Remotasks থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট

আপনি কি দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে চান, তাহলে Remotasks ওয়েবসাইটটিতে দৈনিক ছোট ছোট কাজ করতে পারেন। এই সাইটটিতে রেগুলার কাজ করে সহজেই ৩০০ থেকে ৫০০ টাকার বেশি উপার্জন করা যায়।

আপনার বাড়িতে কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলেই তাদের সাইটের সকল কাজগুলো করে আয় করতে পারবেন। কিভাবে এই সাইট থেকে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যায় তা নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত থাকছে। চলুন এবার বিস্তারিত জানা যাক।

ভূমিকা

বর্তমান যুগে ঘরে বসেই অনলাইনে ইনকাম করা এখন আর কোনো স্বপ্ন নয়। অনেকেই এখন বাড়তি আয়ের জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। তেমনই একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম হলো Remotasks। আপনি যদি Remotasks থেকে কীভাবে ইনকাম করবেন জানতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

Remotasks কী?

Remotasks একটি অনলাইন মাইক্রো-ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের টাস্ক (Task) বা কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। সাধারণত এখানে ডেটা লেবেলিং, ইমেজ অ্যানোটেশন, ভিডিও ট্রান্সক্রিপশন, এবং AI মডেল ট্রেইনিং-এর মতো কাজগুলো পাওয়া যায়।

এই সাইটটি মূলত AI কোম্পানি Scale AI পরিচালনা করে। যারা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে ডেটা প্রসেসিং ও লেবেলিং সেবা দিয়ে থাকে। আপনি যদি এই সাইটটিতে রেগুলার কাজ করেন তাহলে খুব সহজেই দৈনিক 300 থেকে 400 টাকা আয় করতে পারবেন।

এই সাইটটিতে কাজের কোন অভাব নেই, শুধুমাত্র আপনাকে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। কাজ করার নিয়ম এবং কিভাবে একাউন্ট খুলবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুনঃ  বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম

Remotasks থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায়

Remotasks থেকে প্রতিদিন ইনকাম করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। মূলত এই সাইট থেকে ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সাইটটিতে একাউন্ট খোলার পরেই আপনি কাজ করা শুরু করতে পারবেন। এই সাইটটিতে ইনকাম করার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হয় তা নিম্নে আলোচনা করা হলোঃ

১. অ্যাকাউন্ট তৈরি করুন

Remotasks-এ কাজ করার জন্য প্রথমেই আপনাকে https://www.remotasks.com ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে।সাইটটিতে একাউন্ট খোলার জন্য আপনি চাইলে যে কোন ব্রাউজার ব্যবহার করতে পারেন।

আরো পড়ুনঃ ySense থেকে ডেইলি ৫০০ টাকা ইনকাম

যে কোন ব্রাউজারে গিয়ে সাইটের নাম লিখে সার্চ করুন অথবা সরাসরি লিংকে ক্লিক করে একাউন্ট খুলে নিন। সাধারণত Google বা Facebook অ্যাকাউন্ট দিয়েই সাইন আপ করা যায়। অ্যাকাউন্ট খোলা অথবা সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে পারেন।

Remotasks থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম
Remotasks থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম

এছাড়াও Start earning today অপশনটিতে ক্লিক করেও সরাসরি গুগল অথবা ফেসবুক দিয়ে একাউন্ট খোলা যায়। আপনি যদি সহজেই একাউন্ট খুলতে চান তাহলে কন্টিনিউ উইথ গুগল অপশন সিলেক্ট করুন।

এখানে আপনি সরাসরি একাউন্ট খুলে ফেলতে পারবেন। একাউন্ট খোলা হয়ে গেলে সাইটটিতে থাকা নির্দিষ্ট টাস্কগুলো পূরণ করুন তাহলেই আয় করতে পারবেন।

২. Training এবং Quiz দিন

কাজ শুরু করার আগে Remotasks আপনাকে ফ্রি ট্রেনিং ও কুইজ সম্পন্ন করতে বলবে। এটি বাধ্যতামূলক। আপনি যে ধরনের টাস্কে আগ্রহী, সেই বিষয়ে ভালোভাবে প্রশিক্ষণ নিবেন, টাস্ক গুলো হলঃ

  • Image Annotation
  • LiDAR Annotation
  • Categorization Tasks
  • Transcription Tasks

৩. টাস্ক নির্বাচন করুন

Training শেষ হলে আপনি Dashboard-এ গিয়ে নতুন টাস্ক দেখতে পারবেন। প্রতিটি টাস্কে কাজ শুরুর আগে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকে। তাই কাজের শর্তাবলী ও নিয়ম বুঝে কাজ করা শুরু করুন।

৪. কাজ সাবমিট করুন এবং ইনকাম করুন

টাস্ক সফলভাবে শেষ করে সাবমিট করলে নির্ধারিত ডলার আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। Remotasks এ প্রতি টাস্কের জন্য সাধারণত ০.০৫ ডলার থেকে শুরু করে ৫-২০ ডলার পর্যন্ত ইনকাম করা যায় (টাস্কের জটিলতা অনুযায়ী)।

আরো পড়ুনঃ  Zoombucks থেকে অনলাইন ইনকাম করার উপায়: ঘরে বসে সহজে আয় করুন!

আরো পড়ুনঃ ঘরে বসে হাতে লিখে আয় করার উপায়

যদি টাস্ক গুলো বড় বড় এবং জটিল হয়ে থাকে সে ক্ষেত্রে তারা বেশি পেমেন্ট দিয়ে থাকে। যার ফলে আপনি বেশি ইনকাম করতে পারেন।

Remotasks থেকে কত টাকা ইনকাম করা যায়?

Remotasks-এ আপনার ইনকাম মূলত নির্ভর করেঃ

  • আপনি প্রতিদিন কত ঘণ্টা কাজ করছেন
  • কোন ধরনের টাস্ক করছেন
  • আপনার Accuracy কেমন

আমাদের জানামতে একজন নতুন ইউজার দৈনিক ৫-১০ ডলার ইনকাম করতে পারেন। তাছাড়াও অভিজ্ঞ ইউজাররা দৈনিক ১৫-৩০ ডলার পর্যন্ত আয় করতে পারে।

তবে আপনি যদি বেশি সময় ধরে দৈনিক কাজ করতে থাকেন তাহলে মাস শেষে 100 থেকে 200 ডলার বা তার বেশি উপার্জন করতে সক্ষম হবেন।

তাই সকলকে বলব ধৈর্য সহকারে বেশি সময় নিয়ে কাজ করতে থাকুন, তাহলে ডেইলি চার থেকে পাঁচ ডলার ইনকাম করার সম্ভাবনা থাকবে।

পেমেন্ট পদ্ধতি ও পেমেন্ট সিস্টেম

Remotasks সাধারণত প্রতি সপ্তাহে পেমেন্ট করে থাকে। তারা বেশিরভাগ ক্ষেত্রে মূলত পেমেন্ট পাঠায় PayPal-এর মাধ্যমে।বাংলাদেশ থেকে কাজ করলে আপনাকে Payoneer বা বিকল্প মাধ্যমে PayPal ডলার নিতে হবে। এজন্য আপনাকে একটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের সাথে যুক্ত হতে হবে। এই সাইটটি থেকে পেমেন্ট পাওয়ার নির্দিষ্ট সিস্টেম রয়েছে যেমনঃ

এই সাইট থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনার একাউন্টের নাম লেখার উপরে ক্লিক করুন। তাহলে আপনি একাউন্ট নামক একটি অপশন পাবেন সেখানে আবার ক্লিক করুন। এবার আপনার স্কিনে অনেকগুলো অপশন আসবে।

এর মধ্যে থেকে সর্বশেষ Payment অপশন পাবেন সেখানে ক্লিক করবেন। এখন আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিবেন সেই মাধ্যমটি সিলেক্ট করে উইথড্র করুন। এখানে পেমেন্ট নেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, আপনি চাইলে পেপাল অথবা পায়োনিয়ার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।

এছাড়াও বিকাশ ও রকেটের মাধ্যমে পেমেন্ট পাওয়ার সিস্টেম আছে। বিকাশ ও রকেটে পেমেন্ট পাওয়ার জন্য Airtm অপশনটিতে ক্লিক করবেন। এই পেমেন্ট পদ্ধতিতে আপনি বিকাশে এবং রকেটে টাকা উত্তোলন করতে পারবেন।

Remotasks-এ কোন কাজগুলো সবচেয়ে লাভজনক?

Remotasks ওয়েবসাইটটিতে আপনি প্রায় অনেক ধরনের ছোট ছোট কাজগুলো করতে পারবেন। এর মধ্যে কিছু কাজ করলে বেশ লাভজনকভাবে ইনকাম করা যায়। সেই কাজগুলো হলোঃ

  • Image Annotation টাস্ক থেকে ইনকাম $0.05 – $1.00
  • LiDAR 3D Annotation থেকে ইনকাম $1 – $10
  • Audio Transcription টাস্ক থেকে আয় $0.10 – $3.00
  • Categorization Task ইনকামের পরিমাণ $0.03 – $0.50
  • Segmentation Task থেকে আয় প্রায় $0.50 – $5.00
আরো পড়ুনঃ  লুডু খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট দিচ্ছে এই অ্যাপগুলো – দেখে নিন এখনই

উল্লেখিত টাস্ক গুলো ছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো করে ইনকাম করা যায়। তবে সেগুলো থেকে খুব কম পরিমাণ ইনকাম হয়।

তবুও আপনি সেই কাজগুলো করে আয় করার চেষ্টা করতে পারেন, কারণ সেই কাজে অনেক কম সময় লাগে। যেই কাজ করতে অনেক কম সময় লাগে সেই কাজে আপনি সাধারণত কম আয় করতে পারবেন।

Remotasks-এ সফল হওয়ার টিপস

  • প্রতিদিন কিছু সময় দিনঃ নিয়মিত না হলে বেশি ইনকাম করা কঠিন।
  • কাজের গুণগত মান বজায় রাখুনঃ কম Accuracy থাকলে আপনার অ্যাকাউন্ট বন্ধও হতে পারে।
  • Live Training নিনঃ মাঝে মাঝে তারা লাইভ ট্রেনিং সেশন নিয়ে থাকে, যা অনেক উপকারে আসে।
  • Referral Program ব্যবহার করুনঃ অন্যদের রেফার করে বাড়তি ইনকাম করতে পারেন।

শেষ কথা

কিভাবে Remotasks ওয়েবসাইটটি থেকে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যায় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছি। সর্বশেষ বলবো এই ধরনের সাইট থেকে বেশি ইনকাম করতে চাইলে ডেইলি কাজ করতে হয়।

আপনি এখানে ডেইলি সময় দেন তাহলে অবশ্যই প্রতিদিন ৫০০ টাকার বেশি ইনকাম করতে সক্ষম হবেন। বাংলাদেশ সহ অন্যান্য দেশে প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্ট এই সাইটটিতে পার্টটাইম কাজ করে হাত খরচ চালাচ্ছে। তাহলে আপনি কেন বেকার বসে থাকবেন, সাইটটিতে এখনই একাউন্ট খুলে কাজ করা শুরু করুন।

FAQs – Remotasks নিয়ে সাধারণ প্রশ্নোত্তর

Remotasks কি ফ্রি?

হ্যাঁ, Remotasks সম্পূর্ণ ফ্রি। কোনো রকম টাকা দিতে হয় না।

কি ধরনের কাজ পাওয়া যায়?

ডেটা লেবেলিং, ইমেজ অ্যানোটেশন, অডিও ট্রান্সক্রিপশন, ভিডিও ক্যাটাগরাইজেশন ইত্যাদি।

মোবাইল দিয়ে কাজ করা যায় কি?

না, বর্তমানে Remotasks শুধুমাত্র কম্পিউটার/ল্যাপটপেই সাপোর্ট করে।

Leave a Comment