বর্তমানে অনলাইন জগতে ইনকাম করার বহু সাইট ও উপায়ে রয়েছে। যেখানে আপনি এড ফি
ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে টাকা উপার্জন করতে
পারবেন। এখন আর টাকা ইনকাম করতে হলে অনলাইনে এড ফি প্রদান করতে হয় না।
আপনি ফ্রিতে একাউন্ট খুলে তাদের দেখানো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে জমা দিলেই
পেমেন্ট পাবেন। যার কারণে এখন অনলাইনে ইনকাম অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ ফ্রিতে কাজ করে উপার্জন করার জন্য অবশ্যই সঠিক অ্যাপস ও ওয়েবসাইট
গুলোতে কাজ করতে হবে। আর এর জন্য আমরা এড ফি ছাড়া অনলাইন জব সাইট
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে বেশিরভাগই এড ফি ছাড়া অনলাইন জব
প্রদান করে থাকে। সেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে অনলাইন জবটি করে টাকা ইনকাম করতে
পারবেন। তবে অবশ্যই সতর্ক থেকে অনলাইন প্লাটফর্ম গুলোতে জব করা উচিত।
কারণ অনেক প্ল্যাটফর্ম অনলাইন জব দেওয়ার বিনিময়ে প্রতারণা করে থাকে এবং তারা
বিভিন্ন সময়ে টাকা দাবি করে। এই সকল অনলাইন ওয়েবসাইট বা প্লাটফর্ম থেকে
সতর্কতা বজায় রাখবেন। আর সচরাচর নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সাইট গুলোতে একাউন্ট
খুলে ফ্রিতে কাজ করে ইনকাম করবেন।
এড ফি ছাড়া অনলাইন জব কি?
এড ফি ছাড়া জব সাইট বলতে সেই সব ওয়েবসাইটকে বোঝায়, যেখানে চাকরি বা
ফ্রিল্যান্সিং কাজ খুঁজতে গেলে ব্যবহারকারীদের কোনো রকম রেজিস্ট্রেশন ফি বা অ্যাড
ফি দিতে হয় না।
এই সকল প্লাটফর্ম গুলো সাধারণত কাজ প্রদানকারী (Client) এবং কাজপ্রার্থী
(Freelancer বা Job Seeker) উভয়ের মাঝে একটি মাধ্যম হিসেবে কাজ করে।
তবে আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে শুধুমাত্র তাদের কাজগুলো করে দিয়ে ইনকাম
করা যায়। যেমনঃ বিজ্ঞাপন দেখা , ভিডিও দেখা , সার্ভে করা ইত্যাদি। এই
কাজগুলো সরাসরি ওয়েবসাইটে করে ওয়েবসাইট থেকেই পেমেন্ট নেওয়া যায়।
এগুলো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে অনলাইনে করতে পারবেন। এবার চলুন কোন কোন
ওয়েব সাইটে ফ্রিতে এড ফি ছাড়া জব করা যায় তা দেখে আসি।
এড ফি ছাড়া অনলাইন জব সাইট
এড ফি ছাড়া অনলাইন জব সাইট গুলো থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা
সম্ভব। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ করেন তারা অনেক বেশি টাকা
উপার্জন করতে পারবেন।
ফ্রিল্যান্সিং সাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রে এড ফি ছাড়া হয়ে থাকে, এখানে কোন
ধরনের টাকা ইনভেস্ট অথবা বিনিয়োগ করতে হয় না। সম্পূর্ণ ফ্রিতে যেকোনো ব্যক্তি
অ্যাকাউন্ট খুলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করে ইনকাম করতে পারবে।
তবে অনলাইনে আরো কিছু ওয়েবসাইট হয়েছে যেখানে ফ্রিতে আপনি একাউন্ট খুলতে পারবেন
কিন্তু কাজ করে খুব একটা বেশি টাকা ইনকাম করতে পারবেনা।
সেগুলো সাধারণত মাইক্রো জব অনলাইন সাইট হয়ে থাকে। নিচে এড ফি ছাড়া কিছু জনপ্রিয়
এবং বিশ্বস্ত অনলাইন জব সাইট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১. Upwork
এড ফ্রি ছাড়া অনলাইনে জব করতে চান, সেক্ষেত্রে Upwork
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটি আপনার জন্য সেরা হতে পারে। কারণ এখানে
ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আর বৈদেশিক
মুদ্রা হওয়াতে এখানে অনেক টাকা উপার্জন হয়।
তবে আপনার যদি ফ্রিল্যান্সিং এর স্কিল গুলো থাকে তাহলে সহজেই এই সাইট থেকে আজীবন
ইনকাম করতে পারবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে খরচ ছাড়াই অ্যাকাউন্ট খুলে
কাজ করা শুরু করা যায়। যদি আপনি খুবই দক্ষ এবং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার
কাজ পেতে সময় লাগবে না।
আপনি সরাসরি বিদেশি ক্লাইন্টের সাথে যোগাযোগ করেও কাজ নিতে পারবেন। এখানে
একাউন্ট খোলা বা কাজের জন্য বিড করার ক্ষেত্রে কোন নির্দিষ্ট ফি কাটে না।
আপনি যখন প্ল্যাটফর্মটিতে কোন কাজ পাবেন তখন নির্দিষ্ট পরিমাণ ফি কাটতে
পারে।
এটা সাধারণত প্ল্যাটফর্মের নির্দিষ্ট চার্জ। সকল প্লাটফর্মে সার্ভিস দেওয়ার
মাধ্যমে এ ধরনের চার্জ কেটে থাকে। তবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে একাউন্ট
খুলেই কাজ করা শুরু করতে পারবেন, আপনাকে একটা করে ডিপোজিট অথবা বিনিয়োগ করতে
হচ্ছে না।
শুধুমাত্র আপনি কাজ পেলেই টাকা ইনকাম করে প্ল্যাটফর্মকে নির্দিষ্ট চার্জ
দিতে পারেন। তবে প্ল্যাটফর্মের চার্জ খুবই সামান্য।মূল কথা হলো আপনি ফ্রিতে
কাজ করতে পারছেন। অনেক প্লাটফর্ম আছে যেখানে একাউন্ট খুলে কাজ করার জন্যই ২০ থেকে
৩০ ডলার সর্বপ্রথম ডিপোজিট করতে হয়।
কিন্তু এখানে কোন ধরনের ডিপোজিট এর প্রয়োজন নেই। সরাসরি একাউন্ট খুলে
ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ করা শুরু করতে পারবেন। এই সাইটটিতে বিভিন্ন ধরনের
ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারবেন যেমনঃ Writing, Design, Development,
Marketing ইত্যাদি।
২. Freelancer.com
প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি ইত্যাদি ফ্রিল্যান্স
কাজগুলো ফ্রিতে করে ইনকাম করতে চান, তাহলে Freelancer আপনার জন্য একটি উপযুক্ত সাইট। এটি একপ্রকার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট,
যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে প্রতিদিন ইনকাম করছেন।
আপনার যদি ফ্রিল্যান্স কাজগুলোর দক্ষতা থাকে তাহলে এই প্লাটফর্মে বিনামূল্যে
একাউন্ট খুলে কাজ করতে থাকুন। মাস শেষে আপনি ৫০ থেকে ১ লক্ষ টাকার বেশি ইনকাম
করতে পারবেন। এখানে আপনি সহজেই ইনকাম করা অর্থ পেপালের মাধ্যমে ডলারে নিতে
পারবেন।
আর পরবর্তীতে পেপাল থেকে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়। এটি সম্পূর্ণ
ফ্রি ওয়েবসাইট, শুধুমাত্র আপনার দক্ষতা থাকলেই কাজ করে ইনকাম করতে পারবেন।
আর এখানে ঘন্টা ভিত্তিক চুক্তি অনুযায়ী কাজ করতে পারবেন, মূল কথা আপনার ইচ্ছা
অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনি যেকোনো সময় কাজ করে অথবা কাজ জমা দিয়ে
ক্লাইন্টের কাছ থেকে আয় করতে পারবেন।
এই সাইটটিতে আপনারা গিগ ভিত্তিক ফ্রিল্যান্স সেবা দিয়ে ফ্রিতে টাকা আয়
করতে পারবেন। এখানে সাইন আপ ও গিগ তৈরি করা সম্পূর্ণ ফ্রি। এই
সাইটটিতে একাউন্ট খুলে কাজ করে ইনকাম করতে পারবেন, প্রথমে আপনাকে কোন ধরনের চার্জ
অথবা এড ফি দিতে হবে না।
তবে আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন এবং কাজ করা শেষে ক্লায়েন্টের কাছ
থেকে টাকা পাবেন তখন এই প্লাটফর্মটি সাধারণত ২০% কমিশন নিয়ে
থাকে। বাকি ৮০ পার্সেন্ট আপনি নিজে পেমেন্ট পাবেন। তারা মাত্র ২০
পার্সেন্ট কমিশন নেয়।
তবে শুরুতে কোন ধরনের টাকা ডিপোজিট বা বিনিয়োগ করতে হয় না। এটাই সবচেয়ে বড়
সুবিধা, আরেকটি সুবিধা হল এখানে সহজেই কাজ পাওয়া যায়। আর সর্বনিম্ন পাঁচ ডলার
এর কাজ দিয়ে শুরু করতে পারবেন। অন্যান্য প্ল্যাটফর্মে বড় ধরনের কাজ করে
ইনকাম করতে হয়,
কিন্তু এখানে আপনি ছোট ছোট ফ্রিল্যান্স কাজগুলো করে দিয়ে সর্বনিম্ন ৫ ডলার থেকে
১০ ডলার আয় করতে পারবেন। বর্তমানে এটি একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম,
যুবকদের কাছে এ প্লাটফর্মটি খুবই জনপ্রিয়। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার
হয়েছেন, তারা চাইলে এখানে কাজ করে দৈনিক আয় করতে পারেন।
৪. PeoplePerHour
ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কনটেন্ট লেখা ইত্যাদি কাজগুলো করে ফ্রিতেই এড
ফি ছাড়া এই PeoplePerHour সাইটটি
থেকে ইনকাম করা যায়। এখানে সাইটটিতে একাউন্ট খোলা ফ্রী এবং সাইটে প্রোফাইল
সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন।
অনেক সাইট আছে যারা প্রোফাইল তৈরি করার জন্য নির্দিষ্ট চার্জ নিয়ে থাকে। তবে
এখানে প্রোফাইল তৈরি করার জন্য কোন ধরনের চার্জ নেই। তবে আপনি এই সাইটটিতে
কাজ পেলে অন্যান্য সাইটের মতোই নির্দিষ্ট পরিমাণ কমিশন নিয়ে থাকে।
আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পাবেন তখন তারা সেই পেমেন্ট থেকে
নির্দিষ্ট পরিমাণ ফি অথবা কমিশন নিয়ে নেবে। এই কমিশন প্ল্যাটফর্ম ভেদে ভিন্ন
ভিন্ন হয়ে থাকে। যেহেতু তারা সার্ভিস দিচ্ছে সেক্ষেত্রে নির্দিষ্ট চার্জ
নিতেই পারে।
তবে এখানে কিন্তু বিনামূল্যেই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ করা শুরু করা
যায়। এটাই সবচেয়ে বড় সুবিধা, অন্যান্য প্ল্যাটফর্মের মত প্রথমেই একাউন্ট খুলে
ডিপোজিট করতে হয় না বা ইনভেস্ট করতে হয় না।
কাজ পাওয়ার পর পেমেন্ট পেলে সেখান থেকে তারা কমিশন নেয়। তবে একটা কথা মনে
রাখুন যারা দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন তারা এখান থেকে অনেক বেশি টাকা আয় করতে
পারবেন। প্রতি মাসে ৫০০০০ টাকার বেশি উপার্জন করা সম্ভব যদি আপনি সঠিকভাবে
ক্লায়েন্টদের সাথে ম্যানেজমেন্টে করে কাজ করতে পারেন।
৫. Guru
আইটি, ফাইনান্স, ডিজাইন, রাইটিং ইত্যাদি কাজগুলো করে ইনকাম করার কথা ভাবছেন,
তাহলে আপনার জন্য Guru ওয়েবসাইটটি সেরা হতে পারে। কারণ এখানে ডিজাইন
সম্পর্কিত সকল কাজ গুলো করে প্রচুর অর্থ ইনকাম করা যায়।
যারা গ্রাফিক্স ডিজাইন কাজ জানেন তারা এখানে অনায়াসে কাজ করে দৈনিক ইনকাম করতে
পারবেন।আর এখানে বিনামূল্যে একাউন্ট খোলা যায়, তাই আপনি চিন্তা করবেন না।
সরাসরি একাউন্ট খুলে নিজের প্রোফাইল তৈরি করে কাজ খোঁজা শুরু করুন।
কাজ পেলেই কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর এখানে আপনি নির্দিষ্ট
সংখ্যক কাজের জন্য বিনামূল্যে বিড করতে পারবেন।তবে অতিরিক্ত কাজ পেতে হলে পেইড
মেম্বারশিপ নিতে হতে পারে।
কিন্তু যেহেতু ফ্রিতে কাজ পাওয়া যায় সেগুলো করেই ইনকাম করার চেষ্টা
করুন। এই প্লাটফর্মটির ইন্টারফেস দেখতে খুবই সাদামাটা এবং সহজ। যে কোন
ব্যক্তি সহজে বুঝতে পারবে এবং ফিল্টার অপশন এর মাধ্যমে কাজ খুঁজে পেতে
পারবে।
৬. Toptal
হাই লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজাইন কাজ জেনে থাকলে এই সাইটটিতে
ফ্রিল্যান্সিং করতে পারেন। কারণ এখানে শুধুমাত্র হাই লেভেল দক্ষ
ফ্রিল্যান্সারদের সুযোগ দেওয়া হয়। এই সাইটে কোন এড ফি নেই।
এখানে যেহেতু দক্ষ ফ্রিল্যান্সারদের চাহিদা রয়েছে সেক্ষেত্রে যারা দক্ষ তারাই
এখানে কাজ করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবে। এখানে বিশ্বের সকল
ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ পাবেন। যার ফলে আপনি ভালো ইনকামের
সুযোগ পেতে পারেন।
৭. Clickworker (Micro Task সাইট)
ছোট ছোট টাস্ক যেমনঃ
সার্ভে, ডেটা ক্যাপচার, রিভিউ লেখা , বিজ্ঞাপন দেখা , ভিডিও দেখা ,
সাবস্ক্রাইব করা
ইত্যাদি কাজগুলোর মাধ্যমে এই
ওয়েবসাইট থেকে আয় করতে
পারবেন। এই কাজগুলো মোবাইল দিয়ে করা যায়।
এই মাইক্রো টাস্ক সাইটটিতে বিনামূল্যে একাউন্ট খুলে অনলাইন জব শুরু করা
যায়। তবে এখানে ইনকাম অনেক কম হয়, তবে আপনারা যদি স্কিল না থাকে
তাহলে এই সাইট থেকে আয় করতে পারবেন। যার কারণে এই সাইটটি বর্তমানে খুবই
জনপ্রিয়।
দক্ষতার কোন প্রয়োজন নেই, শুধুমাত্র মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই
তাদের দেখানো ছোট ছোট কাজগুলো করে দিয়ে ইনকাম করতে পারবেন।
সাইটটিতে কাজ করার জন্য এড ফি নেই। ফ্রি অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করুন আর
বিকাশ নগদ অথবা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করুন। আর এটি
নির্ভরযোগ্য ও বিশস্ত সাইট তাই নির্দ্বিধায় কাজ করা শুরু করতে পারেন। কাজ করার
পর অবশ্যই পেমেন্ট পাবেন।
৮. Workana
Workana ওয়েবসাইটটিতে
কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, মার্কেটিং
কাজগুলোর সার্ভিস দিয়ে আয় করতে পারবেন। আমার জানামতে এটিও একপ্রকার
ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, যেখানে আপনি এড ফি ছাড়া কাজ করতে পারবেন।
এই সাইটটি মূলত ল্যাটিন আমেরিকান মার্কেটকে টার্গেট করে বানানো হয়েছে।
তবে বিশ্বের অন্যান্য দেশ থেকেও কাজ করতে পারবেন। বাংলাদেশের মানুষদের
জন্য এখানে কাজ করে ইনকাম করার বিশেষ সুযোগ রয়েছে।
কারণ এখানে প্রতিযোগিতা অনেক কম, আর কাজ অনেক বেশি। আপনি নির্দিষ্ট লিমিট
এর মধ্যে কাজের বিড করতে পারবেন। তবে সাইটটিতে কাজ পাওয়ার পর
নির্দিষ্ট পরিমাণ কমিশন কাটা হয়। তাদের মোবাইল অ্যাপ রয়েছে যা আপনি
মোবাইলে ইন্সটল করে সহজেই ফ্রিল্যান্সিং কাজগুলো করার মাধ্যমে ইনকাম করতে
পারবেন।
৯. Microworkers
এটি একটি মাইক্রো জব অনলাইন ওয়েবসাইট, যেখানে ছোট ছোট নির্দিষ্ট টাস্ক সম্পন্ন
করার বিনিময়ে ইনকাম করা যায়। বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যায় এবং ফ্রিতে
কাজ করার সুযোগ পাবেন। ফ্রিতে একাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করা শুরু করুন
অবশ্যই আয় করতে পারবেন।
এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক করতে পারবেন যেমনঃ লাইক দেয়া, কমেন্ট
করা, অ্যাপ ইন্সটল করা, সাইন আপ করা ,ওয়েবভিজিট করা ,মার্কেটিং করা ,কনটেন্ট
লেখা ইত্যাদি। এখানে সাইটটিতে রেজিস্ট্রেশনের জন্য বা কাজ করার জন্য
কোনো ফি লাগে না।
যারা একেবারে নতুন এবং কোনো স্কিল ছাড়াই ইনকাম শুরু করতে চান তাদের জন্য
উপযোগী। আর এখানে আপনি মোবাইল দিয়েই প্রতিটি টাস্ক ২-১০ মিনিটের
মধ্যে সম্পন্ন করতে পারবেন। কাজ করে ইনকাম করা অর্থ আপনি Paypal বা
Skrill এর মাধ্যমে নিতে পারবেন।
১০. Remotasks
এই সাইটটিতে আপনারা AI ট্রেনিং সংক্রান্ত টাস্ক গুলো সম্পন্ন করে ইনকাম
করতে পারবেন। এখানে একাউন্ট খোলা এবং ট্রেনিং নেওয়া সম্পূর্ণ
ফ্রি। আর সাইটটিতে আপনারা মেজ লেবেলিং, ডেটা অ্যানোটেশন,
ট্রান্সক্রিপশন, ক্যাটেগরাইজেশন ইত্যাদি কাজগুলো করতে পারবেন।
এসব কাজগুলোই AI ট্রেনিং সংক্রান্ত। আপনি এই সাইটটিতে প্রতিদিন কয়েক
ঘন্টা সময় দিয়ে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তবে যারা ইংরেজি ভাষাতে কথা
বলতে পারেন তাদের জন্য এখানে বিশেষ সুবিধা রয়েছে। তারা সহজেই কমিউনিকেশন করে
ইনকাম পরিমান বাড়াতে পারেন।
এছাড়াও নতুন ব্যক্তিরা এখানে ট্রেনিং নিয়ে কাজ করা শুরু করতে পারবে। সম্পূর্ণ
ফ্রিতে ট্রেনিং করা যায় এবং কাজ শিক্ষা ইনকাম করতে পারবেন। ঘরে বসে অনলাইনে
কম্পিউটার মোবাইল দিয়ে জবটি করতে পারবেন। এড ফি ছাড়া অনলাইন জব করতে
চাইলে
Remotasks সাইটটিতে কাজ করতে পারেন।
এড ফি ছাড়া অনলাইন জব সাইটে কি কি কাজ পাওয়া যায়
এড ফি ছাড়া অনলাইন ইনকামের সাইটগুলোতে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।
প্রায় বেশিরভাগ কাজগুলি অনলাইন ভিত্তিক হয়ে থাকে। কিছু কাজ করার জন্য দক্ষতার
প্রয়োজন হয়, আবার কিছু কাজ করার জন্য নির্দিষ্ট কোন দক্ষতার প্রয়োজন
নেই।
অর্থাৎ আপনি স্কিল ছাড়াই সেই কাজগুলো করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। এড
ফি ছাড়া ওয়েবসাইট গুলোতে যে সকল কাজগুলো পাওয়া যায় তা হলঃ
- ফর্ম পূরণ করা
- কপি-পেস্ট কাজ
- আর্টিকেল লেখা
- স্ক্রিপ্ট রাইটিং (ভিডিও বা ইউটিউবের জন্য)
- প্রোডাক্ট ডেসক্রিপশন
- লোগো ডিজাইন
- অ্যাপ ডেভেলপমেন্ট
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- গুগল অ্যাডস / ফেসবুক অ্যাডস
- SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
- ব্যানার ডিজাইন
- সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন
- প্রেজেন্টেশন স্লাইড
- টাইপিং
- ওয়েব রিসার্চ
- ভিডিও এডিটিং
- অ্যানিমেশন
- ইউটিউব ভিডিও বানানো
- ভয়েসওভার
- ট্রান্সক্রিপশন (অডিওকে লেখা করা)
- ছবি লেবেল করা
- অ্যাপ টেস্টিং
- রিভিউ লেখা
- অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন
উপরোক্ত কাজগুলো আপনি অনলাইন বিভিন্ন সাইটে করতে পারবেন। এই কাজগুলো
অনেক সাইটে ফ্রিতে করে ইনকাম করা যায় যা ইতিমধ্যে আমরা জানিয়ে
দিয়েছি।
অনলাইনে জব করার জন্য কি কি প্রয়োজন
অনলাইনে জব করার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হল ধৈর্য ও পরিশ্রম করার
মানসিকতা।পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অনলাইনে কাজ করার দক্ষতা।
অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে স্কিল থাকা। তাহলেই আপনি অনলাইন জব করে ইনকাম করতে
পারবেন।
যদি ধৈর্য ধরে কাজ করে যেতে পারেন ইনকাম নিশ্চিত হবে। অনলাইনে জব করার
জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ মোবাইল ফোন অথবা কম্পিউটার থাকতে
হবে। পাশাপাশি আপনার পরিশ্রম করার মানসিকতাও থাকতে হবে।
আর বিভিন্ন প্লাটফর্মে যেহেতু ক্লাইন্টের সাথে যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে
কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। মূল কথা আপনি যদি ইংরেজি ভালো জানেন তাহলে
সহজেই যে কোন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে পারবেন।
ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাছাড়াও নির্দিষ্ট
সময়ের মধ্যে ক্লায়েন্টের কাজগুলো জমা দিতে হবে। এভাবে যদি নিয়ম মেনে অনলাইন
জব করেন তাহলে দীর্ঘদিন ধরে আয় করতে পারবেন।
শেষ কথা
যারা সত্যিকারের দক্ষতা দিয়ে অনলাইনে ইনকাম করতে চান, তাদের জন্য উপরের
সাইটগুলোতে কাজ শুরু করাই সবচেয়ে ভালো। কারণ উপরে আমরা অনেকগুলো ফ্রিল্যান্সিং
প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আলোচনা করেছি, যেখানে কাজ করার জন্য দক্ষতা
প্রয়োজন। আর ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ইনকাম করতে হলে দক্ষতার
পাশাপাশি ধৈর্য ও পরিশ্রম খুবই প্রয়োজন।