বাংলালিংক মিনিট চেক করার কোড সকলের জানা উচিত। কারন সিমে মিনিট ব্যবহার করার পর অবশিষ্ট মিনিট ব্যালেন্স দেখার প্রয়োজন হয়।
তাই যারা সিমের মিনিট ব্যালেন্স চেক করতে চান, তারা বাংলালিংক মিনিট দেখার কোড ডায়াল করতে পারেন। পাশাপাশি বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড সমূহ আজকের আর্টিকেলে জানানো হবে।
বাংলালিংক মিনিট চেক করার কোড
আমরা অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে থাকি। তবে যারা বাংলালিংক সিম ব্যবহার করে কথা বলে থাকি, তারা বেশিরভাগই মিনিট ক্রয় করে ব্যবহার করি।
কারণ মিনিট ব্যবহার করে কথা বললে অনেক কম খরচ হয়। মূলত খরচ কমানোর জন্য অনেকে বাংলালিংক সিমে মিনিট কিনে কথা বলে থাকে।
তবে মিনিট অনেক সময় শেষ হয়ে যায়। যার ফলে সিমেন্ট ব্যালেন্স থেকে চার্জ কাটতে থাকে। এজন্য আমাদেরও বাংলালিংক সিমে মিনিট চেক করার প্রয়োজন হয়।
অবশ্যই পড়ুনঃ
এছাড়াও কথা বলার পর বাংলালিংক সিমে কত মিনিট অবশিষ্ট রয়েছে, তা জানতেও মিনিট ব্যালেন্স চেক করতে হয়। এবার চলুন বাংলালিংক মিনিট চেক করার কোড গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
বাংলালিংক মিনিট চেক করার কোড হলঃ *১২১*১#
এই কোডটি আপনি মোবাইল ফোনে ডায়াল প্যাডে লিখে banglalink সিম দিয়ে কল করলেই মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। আপনাকে একটি মেসেজের মাধ্যমে মিনিট ব্যালেন্স দেখানো হবে।
এভাবে বাংলালিংক সিমে মিনিট চেক করা যায়। আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স কত রয়েছে তা জানতে উপরের মিনিট চেক কোড টি সিমে ডায়াল করুন।
বাংলালিংক মিনিট চেকের অন্যান্য কোড
বাংলালিংকের বিভিন্ন প্যাক বা অফারের জন্য মাঝে মাঝে আলাদা মিনিট চেক কোড কাজ করতে পারে। এজন্য আপনার বাংলালিংক সিমে মিনিট চেক করার সকল কোড গুলো জেনে রাখা উচিত। নিচে কোড গুলোর তালিকা দেওয়া হলঃ
- টকটাইম/মিনিট চেক করার কোডঃ *124*3#
- All in One Pack মিনিট চেক কোডঃ *121*100#
- Combo pack মিনিটঃ *121*1#
- Special offer মিনিটঃ *124*44#
উপরোক্ত সকল কোডগুলো ডায়াল করে বিভিন্ন ধরনের মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন। এই কোডগুলো শুধুমাত্র বাংলালিংক সিমের জন্য প্রযোজ্য।
যাদের বাংলালিংক সিম রয়েছে, তারা বাংলালিংক মিনিট চেক করার কোড হিসাবে উপরোক্ত কোড গুলো ব্যবহার করতে পারেন। তবে সর্বশেষে বলবো বাংলালিংক মিনিট চেক করার সবচেয়ে কার্যকরী কোড হলোঃ *১২১*১#।
MyBL অ্যাপ থেকে বাংলালিংক মিনিট চেক করার পদ্ধতি
যারা অ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য MyBL অ্যাপে মিনিট চেক করা খুব সহজ। বিশেষ করে যারা মিনিট চেক করার কোড ডায়াল করা ছাড়াই মিনিট ব্যালেন্স দেখতে চাচ্ছেন,
তারা চাইলে মোবাইলে মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখে নিতে পারেন। মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে বাংলালিংক সিম সম্পর্কিত সকল ধরনের তথ্য দেখা যায়।
আপনি সেখানে মিনিট ব্যালেন্স , ইন্টারনেট ব্যালেন্স , সিমের ব্যালেন্স ও কল রেট সহ ইন্টারনেট প্যাকেজ পর্যন্ত দেখতে এবং ক্রয় করতে পারবেন। মাই বাংলালিংক ব্যবহার করে মিনিট চেক করার পদ্ধতিঃ
- সবার প্রথমে মোবাইল ফোনে MyBL App ডাউনলোড করুন (গুগল প্লে/অ্যাপ স্টোর)
- এবার ফোন নম্বর দিয়ে লগইন করুন
- হোম ড্যাশবোর্ডে Minutes অপশন দেখা যাবে।
- সেখানে ক্লিক করলে মোট মিনিট ও মেয়াদ দেখা যাবে।
অ্যাপের মাধ্যমে আপনি শুধু মিনিট চেকই নয়, অফার, ইন্টারনেট প্যাক এবং রিচার্জও করতে পারবেন।
বাংলালিংক মিনিট চেক কোড কাজ না করলে কী করবেন?
অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে বা সিস্টেম আপডেটের জন্য কোড কাজ নাও করতে পারে। তখন নিচের সমাধানগুলো চেষ্টা করতে পারেনঃ
- আবার চেষ্টা করুন
- মোবাইল রিস্টার্ট দিন
- অন্য সিম স্লটে ব্যবহার করে দেখুন
- 999 বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করুন
- MyBL অ্যাপ ব্যবহার করে মিনিট চেক করুন
বাংলালিংক সিমের সকল কোড সমূহ
যারা নতুন বাংলালিংক সিম কিনেছেন, তাদের অবশ্যই বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড গুলো জেনে রাখা উচিত। নিম্নে বাংলালিংক সিমের সকল কোড গুলোর তালিকা দেওয়া হলঃ
- ব্যালেন্স চেক কোড হলঃ *১২৪#
- মিনিট চেক কোডঃ *১২১*১#
- কাস্টমার কেয়ার নাম্বারঃ ১২১
- নাম্বার চেক কোডঃ *৫১১#
- ইমারজেন্সি ব্যালেন্সঃ *৮৭৪#
- ইনকামিং কল অফঃ *২১*০১৯#
- এসএমএস চেকঃ *১২৪*৩#
- ইন্টারনেট ব্যালেন্স চেক কোডঃ *৫০০০*৫০০#
বাংলালিংক নাম্বার চেক করার কোড
আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করি, তাদের বিভিন্ন সময়ে সিমের নাম্বার চেক করার প্রয়োজন হয়। বাংলালিংক সিমের নাম্বার চেক করার একটি কোড রয়েছে।
এই কোড ডায়াল করে আপনি সিমের নাম্বার দেখে নিতে পারেন। এছাড়া অনেক সময় নিজের বাংলালিংক সিমে রিচার্জ করার জন্য নাম্বার জানতে হয়।
এর জন্য সকলের উচিত বাংলালিংক নাম্বার চেক করার কোড সম্পর্কে জানা। বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য আপনার নিজের ফোনের ডায়াল প্যাডে যান।
এবার ডায়াল প্যাডে গিয়ে *৫১১# লিখে বাংলালিংক সিম দিয়ে কল করুন। তাহলে আপনি সরাসরি নাম্বারটি স্কিনে দেখতে পারবেন। সর্বশেষ বলবো বাংলালিংক নাম্বার চেক করার কোড হলোঃ *৫১১#।
বাংলালিংক এমবি চেক করার কোড
আপনি যদি বাংলালিংক সিমে নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে অবশ্যই বাংলালিংক এমবি চেক করার কোড জানা থাকা জরুরি। কারণ ডাটা ব্যালেন্স শেষ হয়ে গেলে হঠাৎ ব্রাউজ করতে গিয়ে অতিরিক্ত চার্জ কেটে যেতে পারে। তাই আগে থেকেই বাকি এমবি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলালিংকের অফিসিয়াল এমবি চেক করার কোড হলোঃ *5000*500#
ফোনের ডায়াল প্যাডে এই কোডটি ডায়াল করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সম্পূর্ণ ডাটা ব্যালেন্স স্ক্রিনে দেখাবে।বাংলালিংক এমবি চেক করার নিয়মঃ
- ফোনের ডায়াল প্যাড খুলুন
- টাইপ করুন: *5000*500#
- ‘Call’ বোতামে চাপুন
- স্ক্রিনে অবশিষ্ট এমবি + মেয়াদ দেখতে পাবেন
MyBL অ্যাপ দিয়ে এমবি চেক করার উপায়
বাংলালিংকের অফিসিয়াল অ্যাপ MyBL ব্যবহার করেও সহজে ডাটা ব্যালেন্স দেখা যায়।পদ্ধতিটি খুব সহজঃ
- MyBL অ্যাপ ইনস্টল করে লগইন করুন
- হোম স্ক্রিনে Internet/Data Balance অপশনটি দেখুন
- সেখানে ক্লিক করলে মোট MB, ব্যবহৃত ডাটা এবং মেয়াদ দেখাবে
অ্যাপ ব্যবহারের সুবিধা হলো এখানে এক জায়গায় সব প্যাক, অফার, রিচার্জ ও ডাটা হিস্টোরি দেখা যায়।
বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড
আপনি যদি একজন নতুন বাংলালিংক গ্রাহক হন, তাহলে বাংলালিংকের গুরুত্বপূর্ণ USSD কোডগুলো জানা খুবই জরুরি। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কোড হল বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড। মূল ব্যালেন্স জানা থাকলে কথা বলার সময় হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার ঝামেলায় পড়তে হয় না।
বাংলালিংকের অফিসিয়াল ব্যালেন্স চেক কোড হলোঃ *124#
এই কোডটি ডায়াল করলেই আপনার সিমের অবশিষ্ট মূল ব্যালেন্স সাথে সাথে স্ক্রিনে দেখাবে।
বাংলালিংক এসএমএস চেক করার কোড
বর্তমান সময়ে যদিও এসএমএস বা এমএমএস ব্যবহারের পরিমাণ অনেক কমে গেছে, তবুও গুরুত্বপূর্ণ কাজ, ব্যাংকিং, অফিসিয়াল ভেরিফিকেশন বা জরুরি তথ্য পাঠাতে এখনও এসএমএস ব্যবহার করা হয়।
তাই আপনার বাংলালিংক সিমে কতগুলো এসএমএস বাকি আছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলালিংক সিমের এসএমএস চেক করার অফিসিয়াল কোড হলোঃ *124*3#।
এই কোডটি ডায়াল করলেই আপনার সিমে যতগুলো ফ্রি বা ক্রয়কৃত এসএমএস আছে, সবকিছু স্ক্রিনে দেখাবে।
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
মোবাইল অপারেটর ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময় নানা সমস্যায় পড়তে হতে পারে,যেমন নেটওয়ার্ক সমস্যা, ব্যালেন্স কেটে যাওয়া, ইন্টারনেট না চলা, SIM রিকভারি, অফার সংক্রান্ত তথ্য ইত্যাদি। এসব সমস্যার সমাধান পেতে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো কাস্টমার কেয়ারে যোগাযোগ করা।
আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করেন, তাহলে নিচের নম্বরে কল করে সরাসরি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেনঃ
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
এই নাম্বারে কল করলেই বাংলালিংকের অফিসিয়াল প্রতিনিধি আপনার সমস্যা শুনে সমাধান দিতে সাহায্য করবে।
শেষ কথা
বাংলালিংক মিনিট চেক করা এখন খুবই সহজ, USSD কোড বা MyBL অ্যাপ দু’টির মাধ্যমেই আপনি কয়েক সেকেন্ডে আপনার বাকি মিনিট দেখে নিতে পারবেন। নিয়মিত মিনিট চেক করলে অতিরিক্ত চার্জ কাটা, প্যাক শেষ হওয়া কিংবা ভুলে যাওয়ার ঝামেলা কমে যায়।
FAQS – বাংলালিংক মিনিট চেক করার কোড
*124*3#
Combo প্যাক মিনিট দেখতে *121*1# ডায়াল করুন।
না, মিনিট চেক করা সম্পূর্ণ ফ্রি।
হ্যাঁ, শুধুমাত্র কোড ডায়াল করলেই মিনিট দেখা যায়।
*5000*500#বাংলালিংক মিনিট চেকের সবচেয়ে সহজ কোড কোনটি?
Combo pack মিনিট চেক করতে কোন কোড?
মিনিট চেক করতে কোনো চার্জ লাগে?
MyBL অ্যাপ ছাড়া কি মিনিট দেখা যায়?
বাংলালিংকের অফিসিয়াল ইন্টারনেট চেক কোড কোনটি?
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






