২৭ টাকায় ২ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফারটি বর্তমানে অনেক জনপ্রিয়। আর এই কারণেই প্রত্যেকেই গ্রামীণফোনের এই অফারটি সম্পর্কে জানতে চান। এছাড়াও গ্রামীণফোনের আরেকটি আকর্ষণীয় অফার রয়েছে, সেটি হল ৩০০ টাকায় ৩০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ।
এই কমদামের দুইটা অফার বর্তমানে সকল গ্রামীণফোন ব্যবহারকারী কেনার চেষ্টা করে থাকে। তবে আপনি কিভাবে এই অফার দুইটি নিবেন তা জানতে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়তে থাকুন। অফারটি সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা করা হবে।
২৭ টাকায় ২ জিবি গ্রামীণফোন
গ্রামীণফোন সিমের ২৭ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি বর্তমানে আর চালু নেই, অর্থাৎ অফারটি বন্ধ রয়েছে। তবে আমার জানামতে এই অফারটি শুধুমাত্র বর্তমানে লিমিটেড গ্রাহকদের দেওয়া হচ্ছে। অর্থাৎ খুব কম সংখ্যক গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকদের দেওয়া হয়।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট চেক করার কোড
পূর্বেই অফারটি সকলেই নিতে পারতো। তবে গ্রামীণফোন কর্তৃপক্ষ এই অফারটি আর সচল রাখেনি, এর পরিবর্তে গ্রামীণফোন সিম কোম্পানি সাশ্রয়ী অন্যান্য অফার প্রদান করছে। ২০২৪ সালের প্রথম দিকে ২৭ টাকায় ২ জিবি গ্রামীনফোন ইন্টারনেট অফারটি চালু ছিল।
আরো পড়ুনঃ অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ে ইন্টারনেটের দামের উর্ধ্বগতির কারণে তারা প্যাকেজ সমূহে পরিবর্তন করেছে। পূর্বে 27 টাকায় 2 জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফারটি *121*3444# ইউএসএসডি কোড ডায়াল করে নেওয়া যেত। তবে এখন আর এই অফারটি নেওয়া যায় না।
যদি আপনার সিমে এই অফারটি থাকে তাহলে গ্রামীন সিম কর্তৃপক্ষ আপনাকে তা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। যদি আপনি এই অফারটি মেসেজ পেয়ে থাকেন তাহলেই ২৭ টাকায় ২ জিবি তিন দিন মেয়াদের অফারটি নিতে পারবেন।
পাশাপাশি ২৭ থেকে ২ জিবি গ্রামীণফোন অফারটি নিতে আপনি মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে পারেন। আমার জানামতে এই অফারটি বর্তমানে খুব নির্দিষ্ট সংখ্যক গ্রাহক নিতে পারবে। যারা মূলত গ্রামীণফোন সিম খুব কম ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে না ,
তারা এই অফারটি পেতে পারেন। গ্রামীণফোন সিম কোম্পানি এই অফারের পরিবর্তে বিকল্প অনেক ইন্টারনেট প্যাকেজ সমূহ চালু করেছে। আমরা তা আজকের আর্টিকেলে জানিয়ে দেবো।
২৭ টাকায় ২ জিবি গ্রামীণফোন অফারটি যারা নিতে পারবেন
গ্রামীণফোন সিমের ২৭ টাকায় ২ জিবি এই অফারটি বর্তমানে সকল গ্রাহকদের দেওয়া হয় না। নির্দিষ্ট সংখ্যক গ্রাহক এই অফারটি পেতে পারেন। তবে এই অফারটি পাওয়ার বিশেষ কারণ রয়েছে। যারা মূলত দীর্ঘদিন ধরে গ্রামীন সিম ব্যবহার করেন না অথবা গ্রামীন সিম বন্ধ করে রাখেন।
তারা মাঝেমধ্যে মেসেজের মাধ্যমে এই অফারটির এসএমএস কোড সহ পেতে পারেন। আপনি যদি এই অফারের জন্য উপযোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই গ্রামীন সিম কর্তৃপক্ষ আপনাকে তা মেসেজ বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে।
গ্রামীন সিমের সকল গ্রাহকরা যেহেতু এই অফারটি নিতে পারবেন না, সে ক্ষেত্রে গ্রামীন সিমের বর্তমানের সাশ্রয়ী মূল্যের অফার গুলো নিতে পারেন। যেমনঃ ১৫ টাকায় ১ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফার পাওয়া যাচ্ছে। তাছাড়া আরো অনেক কম দামে প্যাকেজ রয়েছে। নিম্নে প্যাকেজ সমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হলোঃ
৪০ টাকায় ২ জিবি জিপি
বর্তমান সময়ে গ্রামীন সিমের অন্যতম নতুন একটি ইন্টারনেট অফার হল ৪০ টাকায় ২ জিবি। এই অফারটি গ্রামীন সিম ব্যবহারকারীর সকলেই নিতে পারবেন। শুধুমাত্র আপনার সিমে ৪০ টাকা ব্যালেন্স থাকলেই সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে নেওয়া যাবে।
তাছাড়াও এই অফারটি নিতে my gp অ্যাপ ব্যবহার করতে পারেন। মাই জিপি অ্যাপ এ সরাসরি গিয়ে মাই অফার সেকশন থেকে প্যাকেজটি নিতে পারবেন। তবে ইউএসএসডি কোড ডায়াল করেও নেওয়া যাবে।
৪০ টাকায় ২ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফারটি নিতে *১২১*৫১৮২# ইউএসএসডি কোড ডায়াল করুন। এই অফারটির মেয়াদ মাত্র তিন দিন। আর তাদের অফার প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং ইউএসএসডি কোড করে থাকে।
সর্বশেষ আপডেট জানতে হলে সব সময়ই মাই জিপি অ্যাপে দেখুন অথবা গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তাছাড়াও এই অফারটি আপনার সিমে থাকলে আপনি মেসেজের মাধ্যমে ইউএসএসডি কোডসহ পেয়ে যাবেন।
কিভাবে ২৭ টাকায় ২ জিবি এমবি নিবেন?
এই অফারটি পেতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- মোবাইলের ডায়াল প্যাডে যান
- ডায়াল করুনঃ *121*3444#
- কিছুক্ষণের মধ্যে একটি কনফার্মেশন মেসেজ আসবে
- তারপরই আপনার ব্যালেন্স থেকে ২৭ টাকা কেটে নিয়ে ২ জিবি ডেটা যুক্ত হয়ে যাবে
শর্তাবলীঃ
- এটি একটি প্রমোশনাল অফার, যেটি সব গ্রাহক নাও পেতে পারেন
- একবার অ্যাক্টিভ করার পর পুনরায় চালু করার জন্য পুনরায় কোড ডায়াল করতে হবে
- ইন্টারনেট ব্যবহার শেষে সাধারণ চার্জ প্রযোজ্য হবে
কেন এই অফার আপনার জন্য উপকারী?
- শুধুমাত্র ২৭ টাকায় ২ জিবি, অর্থাৎ প্রতিজিবি মাত্র ১৩.৫০ টাকায় পাচ্ছেন
- অল্প দামে দ্রুত গতির GP ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
- ফেসবুক, ইউটিউব, ইমেইল কিংবা অনলাইন ক্লাস সবকিছুতেই ব্যবহার করা যায়।
৩০০ টাকায় ৩০ জিবি গ্রামীণফোন অফার
কিভাবে ৩০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট এক্টিভ করবেন?
- মোবাইলের ডায়ালারে গিয়ে টাইপ করুনঃ *121*3456# অথবা *১২১*৩০০#
- ডায়াল করুন এবং স্ক্রিনে নিশ্চিতকরণ বার্তা দেখবেন
- কয়েক সেকেন্ডের মধ্যে SMS আসবে ,তাতে উল্লেখ থাকবে ডেটা এক্টিভ হয়েছে
- এখন আপনি ৩০ দিন ধরে ৩০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
শর্তাবলীঃ
- অফারটি নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য প্রযোজ্য হতে পারে (Check Eligibility via MyGP App)
- মেয়াদ শেষে অব্যবহৃত ডেটা বাতিল হয়ে যাবে।
- একই অফার একাধিকবার নেয়া যাবে, তবে মেয়াদ বাড়বে না, এমবি যোগ হবে
- অফারটি MyGP App থেকেও এক্টিভ করা সম্ভব, যদি আপনার সিমে অফারটি থাকে।
কেন এই অফার বেছে নেবেন?
- প্রতিজিবি মাত্র ১০ টাকা , দারুণ সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ
- দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আদর্শ প্যাকেজ
- অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম, ইউটিউব বা ফেসবুকের জন্য পারফেক্ট
- দীর্ঘ ৩০ দিনের মেয়াদ, বারবার রিচার্জের ঝামেলা নেই
- 4G স্পিডে চলবে এই অফার
গ্রামীন সিমের এমবি অফার দেখার কোড
আপনার গ্রামীন সিমে কি কি এমবি অফার রয়েছে তা জানতে আপনি নির্দিষ্ট একটি ইউএসএসডি কোড ডায়াল করতে পারেন। গ্রামীণফোন সিমের নির্দিষ্ট ইউএসডি কোড রয়েছে যা ব্যবহার করে গ্রামীণফোন সিমের সকল সার্ভিস গুলো নেওয়া যায়।
অর্থাৎ আপনি অ্যাপ ছাড়াই এই ইউএসএসডি কোড ডায়াল করে সার্ভিস নিতে পারবেন। যারা গ্রামীন সিমের এমবি অফার দেখতে চান, তারা মোবাইল ফোনে ডায়েল প্যাড এ গিয়ে *121# লিখে ডায়াল করুন।
কিছুক্ষণ পরেই আপনার মোবাইলের স্ক্রিনে অনেকগুলো অপশন পাবেন। যেখানে ইন্টারনেট প্যাকেজ সহ মিনিট অফার কেনার অপশন গুলো পেয়ে যাবেন।
শেষ কথা
যারা নিয়মিত ও বেশি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য গ্রামীণফোনের ৩০০ টাকায় ৩০ জিবি অফার নিঃসন্দেহে একটি লাভজনক প্যাকেজ। একদিকে যেমন সাশ্রয়ী, তেমনি মেয়াদও দীর্ঘ।
এছাড়াও কম খরচে ভালো মানের ইন্টারনেট পেতে চাইলে গ্রামীণফোনের এই ২৭ টাকায় ২ জিবি অফারটি আপনার জন্য হতে পারে উপযুক্ত। তবে সবাইকে বলে রাখি, গ্রামীনফোনের সকল অফার গুলো প্রতিদিন আপডেট হতে থাকে।
তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার প্রদান করে। তাই সর্বশেষ অফার জানতে তাদের সাইটে ভিজিট করুন অথবা আপনার মোবাইল ফোনের এসএমএস অ্যাপটি চেক করুন। কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে এসএমএসের মাধ্যমে ইন্টারনেট প্যাকেজ প্রদান করে থাকে।