বর্তমান সময়ে ছবি আপলোড করার অনেক ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে থেকে সেরা ৫ টি জনপ্রিয় ওয়েবসাইট গুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এই ওয়েবসাইট গুলোতে আপনারা ফ্রিতেই ছবি আপলোড করতে পারবেন।
বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন, তারা এই ধরনের সাইনগুলোতে ছবি আপলোড করতে পারেন। তাছাড়াও আপনার তোলা ছবিটি দ্রুত ভাইরাল ও শেয়ার করার জন্য এই সকল প্লাটফর্ম গুলোতে আপলোড করতে পারেন। চলুন এবার ওয়েবসাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।
ছবি আপলোড করার ওয়েবসাইট
অনেক সময় আমাদের দরকার হয় অনলাইনে ছবি আপলোড করার – হোক সেটা ব্লগ, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, ফোরামে ইমেজ লিংক দেওয়া, কিংবা ফাইল ব্যাকআপ।
অবশ্যই পড়ুনঃ
কিন্তু প্রশ্ন হলো, ছবি আপলোড করার জন্য ফ্রি ও ট্রাস্টেড ওয়েবসাইট কোনটি? আজকের এই আর্টিকেলে আমরা জানবো এমন ৫টি জনপ্রিয় এবং নিরাপদ ছবি আপলোড করার ওয়েবসাইট সম্পর্কে।
১. Imgur
Imgur হলো পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফ্রি ইমেজ হোস্টিং ওয়েবসাইট। কোনো অ্যাকাউন্ট ছাড়াও আপনি এখানে ছবি আপলোড করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এখানে ছবি বা ইমেজ আপলোড করা যায়। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ছবিসহ ইমেজ আপলোড করতে পারবেন।
পাশাপাশি জিপ ইমেজ এবং শট ইমেজ ছাড়ার অপশন রয়েছে। এখানে আপনি GIF ইমেজ ও আপলোড করতে পারবেন। তাছাড়াও প্লাটফর্মটিতে ছবিগুলোতে কমেন্ট করার এবং ভোট করার সিস্টেম রয়েছে।
অর্থাৎ আপনার কোন ছবি পছন্দ হলে সেখানে আপনি কমেন্ট করতে পারবেন এবং ভোট করে ট্রেন্ডিংয়ে তুলতে পারবেন। এছাড়াও ইউজারদের TAG করেও ছবি আপলোড করতে পারবেন।
পাশাপাশি যারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং মজাদার ছবি দেখতে চান তারা এই প্লাটফর্মটিতে ভিজিট করতে পারেন। এছাড়াও Meme বা ফানি ছবি এবং GIF ইমেজ ডাউনলোড করার জন্য এই সাইটটি দেখতে পারেন। এখানে অসংখ্য ক্যাটাগরির ইমেজ আপলোড করা রয়েছে।
ফিচারঃ
- আনলিমিটেড ফ্রি ইমেজ আপলোড
- সহজ শেয়ারিং লিংক তৈরি
- রেডিট, টুইটার, ফেসবুকে সরাসরি শেয়ার করা যায়
- GIF ও ভিডিও সাপোর্ট
কেন ব্যবহার করবেনঃ যদি আপনি দ্রুত ও সহজে ছবি শেয়ার করতে চান, তাহলে Imgur হবে আপনার জন্য সেরা।
২. Postimages
ছবি আপলোড করার জন্য আরেকটি জনপ্রিয় সাইট হলো Postimages। এটি বিশেষ করে ব্লগার ও ফোরাম ইউজারদের মধ্যে জনপ্রিয়। এখানে আপনি প্লাটফর্মটিতে রেজিস্ট্রেশন ছাড়াই ইমেজ আপলোড করতে পারবেন।
আর ইমেজ আপলোড করে সরাসরি ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার লিংক পাবেন। অর্থাৎ আপনি শেয়ার করে লিংক পাবেন। তাছাড়াও যারা ইমেজের সাইজ কমাতে চান এবং রিসাইজ করতে চান, তারা চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।
তারা এখানে সাইজ করার অপশন চালু করেছে। পাশাপাশি আনলিমিটেড ছবি আপলোড করতে পারবেন। সাইটের বেশ কিছু ফিচারগুলো হলোঃ
- রেজিস্ট্রেশন ছাড়াই ছবি আপলোড
- Hotlink support (image link embed করা যায়)
- Gallery তৈরি করার সুবিধা
- একাধিক ফরম্যাট সাপোর্ট
৩. ImgBB
ImgBB একটি দ্রুত, সিম্পল ও ক্লিন ইন্টারফেসযুক্ত ফ্রি ইমেজ হোস্টিং সাইট। এখানে রেজিস্ট্রেশন ছাড়াও ইমেজ আপলোড করা যায়। তবে এখানে আপনি ফ্রিতে সর্বোচ্চ ৩২ এমবি পর্যন্ত ইমেজ আপলোড করতে পারবেন।
অর্থাৎ আপনার ইমেজ আপলোডের লিমিট শেষ হয়ে গেলে আপনাকে সাবস্ক্রিপশন প্যাক কিনে আপলোড করতে হবে। তাছাড়াও যে কোন টাইপের ছবি এখানে আপনি রিসাইজ এবং এডিট করতে পারবেন।
আরো বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট সরাসরি ভিজিট করুন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ImgBB লিখে সার্চ করুন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি পেয়ে যাবেন। এরপর ওয়েবসাইটে ঢুকে আপনি ইচ্ছামত ছবি আপলোড করুন।
ফিচারঃ
- ফ্রি ইমেজ আপলোড ও শেয়ার
- HTML ও BBCode লিংক অটো জেনারেট
- ৩২MB পর্যন্ত ফাইল সাইজ আপলোড সাপোর্ট
- এক্সপায়ার টাইম সেট করা যায় (যদি চান)
সুবিধাঃ যারা HTML বা ফোরামে ছবি শেয়ার করেন, তাদের জন্য দারুন।
৪. Google Photos
যদিও এটি মূলত ব্যাকআপ ও অর্গানাইজেশনের জন্য ব্যবহৃত হয়, তবে Google Photos ব্যবহার করে আপনি আপনার ছবি গুলো লিংকের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর গুগল ফটোস ওয়েবসাইট ও অ্যাপটিতে আপনি ছবি আপলোড করে রেখে দিতে পারবেন।
গ্যালারির মতো এখানে ছবি আপলোড করে রাখা যায়। ছবি হারানোর কোন সমস্যা থাকে না। আপনি কেন সর্বোচ্চ ১৫ জিবি পর্যন্ত ফ্রিতে ছবি আপলোড করতে পারবেন এবং জমা রাখতে পারবেন।
বর্তমানে এটি সবচেয়ে বেস্ট ছবি আপলোড করার ওয়েবসাইট, যদি আপনি স্টোরেজ এর কথা চিন্তা করে থাকেন। এখানে আপনি ব্যাকআপ হিসেবে ছবি আপলোড করে জমা রাখতে পারবেন।
অনেকেই মোবাইলে মেমোরি কার্ড থাকে না, ফোন স্টোরেজ কম হয়ে থাকে। সে ক্ষেত্রে তারা চাইলে গুগল ফটোস ব্যবহার করে ছবি আপলোড করে সংরক্ষণ করতে পারেন।
ফিচারঃ
- অটো ব্যাকআপ সুবিধা
- ক্লাউড স্টোরেজ (15GB ফ্রি)
- অ্যালবাম তৈরি ও শেয়ারিং অপশন
- গুগল অ্যাকাউন্ট থাকলেই ব্যবহারযোগ্য
৫. Flickr
Flickr হচ্ছে ফটোগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বিখ্যাত ছবি আপলোড করার ওয়েবসাইট। যারা প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে, তারা চাইলে এখানে ওয়েবসাইটটিতে প্রফেশনাল ফটো আপলোড করতে পারেন।
এখানে আপনি আনলিমিটেড স্টোরেজ পাবেন, অর্থাৎ ইচ্ছামত ছবি আপলোড করতে পারবেন। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম। তাদের একটি অ্যাপস রয়েছে সেটিও ব্যবহার করি আপনি ছবি আপলোড করতে পারবেন।
সর্বশেষ বলবো মূলত যারা ব্লগার এবং প্রফেশনাল ফটোগ্রাফার আছেন, তাদের জন্য এটি সবচেয়ে সেরা ওয়েবসাইট। কারণ আপনি এখানে নিজের তোলা ছবিগুলো শেয়ার করতে পারবেন এবং জানতে পারবেন কোন ছবিটি সবচেয়ে সেরা হয়েছে।
ফিচারঃ
- ফটো অর্গানাইজেশন
- ফ্রি অ্যাকাউন্টে ১০০০ ছবি পর্যন্ত আপলোড
- প্রফেশনাল প্রেজেন্টেশন
- শেয়ার ও এম্বেড করার লিংক
সুবিধাঃ যারা প্রফেশনাল লুকিং গ্যালারি তৈরি করতে চান, তাদের জন্য Flickr পারফেক্ট।
শেষ কথা – ছবি আপলোড করার ওয়েবসাইট
অনলাইনে ছবি আপলোড করা এখন আর কঠিন নয়। আপনি যদি ব্লগে ইমেজ ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, বা ব্যক্তিগতভাবে ছবি সংরক্ষণ করতে চান, উপরের যেকোনো একটি ফ্রি ছবি আপলোড করার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি