ySense থেকে ডেইলি ৫০০ টাকা ইনকাম করুন সহজেই

বর্তমান সময়ে ডেইলি ৫০০ টাকা ইনকাম করা খুবই সহজ ব্যাপার। প্রচুর অনলাইন ইনকাম করার সাইট রয়েছে যেগুলো ব্যবহার করে ডেইলি ৫০০ টাকা উপার্জন করতে পারেন। আমরা আজকে আর্টিকেলে এমন একটি সাইট শেয়ার করব যেখানে আপনারা সহজেই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দৈনিক ৫০০ টাকার বেশি উপার্জন করতে পারবেন।

ySense সাইট থেকে ইনকাম করার উপায়: সম্পূর্ণ গাইড

বর্তমান সময়ে ঘরে বসে অনলাইন ইনকামের সুযোগ অনেক বেড়ে গেছে। যারা দিনে কয়েক ঘণ্টা সময় ব্যয় করে কিছু অতিরিক্ত টাকা ইনকাম করতে চান, তাদের জন্য ySense হতে পারে একটি অসাধারণ মাধ্যম।

এটি একটি বিশ্বস্ত GPT (Get Paid To) প্ল্যাটফর্ম, যেখানে ছোট ছোট কাজ করে আয় করা যায়।এই আর্টিকেলটিতে আমরা বিস্তারিতভাবে জানবো ySense থেকে কীভাবে ইনকাম করবেন এবং এই সাইট থেকে কিভাবে ডেইলি ৫০০ টাকা ইনকাম করা যায়?

ySense কী?

ySense (পূর্বে ClixSense নামে পরিচিত) একটি বৈধ অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা সার্ভে পূরণ, অ্যাপ ডাউনলোড, অফার কমপ্লিট, রেফারেল এবং মাইক্রো টাস্ক সম্পন্ন করে অর্থ উপার্জন করতে পারেন।

আরো পড়ুনঃ এসএসসি পাশে পার্ট টাইম জব করুন

এখানে ইনকাম করার প্রচুর মাধ্যম রয়েছে, শুধুমাত্র আপনাকে সাইটটিতে একাউন্ট খুলে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে হবে। সর্বনিম্ন ব্যালেন্স একাউন্টে জমা করতে পারলেই আপনি তা উত্তোলন করতে পারবেন।

আরো পড়ুনঃ অনলাইন টাইপিং জব করে সহজেই ইনকাম করে নিন

আরো পড়ুনঃ  ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার অ্যাপস ও ওয়েবসাইট

যারা ছোট ছোট মাইক্রোটাস্ক করতে পছন্দ করেন তাদের জন্য এই সাইটটি খুবই উপযুক্ত। কারণ সেটিতে ছোট ছোট কাজ করার বিনিময়ে ডলার উপার্জন করা যায়। আপনি দিনের কয়েক ঘন্টা সময় ব্যয় করে এই সাইটটি থেকে ডেইলি ৫০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারবেন।

ySense থেকে ডেইলি ৫০০ টাকা ইনকাম

ySense সাইটটি থেকে ইনকাম করার অনেক পদ্ধতি ও উপায় রয়েছে যা আমরা এখন শেয়ার করব। আপনার যদি পার্টটাইম ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই সাইটটিতে নির্দিষ্ট কিছু সময় ব্যয় করে ইনকাম করা শুরু করতে পারেন।

এই প্লাটফর্মটি থেকে নিশ্চিতভাবে টাকা ইনকাম করতে পারবেন। কারণ এটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এই প্লাটফর্ম থেকে ইনকাম করার কিছু পদ্ধতি ও উপায় নিম্নে শেয়ার করা হলোঃ

Paid Survey পূরণ করে ইনকাম

ySense-এ প্রতিদিন বিভিন্ন দেশের কোম্পানিগুলোর পক্ষ থেকে সার্ভে দেওয়া হয়। এই সার্ভেগুলো পূরণ করে আপনি প্রতিদিন কমপক্ষে 200 থেকে 500 টাকা আয় করতে পারবেন। তবে এই সাইটটিতে পেইড সার্ভে করার সুবিধা আছে।

ySense সাইট থেকে সহজেই ডেইলি ৫০০ টাকা ইনকাম
ySense সাইট থেকে সহজেই ডেইলি ৫০০ টাকা ইনকাম

পেইড সার্ভে করলে দৈনিক ৫০০ টাকার বেশি আয় করা সম্ভব হবে। কারণ এখানে পেইড সার্ভেতে বেশি ইনকাম হয়ে থাকে। এখানে প্রতিটি ফ্রি সার্ভেতে সাধারণত $0.25 থেকে $5 পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন সার্ভে করেই এখান থেকে প্রচুর আয় হয়।

টিপসঃ

  • প্রোফাইল সঠিকভাবে পূরণ করুন।
  • প্রতিদিন নিয়মিত লগইন করুন এবং ফ্রি সার্ভে চেক করুন।

অফার কমপ্লিট করে ইনকাম

ySense-এর Offer Wall-এ বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন অ্যাপ ইনস্টল, রেজিস্ট্রেশন, ভিডিও দেখা ইত্যাদি। এই কাজগুলো করে অনেক বেশি আয় করা যায়। বিশেষ করে আপনি একটি মাত্র অ্যাপ ইন্সটল করেই সর্বোচ্চ ২ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

তাছাড়াও ভিডিও দেখে ইনকাম করার সুযোগ আছে। আপনি পছন্দ মতো ফানি ভিডিও ও মজার ভিডিওগুলো দেখে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং সেগুলো এক্সচেঞ্জ করে ডলারে রূপান্তর করতে পারবেন।

আরো পড়ুনঃ  ডেইলি ৫০০ টাকা ইনকাম করার ৫টি অ্যাপস

এই সাইটটি নিয়মিত ডেইলি অফার প্রদান করে থাকে। বিভিন্ন সময়ে স্কেচ কার্ড ও লটারি করার সুযোগ দেয়। সেগুলো থেকেও আপনি ইনকাম করতে পারবেন।

রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করে আয়

আপনি এই সাইট থেকে একাউন্ট খুলে রেফার করার মাধ্যমেই প্রচুর আয় করতে পারবেন। যদি আপনার রেফার লিংক ব্যবহার করে আপনার কোন পরিচিত ব্যক্তি অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করে, তাহলে আপনি তার কাজের ইনকামের কিছু অংশ কমিশন হিসেবে পাবেন।

এই ইনকাম আপনার সারাজীবন হতে থাকবে। যতদিন আপনার রেফার লিংক থেকে কাজ হবে ততদিন আপনি কমিশন নিয়ে ফ্রি ইনকাম করতে থাকবেন। তাই রেফারেল লিংক বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই সফল রেফার করুন।

রেফারেল বোনাসঃ রেফার করা ব্যক্তি অ্যাকটিভ হলে আপনি ২০%-৩০% কমিশন পেতে পারেন।

MicroTasks

ছোট ছোট কাজ যেমনঃ ইমেইল ক্যাটাগরাইজ করা, ডেটা যাচাই ইত্যাদি করে প্রতি টাস্কে $0.01 – $0.10 ইনকাম করা যায়। এছাড়া আরো অনেক Micro Tasks আছে যেমনঃ facebook পেজ লাইক করা , ওয়েব ভিজিট করা , অ্যাপ ইন্সটল করা , গেম খেলা ইত্যাদি।

এগুলো করেও আপনি প্রতিদিন ১০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন। যদি এই সাইটে আপনি সকল কাজগুলো একসাথে করেন তাহলে খুব সহজে ডেইলি 500 টাকা ইনকাম করা যাবে। আর একটা কথা মনে রাখুন মাইক্রো টাস্ক করে বেশি ইনকাম করতে হলে নির্ভুলভাবে টাস্ক সম্পন্ন করতে হবে।

ডেইলি বোনাস এবং চ্যালেঞ্জ থেকে ইনকাম

প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক কাজ করলে Daily Checklist বোনাস পাওয়া যায়। এতে অতিরিক্ত ১০%-১৬% ইনকাম করার সুযোগ থাকে। তাই ডেইলি বোনাস ও চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করুন। ডেইলি বোনাস হিসাবে অনেক সময় ফ্রি লটারি ও স্কেচকার্ড দেওয়া হয়। এখানে আপনি ডেইলি বোনাসে ফ্রি লটারি করে কিছু টাকা আয় করতে পারবেন।

পেমেন্ট উত্তোলন করার পদ্ধতি

ySense থেকে আপনি নিম্নোক্ত মাধ্যমগুলোতে পেমেন্ট নিতে পারেনঃ

  • Payoneer (বাংলাদেশে সহজেই ব্যবহারযোগ্য)
  • Skrill
  • PayPal (যদি অ্যাকসেস থাকে)
  • Gift Cards (Amazon, Walmart ইত্যাদি)
আরো পড়ুনঃ  ১০টি সেরা উপায়ে টেলিগ্রাম থেকে ইনকাম

ySense অ্যাকাউন্ট খোলার নিয়ম

  • প্রথমেই ySense এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করুন।
  • এবার Sign Up বাটনে ক্লিক করে নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
  • তারপর ইমেইল ভেরিফিকেশন করে প্রোফাইল সেটআপ করুন।
  • প্রোফাইল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করলেই বেশি বেশি সার্ভে করে আয় করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • প্রতিদিন নির্দিষ্ট সময় ySense-এ কাজ করুন।
  • মিথ্যা তথ্য দিয়ে সার্ভে করবেন না, এতে ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
  • রেফারেল প্রোগ্রামে জয়েন করে দীর্ঘদিন ইনকাম করুন।
  • Facebook ও Reddit এর ySense গ্রুপগুলোতে অ্যাকটিভ থাকলে নতুন অফার সম্পর্কে দ্রুত জানবেন।

শেষ কথা

ySense সাইট থেকে সহজেই ডেইলি ৫০০ টাকা ইনকাম করা যায়। কিভাবে ইনকাম করবেন তা আমরা আর্টিকেলটিতে দেখিয়ে দিয়েছি। ৫০০ টাকা ইনকাম করতে অনেক টাস্ক বা ছোট ছোট কাজ করা লাগতে পারে। তাই সাইটটিতে ধৈর্য সহকারে কাজ করুন অবশ্যই ডেইলি ৫০০ টাকা আয় করতে সক্ষম হবেন।

যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করেন তাহলে অবশ্যই মাস শেষে $20 থেকে $200 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর শুরুতে ধৈর্য ধরে কাজ করুন, প্রোফাইল তৈরি করুন, নিয়মিত লগইন করে কাজ করুন ,তাহলেই আপনি ধীরে ধীরে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।

Leave a Comment