-->

নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস - নগদ app download করার নিয়ম

নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলে।
নগদ বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের একটি প্রতিষ্ঠান। এই নগদের মাধ্যমে বিকাশের মতোই অনলাইনে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। আপনারা চাইলে টাকা জমা রাখতে পারবেন অথবা টাকা একে অপরের কাছে পাঠাতে পারবেন। 

শুধুমাত্র এক ক্লিকেই টাকা দেশের অপর প্রান্তে চলে যাবে। সরকারি এই ডিজিটাল মাধ্যমিকে বর্তমানে খুবই জনপ্রিয়। কারণ নগদ প্রতিষ্ঠানটি তাদের মাধ্যমে প্রতিনিয়ত বোনাস প্রদান করে থাকে। 

গুগল প্লে সার্চ করলে নগদ অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলে। পাশাপাশি নগদ app download করার নিয়ম আলোচনা করব। 
নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস
নগদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সরকারি প্রতিষ্ঠান। আপনি মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সকল কাজগুলো নগদ অ্যাপের সাহায্য করতে পারবেন। সরকারি মোবাইল ব্যাংকিং অ্যাপটিতে আপনারা বিভিন্ন সময়ে আকর্ষণীয় ক্যাশব্যাক বোনাস পাবেন। 

তারা প্রতিনিয়ত নতুন নতুন এক্সক্লুসিভ ক্যাশব্যাক বোনাস প্রদান করে যেমনঃ নিজের নাম্বারে ১২০ টাকা রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক বোনাস। এই টাইপের অনেক অফার প্রতিদিন তারা দিয়ে থাকে। 
নতুন নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস।

নতুন নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস 

আপনি যদি জাতীয় পরিচয় পত্র অথবা ভোটার আইডি কার্ড দিয়ে নগদ ভেরিফাই একাউন্ট খুলেন তাহলে অবশ্যই আকর্ষণ নিতে আসবে অফার গুলো অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। নগদের বিভিন্ন অফার সময় অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। 
নগদের সর্বশেষ তথ্য অনুযায়ী ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত, নগদ নতুন একাউন্ট খুললে সরাসরি বোনাস পাওয়া যেত। সেই সময়ে অ্যাপ থেকে ভেরিফাইড নগদ একাউন্ট খুললেই সরাসরি ২৫ টাকা বোনাস। 
তাছাড়াও নতুন একাউন্ট খুললেই যে কোন মোবাইল নাম্বারে যেকোনো অ্যামাউন্ট এর রিচার্জ করলেই ২৫ টাকা সরাসরি ক্যাশব্যাক বোনাস পাচ্ছেন। আরো বিভিন্ন ধরনের অফার পাওয়া যায় নগদ নতুন একাউন্ট খুললে। এই অফার গুলো 2025 সালের 31 মার্চ পর্যন্ত কার্যকর ছিল। 

নগদ বিভিন্ন সময়ে অফারের পরিবর্তন করে থাকে। তবে আমার জানামতে এখন নতুন নগদ একাউন্ট খুললে সরাসরি ২০ টাকা বোনাস পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার তো আছেই। আরো বিস্তারিত জানতে সব সময়ই নগদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

নগদের অফিসিয়াল ওয়েবসাইট হলো https://nagad.com.bd। সেখানে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার সম্পর্কিত আপডেট পেয়ে যাবেন। তবে আপনার মোবাইলে নগদ অ্যাপ্লিকেশনটি ইন্সটল থাকলেই সকল ক্যাশব্যাক সহ ইন্সটেন্ট বোনাস অফার গুলো দেখতে পাবেন। 

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্টে বোনাস নিতে হলে অবশ্যই ভেরিফাইড নগদ একাউন্ট খুলতে হবে। আপনি বিভিন্ন উপায়ে নগদ একাউন্টটি সহজে খুলে নিতে পারেন। নগদ একাউন্ট তিনটি সহজ উপায়ে খোলা যায়।উপায় গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হলঃ

ইউএসএসডি কোড ডায়াল করে একাউন্ট

আপনার বাটন ফোন থাকলেই আপনি নগদের নির্দিষ্ট একটি ইউএসডি কোড ডায়াল করেই সকল সেবা গুলো নিতে পারবেন। অর্থাৎ আপনি ইন্টারনেট ছাড়াই স্মার্টফোনে নগদ ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে সকল সার্ভিস নিতে পারবেন। 

এই ইউএসএসডি কোড ডায়াল করে সহজেই নগদ একাউন্ট খোলা যায়। আপনার মোবাইল ফোনের ডায়াল পেডে যান এবং নগদের *১৬৭# ইউএসএসডি কোডটি ডায়াল করুন। আরো বেশি মনে রাখুন আপনি যেই সিম নম্বর দিয়ে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন, 

সেই নম্বরটি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে। তাহলে আপনি কোড ডায়াল করার মাধ্যমে সরাসরি নগদ একাউন্ট খুলতে পারবেন। ইউএসডি কোড ডায়াল করা হলেই আপনার কাছে তারা পারমিশন চাইবে জাতীয় পরিচয় পত্র নেওয়ার। 

আপনার নিজের সিমটি যদি জাতীয় পরিচয় পত্র দিয়ে কিনে থাকেন তাহলে সহজেই এই উপায় বলতে পারবেন। তবে আমরা জানতে পেরেছি বর্তমানে এই উপায়টি আর চালু নেই, 

তারাও বিকাশের মতো নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করেই একাউন্ট খুলতে বলছে। আগে এই সিস্টেমটি চালু ছিল তখন শুধুমাত্র কোড ডায়াল করলেই সরাসরি পিন নাম্বার সেট করে একাউন্ট খোলা যেত। 

নগদ অ্যাপ ব্যবহার করে সরাসরি একাউন্ট খুলুন

বর্তমান সময়ে আর নগদ ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে সরাসরি একাউন্ট খুলতে পারবেন না। তারা এই সিস্টেমটি বাতিল করেছে। এখন আপনি শুধুমাত্র নগদ অ্যাপ ব্যবহার করে স্মার্ট ফোন দিয়ে ভেরিফাইড নগদ একাউন্ট খুলতে পারবেন। 

এর জন্য গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করতে হবে। তাই প্লে স্টোরে সার্চ করে নগদ অ্যাপটি ইন্সটল করে নিন। এবার নিম্নের পদ্ধতি অনুযায়ী নগদ একাউন্ট খুলুনঃ
  • প্রথমে নগদ অ্যাপটি ইন্সটল করে ওপেন করে নিন। 
  • এখন স্কিনে মোবাইল নাম্বার চাইবে। আপনি যেই মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। সেই মোবাইল নম্বরটি দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করুন।
  • এখন আপনাকে মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন তাহলে গ্রামীণফোন সিলেট করবেন। অর্থাৎ যেই অপারেটর সিম দিয়ে একাউন্ট খুলবেন সেটি সিলেক্ট করে নিবেন। 
  • এবার একাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। আপনি এখানে দুইটা অপশন পাবেন; প্রথমত রেগুলার অ্যাকাউন্ট এবং দ্বিতীয়ত ইসলামিক একাউন্ট।
  • আমরা যেহেতু রেগুলার একাউন্ট খুলব, সেক্ষেত্রে রেগুলার এ ক্লিক করে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন।
  • এখন আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবি তুলে আপলোড করতে হবে। ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে। 
  • এবার আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনার পূরণ করতে হবে।
  • সেখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন। তাছাড়া অন্যান্য প্রয়োজনে তথ্য সিলেক্ট করা যাবে। 
  • শেষ ধাপে আপনাকে নিজের ছবি তুলে আপলোড করতে হবে। আপনি সেলফি ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলে আপলোড করবেন। ছবি তোলার সময় চোখে চশমা থাকা যাবে না।
  • ছবি আপলোড করার পর পরবর্তী ধাপে ক্লিক করুন। এবার নগদের শর্তাবলী গুলো পড়ে নিয়ে টিক চিহ্নে ক্লিক করবেন। আর আপনার একটি সাইন দিবেন। 
  • এখন পরবর্তী ধাপে ওটিপি কোড দিতে হবে। আপনি যেই নম্বরে একাউন্ট খুলবেন সেখানে একটি ওটিপি কোড আসবে। ভেরিফিকেশন যাচাই করার জন্য নগদ অ্যাপটিতে ওটিপি কোড দিবেন।
  • এরপর পরবর্তী ধাপে ক্লিক করলেই নগদ পিন সেটআপ করুন অপশন পাবেন। যেখানে আপনার ইচ্ছামত গোপন পিন নম্বরটি সেটআপ করে সরাসরি নগদ একাউন্টটি খুলে নিতে পারবেন।
আর নগদ একাউন্ট খোলা হয়ে গেলেই আপনার পিন নম্বরটি কোন ব্যক্তির সাথে শেয়ার করবেন না।এটি সব সময় গোপন রাখার চেষ্টা করুন।

নগদ কাস্টমার কেয়ারে গিয়ে একাউন্ট খোলা

নগদ কাস্টমার কেয়ারে গিয়েও আপনারা সরাসরি নগদ একাউন্টটি খুলতে পারবেন। এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমত আপনার জাতীয় পরিচয় পত্র ও মোবাইল ফোন নিয়ে যাবেন। আপনি যেই মোবাইল নম্বরে নগদ একাউন্ট খুলতে ইচ্ছুক সেটা নিয়ে যাবেন। 

এই উপায়ে কিন্তু বাটন ফোনেও নগদ একাউন্ট খোলা যাবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে নগদের অফিস স্টাফকে বললেই তারা নগদ একাউন্ট খুলে দিবে। এভাবে নগদ কাস্টমার কেয়ারে গিয়েও সরাসরি একাউন্ট খোলা যায়। 

নগদ app download apk

অনেকেই জানতে চান নগদ অ্যাপটি কিভাবে ডাউনলোড করব। আর এজন্য আমরা নগদ অ্যাপ ডাউনলোড করার নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। আপনার ফোনে গুগল প্লে স্টোর থাকলে সহজেই নগদ অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
  • নগদ অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। 
  • এবার গুগল প্লে স্টোরের সার্চ বারে গিয়ে nogod app লিখে সার্চ করুন।
  • কিছুক্ষণের মধ্যেই আপনার স্কিনে নগদ অ্যাপটি আসবে।
  • এবার অ্যাপটির পাশেই ইন্সটল অপশন পাবেন সেখানে ক্লিক করলেই অ্যাপটি ইন্সটল হয়ে যাবে।
  • এভাবে নগদ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ইন্সটল করতে পারবেন।
তাছাড়া নগদ অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে nogod app এখানে ক্লিক করুন। 

নতুন নগদ একাউন্ট ক্যাশব্যাক অফার

আপনারা হয়তো জানেন নগদ প্রতিদিন নতুন নতুন ধরনের ক্যাশব্যাক অফার চালু করে থাকে। কালকে আমি একটি নতুন ক্যাশব্যাক অফার পেয়েছি। তাদের ক্যাশব্যাক অফার এ লেখা ছিল ১২০ টাকা নিজের মোবাইলে রিচার্জ করলেই সরাসরি ১২০ টাকা ক্যাশব্যাক। 

এটি প্রতি 10 মিনিটে সর্বোচ্চ ১০ জন পাবে। এই টাইপের নতুন নতুন অফার গুলো তারা প্রতিদিন পরিবর্তন করে থাকে এবং প্রদান করে থাকে। তাছাড়া নতুন একাউন্ট খুললেই ৫০ টাকা রিচার্জে ৩০ টাকা ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন।

আর যে কোন ব্যাংক থেকে ১০০০ টাকার বেশি টাকা এডমানি করলেই বিশ টাকা ক্যাশব্যাক বোনাস পাচ্ছেন। এভাবে সর্বোচ্চ ১২০ টাকার বেশি ক্যাশব্যাক বোনাস নিতে পারবেন। বিস্তারিত আপডেট জানতে সব সময় নগদের অফিসিয়াল সাইটে দেখুন অথবা নগদ এপ্লিকেশন ব্যবহার করুন। 

শেষ কথা

আমরা নতুন নগদ একাউন্ট খুলে কত টাকা বোনাস পাওয়া যায় তা সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি।সাধারণত নতুন নগদ একাউন্ট খুললে ২০ টাকার বেশি সরাসরি বোনাস পাওয়া যায়। তবে তারা নতুন নগদ একাউন্ট ব্যবহারকারীকে বিভিন্ন সময়ে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার প্রদান করে, 

যেখান থেকে আপনারা ১০০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। একটা কথা মনে রাখুন নগদের অফার সবসময় পরিবর্তনশীল। তাই যে কোন অফার জানতে তাদের সাইটে ভিজিট করবেন। 

About the Author

আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি।

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.