আমরা বিভিন্ন সময়ে ভিটামিন জাতীয় ট্যাবলেট হিসেবে বেক্সট্রাম গোল্ড খেয়ে থাকি, তবে অনেকেরই মনে একটি প্রশ্ন থাকে সেটি হল বেক্সট্রাম গোল্ড খেলে কি মোটা হয়? আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আর্টিকেলটিতে আমরা হাজির হয়েছি।বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট খেলে মোটা হওয়া যায় কিনা, পাশাপাশি বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট এর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সহ সকল বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
বেক্সট্রাম গোল্ড এক প্রকার ভিটামিন জাতীয় ট্যাবলেট, যা আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। পাশাপাশি আরো অনেক উপকারিতা প্রদান করে যা জানলে হয়তো আপনি খেতে শুরু করতে পারেন।
এই ধরনের ট্যাবলেট গুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। অনেকেই মনে করেন বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট খেলে মোটা হওয়া যায়। এই বিষয় নিয়ে আমরা আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করব। বেক্সট্রাম গোল্ড খেলে কি মোটা হয়? সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আর্টিকেলের সাথে থাকুন।
বেক্সট্রাম গোল্ড খেলে কি মোটা হয়?
বেক্সট্রাম গোল্ড খেলে মোটা হয় না। অর্থাৎ আপনি বেক্সট্রাম গোল্ড খেলে মোটা হতে পারবেন না। এটি শুধুমাত্র মাল্টিভিটামিন ট্যাবলেট। শরীর মোটা হওয়ার সাথে এর কোন সম্পর্ক নেই ।আরও বলা যায় বেক্সট্রাম গোল্ড কোন ওজন বৃদ্ধির বা মোটা হওয়ার ওষুধ নয়।
অবশ্যই পড়ুনঃ বিকোজেন খেলে কি মোটা হওয়া যায়
যার কারণে আপনি এই ট্যাবলেট খেলে ওজন বাড়াতে বা মোটা হতে পারবেন না। অনেকেই এই ট্যাবলেট মোটা হওয়ার জন্য খেতে চান, তাদের জন্য এই ট্যাবলেট খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এই ট্যাবলেট শুধু ভিটামিনের চাহিদা যাদের প্রয়োজন তারা সেবন করতে পারবে।
অবশ্যই পড়ুনঃ জোভিয়া গোল্ড সিরাপ খেলে কি মোটা হয় জানুন
তাই সর্বশেষে বলা যায় বেক্সট্রাম গোল্ড খেলে মোটা হওয়া যায় না। তবে এই ট্যাবলেট যেহেতু খাবারের প্রতি রুচি বাড়ায়। এক্ষেত্রে অনেকেই বেশি বেশি খাবার খেয়ে থাকে। যার কারণে সামান্য পরিমাণ হলেও ওজন বাড়তে পারে। তবে এটি দীর্ঘস্থায়ীভাবে ওজন বৃদ্ধি করে না।
আর আপনি দীর্ঘস্থায়ীভাবে মোটাও হতে পারবেন না। এজন্য আপনারা কখনোই মোটা হওয়ার জন্য এই ট্যাবলেট সেবন করবেন না।আপনারা চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারেন। তবে আমি বলব মোটা হওয়ার জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।
আপনি প্রাকৃতিকভাবে খাবার খাওয়ার মাধ্যমে মোটা হতে পারবেন। এর জন্য আপনার দৈনন্দিন খাবারের তালিকায় পুষ্টিকর সমৃদ্ধ খাবার রাখতে হবে।
বেক্সট্রাম গোল্ড খাওয়ার নিয়ম
বেক্সট্রাম গোল্ড খাওয়ার বিশেষ তেমন নিয়ম নেই। তবে সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা। তবে এই ট্যাবলেট যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই খাবার খাওয়ার পর খাবেন। আপনারা চাইলে খাবার খাওয়ার আগেও এই ট্যাবলেট সেবন করতে পারেন।
ভালো ফলাফল পেতে দিনের যেকোনো সময়ে খাবার খাওয়ার পরে সেবন করুন। আর এই ট্যাবলেট একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ১টি করে সেবন করতে হবে।মূলত এই ট্যাবলেট প্রতিদিন ১টি করে খাবেন। আরও বিস্তারিত জানতে ডাক্তারের পরামর্শ নিন।
বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট এর উপকারিতা
আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট খেয়ে থাকেন, তবে এই ট্যাবলেট কেন সেবন করেন অথবা খেয়ে থাকেন তা হয়তো জানেন না। আর এজন্যই আমরা এখন আপনাদের জানার সুবিধার্থে বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট এর উপকারিতা গুলো আলোচনা করব।
- শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে এই ট্যাবলেট ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যেতে পারে। তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।
- যেসব ব্যক্তিরা ভিটামিনের অভাবে শারীরিক দুর্বলতা অনুভব করেছেন তারা এই ট্যাবলেট সেবন করতে পারেন। এই ট্যাবলেটটিতে থাকা ভিটামিন ও মিনারেল শারীরিক দুর্বলতা দূর করতে সহায়তা করে।
- আবার মানসিক চাপ কমাতেও বেক্সট্রাম গোল্ড ট্যাবলেটটি সহায়তা করতে পারে। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে এই ট্যাবলেট সেবন করতে পারেন।
- এক সূত্রে জানা গেছে এই ট্যাবলেট খেলে দীর্ঘমেয়াদি রোগ নিরাময় করা যায়। আপনার যদি কোন দীর্ঘমেয়াদি রোগ থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট সেবন করুন।
- তাছাড়াও সংক্রমণজনিত রোগ ও হাড়ের ক্ষয়জনিত রোগ নিরাময় করতে এই ট্যাবলেট ভালো কাজ করে থাকে। যাদের হাড় ক্ষয়জনিত রোগ রয়েছে তারা এই ট্যাবলেট সেবন করবেন। এটি আপনার হাড়ের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করবে।
- শরীরে যে কোন ধরনের আঘাত বা ক্ষত দ্রুত নিরাময় করতে এই ট্যাবলেট খেতে পারেন। এই ট্যাবলেট খেলে শরীরে প্রয়োজনীয় বাড়তি ভিটামিন বেড়ে যায়, যার ফলে যে কোন ধরনের ক্ষত বা আঘাত দ্রুত সেরে যায়।
- যাদের হজমজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেট খুবই কার্যকরী। এটি কম হজমজনিত সমস্যা দূর করতে সহায়তা করে। মূলত হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে।
- অনেক ক্ষেত্রে গর্ভকালীন সময়ে মায়েদের খাবার খাওয়ার রুচি কমে যায়। যার ফলে শিশু অপুষ্টিতে ভুগতে থাকে। এজন্য গর্ভকালীন সময়ে মায়েদের মুখের রুচি বাড়াতে এই ট্যাবলেট সেবন করাতে পারেন। এটি গর্ভাবস্থায় ক্ষুধামন্দা দূর করে এবং খাবারের প্রতি রুচি বাড়ায়।
- এছাড়াও অতিরিক্ত ডায়েটিং করার ফলে যাদের শরীরের স্বাভাবিক ওজন কমে গেছে বা শরীর চিকন হয়ে গেছে তারা চাইলে এই ট্যাবলেট সেবন করতে পারেন। এটি আপনার শরীরের ভিটামিনের চাহিদা মিটিয়ে স্বাভাবিক ওজন বজায় রাখতে সহায়তা করবে।
- অতিরিক্ত ব্যায়াম করার ফলে আমাদের শরীরে অনেক সময় ভিটামিনের ঘাটতি দেখা যায়। এজন্য আপনারা এই ট্যাবলেটটি ব্যায়াম করার পর সেবন করতে পারেন।
- বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট পরিবেশ দূষণ জনিত রোগ দূর করতে সহায়তা করে। যারা পরিবেশ দূষণ জনিত রোগে ভুগছেন তারা এই ট্যাবলেটটি খেতে পারেন।
উপরোক্ত উপকারিতা গুলো বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট খেলে পেতে পারেন। তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের নিকট পরামর্শ করে সেবন করবেন।
বেক্সট্রাম সিলভার খেলে কি হয়?
বেক্সট্রাম গোল্ড এর পাশাপাশি বেক্সট্রাম সিলভার শরীরের ভিটামিন ও মিনারেল চাহিদা পূরণ করতে পারে। তবে একটি ভিন্নতা রয়েছে সেটি হলো বেক্সট্রাম সিলভার ৪৫ বছর বয়স অথবা বেশি বয়স্কদের জন্য সেবনযোগ্য।অর্থাৎ ৪৫ বছর বয়স এর বেশি ব্যক্তিরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে।
কম বয়সী শিশু অথবা ৪৫ বছর বয়স এর কম ব্যক্তিরা এই ট্যাবলেট সেবন করতে পারবে না। এখানেই শুধু পার্থক্য রয়েছে। আর উপকারিতা গুলোর প্রায় একই রকম পাওয়া যায়।
এই ট্যাবলেট খাবারের সাথে প্রতিদিন ১টি করে খেতে পারবেন।তবে শিশুদের বা বাচ্চাদের থেকে এই ট্যাবলেট দূরে রাখবেন। আর অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে।
Bextram gold এর পার্শ্বপ্রতিক্রিয়া
বেক্সট্রাম গোল্ড এর তেমন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে এই ট্যাবলেট খেলে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। সেগুলোই আমরা এখন এই অংশে তুলে ধরবো। এটি যেহেতু ভিটামিন জাতীয় ট্যাবলেট সেক্ষেত্রে এটি উপকার বেশি করে থাকে। এই ট্যাবলেট সেবন করলে অনেক ব্যক্তির ক্ষেত্রে ডায়রিয়াজনিত সমস্যা দেখা দিতে পারে।
এছাড়াও ত্বকের বর্ণ হলুদ হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত সেবন করলে পরিপাকতন্ত্র জনিত সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনাদের অবশ্যই ভালো কোন ডাক্তারকে দেখিয়ে ট্যাবলেটটি সেবন করতে হবে। আপনাদের মধ্যে কোন ব্যক্তির যদি উপরোক্ত লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে দ্রুত যোগাযোগ করবেন।
বেক্সট্রাম গোল্ড খেলে কি ওজন বাড়ে?
বেক্সট্রাম গোল্ড খেলে স্বাভাবিকভাবে ওজন বাড়ে না।বেক্সট্রাম গোল্ড ওজন বাড়ানোর ট্যাবলেট নয়। এটি শুধুমাত্র আপনার শারীরিক দুর্বলতা দূর ও দৈনন্দিন ভিটামিন চাহিদা পূরণ করতে পারে। এই ট্যাবলেট খেলে সরাসরি ওজন বাড়ানো যায় না। তবে এই ট্যাবলেট খেলে খাবারের প্রতি রুচি বেড়ে যায়।
সে ক্ষেত্রে কিছুটা হলে স্বাস্থ্য উন্নতি হতে পারে, যার কারণে মনে হতে পারে আপনার ওজন বেড়ে গেছে। তবে এটি ভুল ধারণা আপনার ওজন তেমন বাড়ে নেই। এজন্য আপনারা ওজন বাড়ানোর জন্য কখনো এ ধরনের ট্যাবলেট সেবন করবেন না। আর এক কথায় বলবো বেক্সট্রাম গোল্ড খেলে ওজন বাড়ে না।
বেক্সট্রাম গোল্ড দাম কত?
এই ট্যাবলেট বাজারে যেকোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এটি সাধারণত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ঔষধ। এজন্য আপনারা কোম্পানির নাম দেখে অরজিনাল ওষুধ কিনবেন।
প্রতি পিস বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট এর দাম ১২ টাকা। আর এটি সাধারণত ১৫টি একত্রে বোতলে পাওয়া যায়। সে ক্ষেত্রে ১৫ টি ট্যাবলেটের দাম ১৮০ টাকা। এর পাশাপাশি ৩০ টি ট্যাবলেট একসাথে পাওয়া যায়। সেটির দাম হল ৩৬০ টাকা।
বেক্সট্রাম গোল্ড খেলে কি মোটা হয় - FAQs
Bextram gold এর কাজ কি?
Bextram gold এর কাজ হল শরীরে ভিটামিন ও মিনারেল চাহিদা পূরণ করা। এটি ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়।
গর্ভাবস্থায় bextram গোল্ড নিরাপদ?
গর্ভাবস্থায় bextram গোল্ড গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ, তবে এই ট্যাবলেট সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বেক্সট্রাম গোল্ড খেলে কি মোটা হওয়া যায়?
বেক্সট্রাম গোল্ড খেলে মোটা হওয়া যায় না, কারণ এটি মোটা হওয়ার ট্যাবলেট নয়। যার ফলে এটি আপনি খেলে কখনোই মোটা হতে পারবেন না।
সর্বশেষ কথা
সর্বশেষে বলা যায় বেক্সট্রাম গোল্ড কোন মোটা হওয়ার ওষুধ নাই, এটি শুধুমাত্র আপনার শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে। যারা ভিটামিন জাতীয় ওষুধ সেবন করতে চাচ্ছেন তারা এই ট্যাবলেটটি খেতে পারেন। ভিটামিন সহ মিনারেলের চাহিদা পূরণ করতে ও সহায়ক। আর মোটা হওয়ার জন্য আপনারা চাইলে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ট্যাবলেট খেতে পারেন।
তবে কখনোই অযথা ওষুধ সেবন করবেন না। বিশেষ করে এ ধরনের ট্যাবলেট গুলো অযথা না জেনে বুঝে সেবন করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ট্যাবলেট গুলো সেবন করুন। বেক্সট্রাম গোল্ড খেলে কি মোটা হয় সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান।