আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চান, তাহলে ফ্রি ক্যাশ এপটিতে কাজ করে ইনকাম করতে পারেন। এটি মূলত মাইক্রো জব সাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে উপার্জন করতে পারবেন।
ফ্রি ক্যাশ সাইট থেকে প্রতিদিন 400 টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে এই সাইট থেকে দৈনিক ৪০০ টাকা আয় করবেন তা জানতে শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
বর্তমানে অনলাইনে ইনকামের অনেক মাধ্যম থাকলেও Freecash এমন একটি জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট, যেখান থেকে আপনি ছোট ছোট কাজ করে দৈনিক ইনকাম করতে পারেন।
বিশেষ করে যারা ছাত্র-ছাত্রী, বেকার যুবক বা ঘরে বসে বাড়তি ইনকাম করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ প্ল্যাটফর্ম।
Freecash কি
Freecash.com একটি GPT (Get-Paid-To) সাইট যেখানে আপনি ছোট ছোট টাস্ক করে টাকা ইনকাম করতে পারেন। এখানে সাইটটিতে আপনারা ফ্রিতে সাইনআপ করে বিভিন্ন ধরনের টাস্ক সম্পন্ন করে ইনকাম করতে পারবেন। এই সাইটের অন্যতম আকর্ষণ হল এখানে গেম খেলে ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব আইডিয়া
আপনি যদি গেম খেলতে ভালবাসেন তাহলে এই সাইটে গেম খেলে প্রচুর আয় করতে পারবেন। এখানে গেম ডাউনলোড করে গেমের লেবেল গুলো সম্পন্ন করতে হয় প্রতিটি লেভেলে রিওয়ার্ড পাওয়ার সুযোগ রয়েছে।
আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় করার অ্যাপ
আর এখানে আপনি গেম ডাউনলোড করে গেমের সকল লেভেলগুলো খেলে ২ থেকে ৩০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন ফ্রি ক্যাশ সাইটে কি কি টাস্ক করা যায়। আপনি এখানে প্রায় সকল ধরনের ছোট ছোট ফ্রিল্যান্সিং টাস্কগুলো করতে পারবেন। টাস্ক গুলো হলঃ
- সার্ভে পূরণ
- অ্যাপ ডাউনলোড
- গেম খেলে নির্দিষ্ট লেভেল পার হওয়া
- অফার কমপ্লিট
- রেফার করে ইনকাম
এই সাইটটি ২০২০ সালে চালু হয় এবং এরই মধ্যে কয়েক মিলিয়ন ইউজার এখানে ইনকাম করছেন। সবচেয়ে ভালো দিক হলো, এখানে পেমেন্ট খুবই ফাস্ট এবং ট্রাস্টেড।
যেভাবে ফ্রি ক্যাশ সাইটে একাউন্ট খুলবেন
খুব সহজেই ফ্রি ক্যাশ সাইটে একাউন্ট খোলা যায়। আপনি যদি ফ্রি ক্যাশ সাইট থেকে সাইন আপ বোনাস নিতে চান সে ক্ষেত্রে রেফার কোড ব্যবহার করুন। রেফার কোড ব্যবহার করলে সাইন আপ বোনাস হিসাবে ২ ডলার থেকে ২৫০ ডলার পর্যন্ত যেতে পারেন। নিম্নে ফ্রি ক্যাশ সাইটে একাউন্ট খোলার নিয়ম আলোচনা করা হলোঃ
- প্রথমে freecash.com সাইটে ভিজিট করুন
- এখন আপনি চাইলে Google বা Email দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
- এখানে আপনি চাইলে সরাসরি জিমেইল দিয়ে পাসওয়ার্ড ছাড়াই একাউন্ট খুলতে পারবেন।
- তবে আপনি ইমেইল বা জিমেইল দিয়ে পাসওয়ার্ড সেট করেও একাউন্ট খুলতে পারবেন।
- আর যদি সাইন আপ বোনাস নিতে চান তাহলে রেজিস্ট্রেশনের সময় রেফার কোড ব্যবহার করুন।যেমনঃ রেফার কোডঃ BONUS2025 (উদাহরণ)
এবার একাউন্ট খুলার পর আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন, যেখানে ইনকাম করার বিভিন্ন অপশন পাবেন।
Freecash থেকে প্রতিদিন 400 টাকা ইনকাম করার উপায়
ফ্রি ক্যাশ সাইট থেকে অনলাইনে প্রতিদিন 400 টাকা ইনকাম করতে চান, তাহলে নিম্নের পদ্ধতি ও উপায় গুলো অনুসরণ করুন।
সার্ভে সম্পন্ন করে ইনকাম
Freecash এ রয়েছে বিভিন্ন কোম্পানির পেইড সার্ভে। প্রতিটি সার্ভে শেষে আপনি ২০ সেন্ট থেকে ২ ডলার পর্যন্ত পেতে পারেন। এই সাইটে যদি সহজ উপায়ে প্রতিদিন ৪০০ টাকা আয় করতে চান, তাহলে আমি বলব সার্ভে করা শুরু করুন।
এখানে পেইড সার্ভে করলে প্রচুর আর্নিং করা সম্ভব। কারণ সেই সার্ভেতে বেশি ইনকাম দেওয়া হয়। তবে ফ্রি সার্ভে করার উপায় রয়েছে, যেখানে আপনি ফ্রি সার্ভে করে রেগুলার ১০০ থেকে ২০০ টাকা বা তার বেশি আয় করতে পারবেন। সার্ভে করে বেশি ইনকাম করার টিপসঃ
- Honest অর্থাৎ সঠিক উত্তর দিন
- VPN ব্যবহার করবেন না
- প্রোফাইল ঠিকঠাক পূরণ করুন
অ্যাপ ইন্সটল ও ইউজ করে ইনকাম
এই ফ্রী ক্যাশ সাইট থেকে অ্যাপ ইন্সটল এর কাজগুলো করলে ভালো পরিমান ইনকাম করা যায়। এখানে আপনি অ্যাপ ইন্সটল করে ব্যবহার করে দৈনিক আয় করতে পারবেন।
বিশেষ করে গেমিং অ্যাপ গুলো ডাউনলোড করে গেমের প্রতিটি লেভেল পার করলেই ২০ থেকে ৩০ সেন্ট ইনকাম করা যায়। আর সর্বশেষ গেমটির সকল লেভেল খেলে সম্পূর্ণ করলেই ২ থেকে ৩ ডলার রিওয়ার্ড পেয়ে যাবেন।
এছাড়াও এই সাইটে গেমিং অ্যাপ ডাউনলোড ছাড়াও আরো বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো ডাউনলোড করে আপনি যদি ফিডব্যাক দিতে পারেন তাহলে আয় করতে পারবেন।
অর্থাৎ অ্যাপ গুলো ব্যবহার করার পর রিভিউ প্রদান করতে হবে। সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানি তাদের অ্যাপ গুলোর রিভিউ নেওয়ার জন্য এই কাজগুলো দিয়ে থাকে।
অফার ওয়াল টাস্ক করে আয়
Freecash এর “Offer Wall” সেকশনে বিভিন্ন ধরনের টাস্ক থাকে যেমনঃ
- সাইটে সাইন আপ করা
- ফ্রি ট্রায়াল নেওয়া
- ভিডিও দেখা ইত্যাদি
এই টাস্ক গুলো করে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এখানে প্রতি টাস্কে $০.২৫ থেকে $৫ পর্যন্ত আয় করা সম্ভব। তাই দেরি না করে আজই সাইটটিতে রেজিস্ট্রেশন করে কাজ করে ইনকাম করা শুরু করুন।
রেফার করে ইনকাম
ফ্রি ক্যাশ সাইট থেকে প্রতিদিন 400 টাকা ইনকাম ইনকাম করতে চাইলে বেশি বেশি রেফার করুন। আপনার রেফার কোড ব্যবহার করে অন্য কোন ব্যক্তি অ্যাকাউন্ট খুলে কাজ করলেই আপনি রেফার বোনাস পেতে থাকবেন।
যেই ব্যক্তি আপনার রেফারে একাউন্ট খুলবে এবং সেই ব্যক্তি যদি ইনকাম করতে থাকে তাহলে আপনি তার ইনকামের কিছু অংশ পেতে থাকবেন। এখানে মূলত যত বেশি রেফার, তত বেশি প্যাসিভ ইনকাম হবে।
ডেইলি চ্যালেঞ্জ ও বোনাস স্পিন
প্রতিদিন কিছু নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করলে আপনি স্পিন বা রিওয়ার্ড চেস্ট পেতে পারেন, যেখানে $১০ পর্যন্ত ইনকাম হবার সুযোগ থাকে। তাই প্রতিদিনের ডেইলি চ্যালেঞ্জ অফার গুলো কমপ্লিট করুন তাহলে সর্বোচ্চ ১০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। যা বাংলাদেশী টাকায় এক হাজার টাকা হয়।
Freecash থেকে টাকা উত্তোলনের উপায়
Freecash থেকে ইনকামের পর আপনি নিচের মাধ্যমে টাকা তুলতে পারেনঃ
- PayPal ($৫ থেকে শুরু)
- Bitcoin, Ethereum, Litecoin, Dogecoin
- Gift Cards (Amazon, Google Play, Steam, Netflix)
- Visa & Mastercard Prepaid Cards
উল্লেখিত পেমেন্ট পদ্ধতিতে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে এই সাইটে কাজ করবেন তারা অবশ্যই Visa & Mastercard Prepaid Cards এর মাধ্যমে পেমেন্ট নিবেন। তবে আপনি চাইলে ক্রিপ্টো কারেন্সি পদ্ধতিতে পেমেন্ট নিয়ে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন।
পেমেন্ট টাইমঃ বেশিরভাগ সময় ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
ইনকাম করার বোনাস টিপস
- প্রথম দিকে ছোট টাস্ক করুন, পরে বড় সার্ভে ও অফারগুলো ট্রাই করুন
- আর বেশি ইনকাম করার জন্য সাইটটি থেকে গেম ডাউনলোড করে খেলুন
- ফেসবুক গ্রুপ বা ইউটিউব টিউটোরিয়াল দেখে বেস্ট অফার খুঁজুন
- প্রতিদিন কাজ করলে মাসে $৫০-$২০০ আয় সম্ভব
freecash অ্যাপ ডাউনলোড করার নিয়ম
ফ্রি ক্যাশ সাইটের নিজস্ব অ্যাপ রয়েছে। তাদের প্ল্যাটফর্মের পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেটি আপনি মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করে টাস্ক গুলো সম্পূর্ণ করে ইনকাম করতে পারবেন। আপনি যেকোনো মাধ্যমে আয় করতে পারবেন।
তাদের অফিসিয়াল সাইট থেকেও ইনকাম করা যাবে। তবে আপনি চাইলে অ্যাপ ডাউনলোড করেও আয় করতে পারেন।freecash অ্যাপ ডাউনলোড করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যান।
এরপর freecash লিখে সার্চ করুন। এখন আপনি freecash এর অফিসিয়াল অ্যাপ্লিকেশন পাবেন সেখানে ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন।
শেষ কথা – প্রতিদিন 400 টাকা ইনকাম
Freecash এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ইনকাম করতে পারেন।
শুধু সঠিকভাবে টাস্কগুলো করতে হবে এবং নিয়ম মেনে চললেই আপনি প্রতিদিন কিছু না কিছু আয় নিশ্চিত করতে পারবেন। মূল কথা সঠিক নিয়মে কাজ করলে ফ্রি ক্যাশ সাইট থেকে প্রতিদিন 400 টাকা ইনকাম করা সম্ভব।
আপনার যদি এই পোস্ট ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না। আপনি চাইলে এই ধরনের আরও ইনকাম গাইড পেতে আমাদের সাইটে ভিজিট করতে পারেন।

আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি