অনেকে আমরা মিল্ক শেক সেবন করে থাকি, কিন্তু এর উপকারিতা সম্পর্কে জানি না। এর পাশাপাশি অনেকেই ওজন বাড়ানোর জন্য মিল্ক শেক সেবন করে থাকেন।
আসলেই কি মিল্ক শেক ওজন বাড়ে? যদি বিষয়গুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ সম্পূর্ণ আর্টিকেলে মিল্ক শেক এর দাম কত বাংলাদেশে ও মিল্ক শেক খেলে কি ওজন বাড়ে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
মিল্কশেক এর উপকারিতা সহ মিল্ক শেক এর দাম জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল।
মিল্ক শেক খেলে কি ওজন বাড়ে?
প্রিয় বন্ধুরা আপনারা কি ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই মিল্কশেক খেয়ে ওজন বাড়াতে পারবেন। ওজন বাড়ানোর ক্ষেত্রে মিল্ক শেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আপনি যদি রোগা চিকন শরীর থেকে মোটা এবং ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই মিল্ক সেক খেতে পারেন।
মিল্ক শেক এ রয়েছে উচ্চ ক্যালরি উপাদান তাছাড়াও এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন সহ পুষ্টিকর উপাদান যা আপনার ওজন বাড়াতে সাহায্য করতে পারে। এটি যেমন খেতে সুস্বাদু তেমনি এটি ওজন বাড়াতেও কার্যকারী।
আরো পড়ুনঃ সিনকারা সিরাপ খেলে কি শরীর মোটা হয়
আরো পড়ুনঃ শিমুলের কাঁচা মূল খেলে কি হয়
সাধারণত মিল্ক শেক এ রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান যেমন ভিটামিন বি৬ , অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের ক্যালরিযুক্ত উপাদান রয়েছে তাছাড়া রয়েছে চিনি যা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে।
এসব মিল্ক শেক সাধারণত বাদাম , দুধ , বিভিন্ন ধরনের ফল, মিষ্টি কুমড়া ও খেজুর সহ বিভিন্ন ধরনের উপাদান একত্রে করে তৈরি করা হয়ে থাকে। যেটি পায় ৬০টি উপাদান নিয়ে তৈরি করা হয়। যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর ঘাটতি পূরণ করে এবং আপনি অতি সহজেই মিল্ক শেক খেয়ে ওজন বাড়াতে পারেন।
তাই আপনার ওজন বাড়াতে চাইলে খাদ্য চাট এ মিল্কশেক অন্তর্ভুক্ত করতে পারেন। যেটি আপনার ওজন বাড়ানোর সাথে সাথে আপনার পেশি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে।
মিল্ক শেক এর দাম কত বাংলাদেশে
- Milky Way Chocolate Milk Shake Drink – চকোলেট মিল্ক শেক ৩৫০ মিলি গ্রাম এর দাম ৮০০ টাকা
- Savoury Milkshake Premix Vanilla – মিল্ক শেক ভ্যানিলা ১০০ গ্রাম এর দাম ১৮০ টাকা
- Maltese R’s Chocolate Milk Shake Drink – চকোলেট মিল্ক শেক ৩৫০ মিলি গ্রাম এর দাম ৭০০ টাকা
মিল্ক শেক এর উপকারিতা
আমরা এই অংশটিতে বিস্তারিত মিল্ক শেক এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। নিম্নে উপকারিতা গুলো আলোচনা করা হলোঃ
- মিল্ক শেক এ রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান যা আপনার শরীরের পুষ্টিকর ঘাটতি পূরণ করতে সহায়তা করে থাকবে। আর এই মিল্কশেক একটি উপাদানের ভরপুর বলা হয়ে থাকে।
- তাছাড়াও মিল্কশেকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে।
- আপনার শরীরে যদি কার্বোহাইড্রেট এর ঘাটতি হয়ে থাকে তাহলে আপনি মিল্কশেক গ্রহণ করার মাধ্যমে শরীরের কার্বোহাইড্রেট এর ঘাটতি পূরণ করতে পারবেন।
- এতে রয়েছে ভিটামিন সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান যা আপনার ওজনকে বানাতে সহায়তা করতে পারে।
- তাছাড়া ও জানা গেছে এটি খেলে আপনার হাটকে সুস্থ রাখতে সহায়তা করতে পারে।
- এছাড়াও আপনার মস্তিষ্ক ফ্রেশ রাখতে সহায়তা করে থাকে এই মিল্কশেক খাওয়ার ফলে।
- মিল্ক শেকে বিভিন্ন ধরনের প্রোটিন ও ভিটামিন যা আপনার পেশী গঠন করতে সহায়তা করতে পারে এবং শরীরের স্বাস্থ্য ও শরীরের হাড় মজবুত করতে পারে।
- তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার হলো এটি আপনার স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুনে বাড়িয়ে দিবে।
- তা ছাড়া জানা গেছে এই মিল্কশেকে রয়েছে ভিটামিন ডি , ভিটামিন বি সহ বিভিন্ন ধরনের ভিটামিন যা আপনার ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে।
- তাছাড়াও এই মিল্ক সেক গুলো দুধসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্যের উপাদান দ্বারা তৈরি যার ফলে এতে রয়েছে দুধের ক্যালসিয়াম সহ প্রোটিন যা আপনার দাঁতকে মজবুত , হাড়কে শক্তিশালী করতে সহায়তা করে থাকে।
- এই মিল্কশেক বাড়ন্ত ছেলেদের অথবা মেয়েদের খাওয়ালে তাদের শরীরে হাড় বৃদ্ধি পাবে এবং শরীরের হাড় গঠনে সহায়তা করে থাকে। তাছাড়াও শরীরের হাড় সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাড়ন্ত বয়সে ছেলে মেয়ে উভয় এগুলো খাওয়াতে পারেন।
- তাছাড়া এটিতে রয়েছে এক প্রকার এন্টিঅক্সিডেন্ট যেটি আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে সহায়তা করবে।
মিল্ক শেক এর অপকারিতা
আপনারা অনেকে জানেন মিল্কশেক উপকারিতার পাশাপাশি সাধারণত কিছু অপকারিতা করে থাকে যেগুলো আমরা এখন জানব।
- যাদের ত্বকে এলার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এলার্জি বেড়ে যেতে পারে। তবে এটি সাধারণত কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে। এলার্জি হল শারীরিক সমস্যা। এটি যে কারোর যেকোন খাবারে হতে পারে। তবে আপনার যদি মিল্ক সেকে অ্যালার্জি থাকে তাহলে খাওয়া থেকে বিরত থাকতে পারেন।
- তাছাড়া যারা শুধুমাত্র প্রোটিন ও পুষ্টিকর উপাদানের জন্য মিল্কশেক খাচ্ছেন তাদের অবশ্যই মনে রাখা উচিত এটি খাওয়ার ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে।
- এছাড়া অনেকের এই মিল্কশেক খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। আপনার হজমে সমস্যা রয়েছে কিনা সেটি পরীক্ষা করতে মিল্ক সেক খেয়ে দেখুন।
- তাছাড়াও মিল্ক শেকে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সহ চিনিযুক্ত উপাদান রয়েছে যার ফলে এটি খাওয়া হলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস মাত্রা বেড়ে যেতে পারে।
- এছাড়াও এই মিল্ক শেক অধিক ফ্যাট যুক্ত স্যাচুরেটেড উপাদান নিয়ে তৈরি যার ফলে এটি অধিক পরিমাণে খেলে আপনার শরীরে ফ্যাট জমা হতে পারে।
- তাছাড়াও আপনি যদি অধিক পরিমাণে বানানো মিল্ক শেক খেয়ে ফেলেন তাহলে আপনার বদহজমের সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও পেটে ব্যথা হতে পারে এবং পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।
- এটি অধিক পরিমাণে গ্রহণ করার ফলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। তবে পরিমাণ মতো খেলে তেমন কোন ক্ষতি নেই বললেই চলে শুধু আপনি উপকারী পাবেন।
মিল্ক শেক কিভাবে খেতে হয়
মিল্ক শেক বানানোর নিয়ম
মিল্ক শেক খেলে কি ওজন বাড়ে সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা- FAQs
শেষ কথা – মিল্ক শেক এর দাম কত বাংলাদেশে
মিল্ক শেক শুধুমাত্র একটি সুস্বাদু ও ঠান্ডা পানীয় নয়, এটি আমাদের শরীরের জন্য শক্তিরও একটি ভালো উৎস। তবে এটি কতটা স্বাস্থ্যকর হবে, তা নির্ভর করে ব্যবহৃত উপাদানের উপর। বাংলাদেশে মিল্ক শেকের দাম জায়গা ও মান অনুযায়ী ভিন্ন হতে পারে, তবে এটি সহজেই ঘরে তৈরি করাও সম্ভব।
যারা ওজন নিয়ে চিন্তিত, তারা স্বাস্থ্যকর উপায়ে কম চিনি ও লো-ফ্যাট দুধ ব্যবহার করে মিল্ক শেক উপভোগ করতে পারেন।
সবশেষে, মিল্ক শেক উপভোগ করা দোষের কিছু নয়, তবে এটি পরিমিত পরিমাণে গ্রহণ করাই শ্রেয়। স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি স্বাদের আনন্দও যেন বজায় থাকে, সেটাই আসল কথা!