মাত্র আপনার ওয়েবসাইট থাকলেই সেখানে আপনি সরাসরি এই সাইট থেকে অনুমোদন পেতে পারেন। যদিও গুগল এডসেন্স এর মত Adsterra প্লাটফর্ম থেকে খুব একটা বেশি ইনকাম হয় না। তবুও আপনি গুগল এডসেন্স এর বিকল্প হিসেবে এই প্লাটফর্মে ব্যবহার করতে পারেন।

যদি আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স অনুমোদন না থাকে সে ক্ষেত্রে Adsterra প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। যারা প্রশ্ন করেন ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? তাদেরকে বলব ব্লগ থেকে আয় করার জন্য গুগল এডসেন্স , Adsterra এর এপ্রুভাল প্রয়োজন।

পেমেন্ট পদ্ধতিঃ WebMoney ,Bitcoin ,Usdt ইত্যাদি। প্রতি মাসে দুইবার পেমেন্ট পাবেন। প্রথম মাসের 1 থেকে 2 তারিখে পেমেন্ট দেওয়া হয়। আর দ্বিতীয় পেমেন্ট দ্বিতীয় সপ্তাহের ১৬ থেকে ১৭ তারিখের মধ্যে দেওয়া হয়ে থাকে। সর্বনিম্ন ৫ ডলার হলেই WebMoney এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৩. Ezoic

যদি এডসেন্সের বিকল্প হিসেবে ভালো কোন অ্যাড নেটওয়ার্ক খুজে থাকেন সে ক্ষেত্রে Ezoic প্লাটফর্মটি দেখতে পারেন। Ezoic প্ল্যাটফর্ম এর মাধ্যমে ব্লগিং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো যায়। যদি আপনি গুগল এডসেন্স অনুমোদন না পান সেক্ষেত্রে Ezoic প্ল্যাটফর্ম ব্যবহার করে মনিটাইজেশন অনুমোদন নিতে পারেন।

এই প্লাটফর্মে গুগল এডসেন্স এর মত বেশি ইনকাম না হলেও, CPC ও CPM রেট অনেক সময় বেশি হয়। যার ফলে মাঝারি লেভেলের ইনকাম করা সম্ভব হয়।

যদি ব্লগিং ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি আয় করতে চান সেক্ষেত্রে গুগল এডসেন্স অনুমোদন নিন। আর যদি গুগল এডসেন্স অনুমোদন না পান তাহলে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক গুলো ব্যবহার করুন। যেখান থেকে সামান্য হলেও ইনকাম করা সম্ভব। ব্লগিং ওয়েবসাইটে Ezoic এপ্রুভাল পাওয়ার কিছু শর্ত রয়েছে তা হলঃ

  • মিনিমাম ১০,০০০ মাসিক ভিজিটর (Ezoic এর জন্য)
  • ইউনিক ও নিয়মিত আপডেট হওয়া কনটেন্ট
  • ইউজার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি লেআউট
আরো পড়ুনঃ  ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট ১২টি সেরা উপায়ে

৪. PropellerAds

PropellerAds একটি CPM (Cost Per Mille) ভিত্তিক অ্যাড নেটওয়ার্ক, যারা সাধারণত পুশ নোটিফিকেশন, পপ-আন্ডার ও নেটিভ বিজ্ঞাপন প্রদর্শন করে। এই প্লাটফর্ম এর মাধ্যমেও আপনি ব্লগিং ওয়েবসাইট মনিটাইজেশন করতে পারবেন।

PropellerAds প্ল্যাটফর্ম টি নিজস্ব বিজ্ঞাপন আপনাদের ব্লগিং সাইটে প্রদর্শন করবে। আপনার সাইটে যদি প্রচুর ট্রাফিক থাকে তখনই আপনি এই প্লাটফর্ম থেকে বেশি পরিমাণ করতে পারবেন।

সুবিধাঃ

  • ছোট ব্লগারদের জন্যও সহজ এপ্রুভাল
  • রিয়েল-টাইম রিপোর্টিং
  • পেমেন্ট প্রতি সপ্তাহে (Payoneer, Skrill, WebMoney)

অসুবিধাঃ

  • কিছু বিজ্ঞাপন ইউজার এক্সপেরিয়েন্স কমিয়ে দিতে পারে
  • Adsense এর মতো High CPC নাও পেতে পারেন

৫. Media.net

Media.net হলো Yahoo ও Bing এর অ্যাড নেটওয়ার্ক, যা কনটেক্সচুয়াল অ্যাডস ব্যবহার করে। এটিও একপ্রকার থার্ড পার্টি অ্যাড network company যা ব্যবহার করে আপনি ব্লগিং ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন।

গুগল এডসেন্স এর মত এই সাইট ব্লগিং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখায় এবং আমাদেরকে ইনকামের সুযোগ দেয়। যদি গুগল এডসেন্স ছাড়া অন্য কোন পদ্ধতিতে মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে Media.net ব্যবহার করতে পারেন।

সুবিধাঃ

  • Google AdSense এর বিকল্প হিসেবে অনেক ভালো
  • হাই CPC কিওয়ার্ডে বেশি আয়
  • ভালো কনটেন্ট ও ট্র্যাফিক থাকলে অনেক দ্রুত এপ্রুভাল

অসুবিধাঃ

  • ট্র্যাফিক মূলত ইউএস/ইউকে/কানাডা থেকে হলে ভালো রেজাল্ট
  • এপ্রুভাল তুলনামূলক কঠিন

৬. Monumetric

Monumetric একটি প্রিমিয়াম এড নেটওয়ার্ক, যারা পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখায় এবং এখানে RPM তুলনামূলকভাবে অনেক বেশি।

সুবিধাঃ

  • বিজ্ঞাপন ইউজার ফ্রেন্ডলি
  • RPM বেশি, বিশেষ করে মিড সাইজ ব্লগারদের জন্য

অসুবিধাঃ

  • মিনিমাম ১০,০০০ মাসিক পেজভিউ থাকতে হবে
  • Starter Plan-এর জন্য $99 সেটআপ ফি দিতে হয়

৭. AdThrive

AdThrive মূলত হাই ট্রাফিক ও প্রফেশনাল ব্লগারদের জন্য তৈরি করা একটি প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক। আপনাদের মধ্যে যারা প্রফেশনাল ব্লগার রয়েছেন তারা চাইলে এই AD নেটওয়ার্ক ব্যবহার করে ইনকাম করতে পারেন। এখানে হাই সিপিএম পাওয়ার সম্ভবনা রয়েছে।

সুবিধাঃ

  • হাই এফিলিয়েট ও ব্র্যান্ড এডস
  • RPM অত্যন্ত বেশি
  • SEO, কনটেন্ট ও ডিজাইন নিয়ে সাপোর্ট

অসুবিধাঃ

  • মিনিমাম ১ লাখ মাসিক পেজভিউ দরকার
  • ট্র্যাফিকের ৭৫% ইউএস, ইউকে বা কানাডা থেকে হতে হবে

৮. Infolinks

Infolinks ইন-টেক্সট ও ইন-ফ্রেম অ্যাড ব্যবহার করে আয় করার সুযোগ দেয়। ছোট ব্লগারদের জন্যও উপযুক্ত। মূলত যাদের ওয়েবসাইটের ট্রাফিক কম এবং কন্টেন্ট সংখ্যা কম রয়েছে তারা চাইলে এই সাইট ব্যবহার করে মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারেন। ছোট ব্লগিং ওয়েবসাইটের জন্য Infolinks প্ল্যাটফর্মটি খুবই ভালো কাজ করে।

সুবিধাঃ

  • ইনস্ট্যান্ট এপ্রুভাল
  • ওয়েবসাইটে স্পেস কম নিয়ে কাজ করে
  • Google AdSense এর সাথেও ব্যবহার করা যায়

অসুবিধাঃ

  • CPC তুলনামূলক কম
  • কনটেন্টের মাঝে অ্যাড এসে ইউজার এক্সপেরিয়েন্স কমাতে পারে
আরো পড়ুনঃ  ১২টি বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ নিন

৯. SHE Media

SHE Media বিশেষভাবে মহিলা ব্লগারদের জন্য তৈরি করা হয়েছে, যারা লাইফস্টাইল, ফ্যাশন, হেলথ, পারেন্টিং, রেসিপি ইত্যাদি বিষয়ে ব্লগ লিখেন তাদের জন্য এই প্লাটফর্মটি খুবই উপযোগী। উল্লেখিত বিষয়গুলোতে কনটেন্ট লিখে আপনি এই প্লাটফর্ম থেকে আপনার সাইট মনিটাইজেশন করে প্রচুর আর্নিং করতে পারবেন।

সুবিধাঃ

  • স্পনসর কনটেন্টের সুযোগ
  • ফিমেল অডিয়েন্স হলে ইনকাম ভালো হয়
  • ব্র্যান্ড ডিল এবং সাপোর্ট

অসুবিধাঃ

  • কেবল নির্দিষ্ট কনটেন্ট টাইপ ও মহিলা ব্লগারদের জন্য
  • US Based ট্র্যাফিক বেশি প্রেফার করে

কোন প্লাটফর্মের এপ্রুভাল নিয়ে ব্লগিং সাইট থেকে বেশি আয় করা যায়

আপনি যদি ব্লগিং সাইট তৈরি করে অনেক বেশি টাকা উপার্জন করতে চান, তাহলে নিঃসন্দেহে বলবো গুগল এডসেন্স অনুমোদন নিন। একমাত্র গুগল এডসেন্স এর মাধ্যমেই ব্লগিং সাইট থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়।

গুগল এডসেন্স ছাড়াও এর বিকল্প কিছু অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেগুলো ব্যবহার করেও ইনকাম করা যায়। তবে সেই এড নেটওয়ার্ক গুলো ব্যবহার করে গুগল এডসেন্স এর মত বেশি ইনকাম করা যায় না।

যদি আপনি ব্লগিং সাইট থেকে সবচেয়ে বেশি আয় করার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই ব্লগিং সাইটে গুগল এডসেন্স অনুমোদন নিবেন।

আর গুগল এডসেন্স এর বিকল্প হিসেবে সবচেয়ে বেশি আয় করা যায় Adsrerra প্ল্যাটফর্ম থেকে। এটি ব্যবহার করেও ব্লগিং সাইট মনিটাইজেশন করা যায় এবং গুগল এডসেন্সের বিকল্প হিসেবে প্রচুর আর্নিং করা যায়।

ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? এই প্রশ্নের উত্তরে বলুন ব্লগ থেকে আয় করার জন্য গুগল এডসেন্স এপ্রুভাল প্রয়োজন হয়। কারণ গুগল এডসেন্স থেকে অনেক বেশি ইনকাম করা যায়।

লেখকের শেষ কথা

আমরা আর্টিকেলটিতে অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে তুলে ধরেছি, যেগুলো ব্যবহার করে আপনি ব্লগিং সাইট থেকে উপার্জন করা শুরু করতে পারেন। প্রথমদিকে যদি ব্লগিং সাইটে গুগল এডসেন্স অনুমোদন না পেয়ে থাকেন সে ক্ষেত্রে অন্যান্য এড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করুন।

তবে আপনার ইচ্ছা যদি গুগল এডসেন্স থেকে ইনকাম করার হয়ে থাকে, তাহলে মানসম্মত কনটেন্ট লিখে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করুন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব সহজেই গুগল এডসেন্স অনুমোদন পাবেন এবং বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারবেন।

আশা করছি ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? এই প্রশ্নের উত্তর পুরো আর্টিকেলটিতে খুঁজে পেয়েছেন। আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আর ব্লগিং সাইট থেকে ইনকাম করার জন্য গুগল এডসেন্স ব্যবহার করুন।

Leave a Comment